(Notice: অকটোবর মাসের শুরু থেকে আমরা কেবলমাত্র ভিসা ক্লাবের মেম্বার দেরই ভিসা করছি। দয়া করে ভিসা ক্লাবের মেম্বার হোন এবং আমাদের নিকট থেকে ভিসার ব্যপারে সহায়তা নিন।)
পোল্যান্ড এর ওয়ার্ক পারমিট ভিসা। ৯৯% নিশ্চয়তা সহ কাজ চলছে।
পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা। প্রসেসিং সময় ৩ মাস। ভিসার আগে কোন টাকা প্রদান করতে হবেনা। আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০১৭। ভিসার পর ১১ লক্ষ টাকা প্রদেয়।কেবলমাত্র পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ৬ কপি ছবি আমাদের প্রদান করতে হবে। আরও তথ্য জানার জন্য ফোন দিন ০১৭৭২৩৬৯৪৫১
জাপানে নার্সিং ভিসা ওয়ার্ক পারমিট। কেবলমাত্র নারীদের জন্য।
জাপানের ওয়ার্ক পারমিট ভিসা। নারীদের জন্য। মেডিকেলে নার্সিং পদে যোগ্য নারী প্রার্থী প্রয়োজন। সময় ৩ তিন মাস। পাঁচ বছরের ওয়ার্ক পারমিট ভিসা। পরবর্তীতে ভিসা বাড়ানো যাবে। ভিসার পর ১০ লাখ টাকা। বেতন ১৫০,০০০ টাকা + টিপস। শেষ তারিখ ০৪/১২/১৭
এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা। দশ বছরের স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য। সেনজেন দেশ। আপডেট তারিখ ১০/০৬/২০১৭
এস্তোনিয়ায় আমরা স্টুডেন্ট ভিসা করছি। এক ভিসায় ২৭ দেশ ভ্রমন। ভর্তির শেষ তারিখ জুলাই ১৫ ২০১৭। ইউনিভার্সিটি এ্যাডমিশন। IELTS লাগবেনা। নিশ্চিত ভিসা। আগে কোন টাকা দিতে হবেনা। ভিসার পর পুরো টাকা প্রদেয়। ইউরোপের ২৭টি দেশে ভ্রমনযোগ্য ভিসা। ভিসার পর ৮০০০০০ টাকা। এর মধ্যে বিমানভাড়া সহ সব খরচ অন্তর্ভুক্ত।
কানাডায় স্টুডেন্ট ভিসা (সকল পেমেন্ট ভিসার পর)----আপডেট তারিখ ০৮/০৫/২০১৭
কানাডায় যাবার জন্য ন্যুনতম রেজাল্ট সিজিপিএ ৪.০ ও IELTS এ ৬.০ প্রয়োজন। IELTS ছাড়া ভিসা হবেনা তাই যাদের IELTS নেই তারা ফোন করবেননা।আমরা সকল খরচ বহন করবো ভিসার আগে। আপনার এক টাকাও দরকার নেই। নিজে দাঁড়িয়ে ভিসা নেবেন। ভিসার পর সকল খরচসহ ১৩০০০০০ (তের লাখ টাকা) কেবল মাত্র বিমান ভাড়া ব্যতীত। দুই সেমিস্টারের ইউনিভার্সিটির ফি এর মধ্যে অন্তর্ভুক্ত। যোগাযোগ করুন ০১৭৭২৩৬৯৪৫১
বেলারুশে ছাত্রছাত্রীদের চমৎকার সুজোগ (ইউরোপ) ................(আপডেট তারিখ ০৮/০৫/২০১৭)(ভিসার কাজ পুনরায় শুরু হবে জুন মাসে)
বেলারুশ সম্পর্কে আমার ব্লগে পড়েছেন। এবার চলে যান বেলারুশ খুব সহজেই। বেলারুশ যাওয়ার সুজোগটা এসেছে প্রায় মালয়শিয়ার মতোই। ভিসা হবার গ্যারান্টী ৯৯%। এসএসসি পাশ হলেও চলবে। দশ বছরের বেশী সময়ের এডুকেশন গ্যাপ হলেও সমস্যা নেই। ভিসা ফি, এক বছরের টিউশন ফি, তিন মাসের এ্যাকোমোডেশন, বিমান ভাড়া, ইনশিওরেন্স সব সহ ৬০০০০০ (ছয় লক্ষ) টাকা দিতে হবে ভিসার পরে। সবচেয়ে বড়ো ব্যপার বেলারুশের পাশের দেশই হলো পোল্যান্ড।

মালয়শিয়াতে সুজোগ (আপডেট ০৬/০৩/২০১৭)
মালয়শিয়াতে কেবল ভিজিট ভিসা=৪০,০০০ (সাদা পাসপোর্টে)
বিজনেস ভিসা ও এন্ট্রি = ১৫০,০০০
এন্টি ও জব, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি = ২,৫০,০০০ (থাকা, খাওয়া কোম্পানীর। বেতন ২০,০০০)

