Wednesday, February 24, 2021
কানাডা স্কুলিং ভিসা কি
Wednesday, February 10, 2021
সার্বিয়ার ভিসা নেয়ার সময় এখনই
Thursday, January 07, 2021
ক্রোয়েশিয়ায় নতুন নিয়ম ও সুজোগ
২০২১ সালের মাঝামাঝি সময়ে ক্রোয়েশিয়া সেনজেন দেশে পরিণত হওয়ার কথাটি আপনি নিশ্চয় ইতিমধ্যে শুনেছেন। সেখানে বর্তমানে ইউরো চালু হয়েছে এবং ক্রোয়েশিয়া ইইউভূক্ত একটি দেশ। এর মানে সেনজেন দেশে পরিণত হওয়ার জন্য একটি দেশকে যে সকল শর্ত পালন করতে হয় ক্রোয়েশিয়া তার সব কটি করেছে। কেবল অফিসিয়াল সিদ্ধান্তটুকু বাকি। তাই এখন ক্রোয়েশিয়ায় ঢোকার অর্থই আগামীর একটি সেনজেন দেশে প্রবেশ করা। বছরের মাঝামাঝি সময়ে ক্রোয়েশিয়া সেনজেন দেশে পরিণত হবার পরে ক্রোয়েশিয়ার ভিসার দাম বর্তমান ভিসার দাম এর চেয়ে অনেক বেড়ে যাবে। তাই আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করে ফেলা।
Friday, November 27, 2020
ক্রোয়েশিয়ার ভিসা এখন ঢাকা থেকেই
করোনার পরে মাল্টার আশা দেখা গিয়েছিল। ইটালীর ভিজিট ভিসা ও জব ভিসার দেখা পাওয়ার সুজোগও প্রায় কাছিয়ে এসেছিল। কিন্তু আকস্মাৎ সব আবার স্তব্দ। দেখা গেল করোনা শীতের মধ্যে আরও ব্যাপক আকারে ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে প্রায় সবগুলো ইউরোপিও দেশ লক ডাউনে চলে গেছে। তবে এই লক ডাউনে নেই ক্রোয়েশিয়া। এই দেশটি বহাল তবিয়তে কাজ করে চলেছে। বর্তমানে ঢাকা থেকেই ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে। ঢাকার জেমকন গ্রুপ ভিসার দায়িত্ব নিয়েছে। আপনার নিশ্চয়ই জানেন যে নাবিল আহমেদ এমপি যিনি যশোহর অঞ্চলের একজন মাননীয় এমপি, বর্তমানে ক্রোয়েশিয়ার কনসাল জেনারেল হিসাবে কর্মরত রয়েছেন বাংলাদেশে। এখন আপনি যদি ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট পান তবে আপনাকে কষ্ট করে দিল্লী যেতে হবেনা। খুব সহজেই আপনি ঢাকা থেকে ভিসা নিতে পারেন। ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট আসতে বড়োজোর দুই মাস লাগবে। এবং ঢাকায় জেমকন গ্রুপের অফিসে জমা দিলে তা দিল্লী থেকে ভিসা হয়ে আসতে ২০ দিন সময় নেবে। তারা আপনার পাসপোর্ট জমা রাখবে না। বা কোন পুলিশ ক্লিয়ারেন্সও চাইবে না। দিল্লী থেকে স্টিকার আসলে তারা আপনার পাসপোর্টে জাস্ট সেটা লাগিয়ে দেবে। দিল্লী যেতে গেলে বেশ কিছু টাকা নষ্ট হয়ে যায় এবং সময়ও নষ্ট হয়ে যায়। এরচেয়ে ঢাকা থেকে ভিসা নিলে খরচ হলেও তা আপনার সময় নষ্ট করবে না। বিদেশের হোটেলে অপেক্ষা করার চাইতে দেশে নিজের বাড়িতে অপেক্ষা করা অনেক সাশ্রয়ী ও নিরাপদ। তাই ক্রোয়েশিয়াতে আবেদন করুন ঢাকা থেকেই। আপনার জন্য ক্রোয়েশিয়াতে কাজ করেন এমন কিছু নিরাপদ এজেন্ট রয়েছে আমাদের। আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করলে আমরা আপনাকে সেই সব এজেন্টের মাধ্যমে ভিসা পেতে সহায়তা করবো। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজে আসুন এবং লাইক দিয়ে আমাদের ইনবক্স করুন। ফেসবুক পেইজের ঠিকানা WWW.FACEBOOK.COM/VISAMARKETPLACE
Sunday, November 22, 2020
Wednesday, November 11, 2020
তবে কি চালু হতে যাচ্ছে H1B / H2B ভিসা?
ক্ষমতায় আসার পরপরই বেশ কিছু ভিসা ক্যাটাগরি ও তাদের ধরনের পরিবর্তন নিয়ে কথা বলেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশে ভিসার ওপর যে কড়াকড়ি আরোপ করেছিলেন এবং স্পাউস ভিসা প্রায় বন্ধ করে দিতে বসেছিলেন, বাইডেন আসাতে এসব ভিসা নতুন করে অবমুক্ত হতে চলেছে। জানা গেছে বাইডেন এর পরিকল্পনা রয়েছে আমেরিকাতে H1B ভিসা সহ হাই স্কিল ভিসার সংখ্যা বাড়ানো এবং দেশভিত্তিক চাকরি ভিসার কোটা তুলে দেয়া। এর ফলে কোন কোন দেশ থেকে অসংখ্য শ্রমিক নিয়োগের পথ সুগম করলো আমেরিকা। এই বিশেষ সুবিধা দেয়ার ফলে ভারত থেকে প্রচুর নতুন অভিবাসী স্থান করে নেবে আমেরিকাতে। তবে এই নতুন নিয়মের ফলে বাংলাদেশও উপকৃত হবে বলে বিশ্বাস করেন সবাই। শুধু তাই নয় যারা এতোদিন আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন তাদের পক্ষেও খুব দ্রুত গ্রীন কার্ড পাওয়া এবার সহজ হয়ে যাবে। আশা করা যাচ্ছে বাংলাদেশ থেকেও দ্রুত H1B ভিসা চালু হতে পারে।
Monday, November 09, 2020
মাল্টায় পড়তে যাবেন কেন?
Tuesday, October 27, 2020
ঢাকা থেকে নেবেন ক্রোয়েশিয়ার ভিসা
Saturday, October 03, 2020
কিস্তিতে জব ভিসা
কিস্তিতে যে সমস্ত দেশে চাকরি ভিসায় সুজোগ দেয়া যাবে সে দেশগুলো হলো রোমানিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, মাল্টা। স্টুডেন্ট ভিসায় বা ভ্রমন ভিসায় কিস্তির সুবিধা পাওয়া যাবে না।
তবে এখানে বলে রাখা ভাল, কারা আমাদের এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেন।
১। যাদের আর্থিক সামর্থ আমাদের কাছে অনুকুল বলে বিবেচিত হবেনা।
২। যারা বর্তমানে আমাদের ভিসা ক্লাব মেম্বার।
৩। ভিসা২৪বিডিডটকম কতৃক যাদের প্রফাইল পরিপূর্ন নিরাপদ হিসাবে গৃহীত হয়েছে।
৪। মেম্বার ছাড়াও যারা ফেসবুকে আমাদের সাথে ন্যুনতম ১ বছর ছিলেন ও নানা সময়ে লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহিত করেছেন।
যাদের ভিসা প্রসেসিং এর কাজ চলছে তারা এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেন না। তাদের চুক্তিপত্রে যতো টাকার কথা উল্লেখ ছিল ঠিক সেই পরিমান ফি ভিসার পরে অবশ্যই তাদের পরিশোধ করতে হবে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ভিসার খরচ কমেছে কিন্তু চুক্তিপত্রে যেখানে যা উল্লেখ ছিল সেখানে তাই প্রদেয় হবে।
কিভাবে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেনঃ
১। প্রথমে আমাদের ভিসা ক্লাবের সদস্য হবার ফর্মটি পুরন করুন।
২। ভিসা২৪বিডিডটকমের মূল ওয়েব সাইটে যান ও সাইন আপ করুন।
৩। ভিসা২৪বিডিডটকমে আপনার ছবিসহ সকল তথ্য আপলোড করুন।
এরপর আমরা আপনার প্রদেয় সকল তথ্য যাচাই করবো নিজস্ব পদ্ধতিতে। ভিসা২৪বিডিডটকমে আপনার প্রদেয় সকল তথ্য কেবল আমরাই দেখতে পারি। ক্যান্ডিডেট প্রোফাইল থেকে বাইরের কেউ কখনও আপনার কন্ট্রাক্ট ডিটেইলস দেখতে পায়না।
৪। আপনার এলাকার কাউন্সেলর বা চেয়ারম্যান কতৃক একটি প্রত্যয়নপত্র আমাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিস কতৃক পাঠাতে হবে। (প্রত্যয়নপত্রের বিষয়বস্তু নির্ধারিত থাকবে।)
৫। সর্বশেষ আমাদের সাথে আপনার অভিভাবকের একটি চুক্তিপত্র করতে হবে।
ভিসা২৪বিডিডটকম কতৃক সংযোজিত এই পদ্ধতিতে সাধারন খেটেখাওয়া মানুষ যারা টাকার অভাবে বিদেশে গমন করতে পারতোনা, নতুন এই কিস্তিতে চাকরি ভিসার অফার পাওয়ার পর তারা বিদেশে যেতে পারবে।
রোমানিয়া যাবার সময় এখনই
অনেকেই তার অভিজ্ঞতা থেকে বলতে পারে রোমানিয়া বাজে দেশ, প্রতারকদের দেশ ইত্যাদি।কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি মোটেও তা নয়। বসবাসের জন্য সবচেয়ে সুন্দর ও আরামদায়ক রাজধানী হলো বুখারেস্ট।আর আপনি যদি রোমানিয়ার কোন পতিতালয়ে গিয়ে ধোকা খেয়ে আসেন বা কোন মদ পান করতে গিয়ে মাতালের সাথে মারামারি করে আসেন তবে অবশ্যই আপনার অভিজ্ঞতা হবে আমার চেয়ে ভিন্ন। কেউ যদি টাকা আয় করার জন্য রোমানিয়ায় আসে তবে অবশ্যই আপনার স্বপ্ন ব্যর্থ হবেনা। আসার আগে মুক্তমন নিয়ে আসবেন এবং কিছুটা স্মার্ট হয়ে আসবেন এবং আপনার বিষয়ভিত্তিক কিছু অভিজ্ঞতা নিয়ে আসবেন তাহলে আপনি পৃথিবীর যেকোন জায়গায় গিয়ে সফল হতে পারবেন। ২০ সালের জুলাই মাস থেকে পুনরায় রোমানিয়ার ওয়ার্ক পার্মিটের কাজ শুরু হয়েছে। খরচ হবে ৭ লাখ টাকা। অনেকেই আপনাকে আরও কম খরচের অফার দেবে। বিশ্বাস করবেন না তাদেরকে। কারন তারা একটা ওয়ার্ক পারমিট দশ জনের নামে বানিয়ে ভিসা করতে চায়। এটা গ্যাম্বলিং। ভিসা হয়ে গেলে তো সে অর্ধ কোটি টাকা আয় করে নিল। আর যদি ধরা খেয়ে যায় তবে আপনাদের পাসপোর্টগুলো সব বাতিল হবে ও ইউরোপিও দেশে আগামী দশ বছরেও ঢুকতে পারবেন না। তাই যারা বেশী টাকার অফার দেয় তাদের নিকট থেকেই আবেদন করুন।