জাপানের ভিসা ................(বর্তমানে সুজোগ নেই)
আপনি জাপানে যেতে ইচ্ছুক? ভিসা পাবেন কিনা ভাবছেন? ভিসা পেলেও ঢুকতে পারবেন কিনা ভাবছেন? আমাদের সাহায্য নিন। আপনার যদি পাসপোর্টে চার পাঁচটি দেশের (ধরা যাক ভারত, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, ইত্যাদি)ভিসা থাকে তবে আমরা আপনার ভিসা ও জাপানে ঢোকার জন্য যাবতীয় ব্যবস্থা করবো। ভিসার আগে আমাদের কোন টাকা দেবার দরকার নেই। জাপানের ইমিগ্রেশন পার হবার পর আমাদের দিতে হবে ১০ লাখ টাকা। যদি আপনি ব্যবসায়ী হন ও ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট থাকে তবে খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। তবে আপনার ব্যাংক এ্যাকাউন্টে মিনিমাম দশ লাখ টাকা থাকতে হবে। যোগাযোগ করুন।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
সেনজেন কান্ট্রিতে ঢোকার সুজোগ ................(আপডেট তারিখ ০৬/০৩/২০১৭)
আপনার পাসপোর্টে যদি তিন থেকে চারটি দেশের ভিসা থেকে থাকে এবং আপনি যদি সেসব দেশে ভিজিট করে থাকেন এবং আপনার যদি একটি ন্যুনতম ৬ মাসের পুরোনো ব্যাংক এ্যাকাউন্ট থেকে থাকে যেখানে অল্প কিছু টাকা রয়েছে (৩-৪ লাখ) তবে সেনজেন কান্টি (ইউরোপিও ২৬টি দেশে) প্রবেশের সুজোগ নিতে পারেন। ভিসার আগে আপনার কোন খরচ নেই। ভিসার পর আপনাকে দিতে হবে ৯ লাখ টাকা। ইওরোপে প্রবেশের দায়িত্ব আমাদের নিজস্ব। অক্টোবরের ২য় সপ্তাহে জার্মানীতে আমাদের সেমিনার রয়েছে। সেখান থেকে আপনার ইনভাইটেশন ও স্পনসর আনার পর গ্রুপ ভিসায় আপনি খুব সহজে ঢুকতে পারছেন জার্মানীতে।জার্মানী থেকে পরবর্তীতে আপনি ইউরোপীও যেকোন দেশে ঢুকে যেতে পারবেন একই ভিসায়।
আমেরিকায় প্রবেশের সুবর্ন সুযোগ (আপডেট তারিখ ০৬/০৩/২০১৭)
আপনি যদি ২০১০ বা ২০০৯ এ এস এসসি পাশ হয়ে থাকেন তবে আমরা আপনার আমেরিকার ভিসা করিয়ে দেবো। আপনার কোন IELTS এর প্রয়োজন নেই। সরাসরি আমেরিকান এ্যামবাসিতে দাঁড়িয়ে ভিসা নিতে পারবেন। ভিসার পর আমাদের দিতে হবে ১৬০০০০০ টাকা। যোগাযোগ করুন ২৬/০৮/২০১৬ এর আগে। ফোন নাম্বার ০১৭৭২৩৬৯৪৫১।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
আপনি জানেন আমেরিকা বর্তমানে বাংলাদেশীদের ভিসা প্রদানে অপারগতা প্রকাশ করেছে। ১০০০ জনের ভেতর মাত্র দুইজন বা তিনজন ভিসা পেতে পারে যা কোন শতকরা হিসাবের মধ্যে পড়েনা।ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছে। ব্রিটিশ ভিসাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় স্পনসর সিস্টেম এতোটাই কড়া যে সব কাগজপত্র ঠিক থাকার পরও ভিসা হয়না।কানাডায় ৬৭ পয়েন্ট ওঠানো এতোটাই কষ্টকর যে আপনার মনে হবে এই দেশে এ্যাপ্লাই না করে অন্য কোন দেশে যাওয়াই উচিৎ ছিলো। বর্তমানে কেউ আপনাকে আমেরিকায় দাঁড় করাতে চাইবেনা।ব্রিটিশ ভিসার কাজ তো কবেই বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার কাজ দু’একজন করে তবে রেজাল্ট বেশীরভাগই জিরো। আর কানাডার কাজে বেশীরভাগেরই দক্ষতা কম থাকায় ভিসা জটিলতা রয়েই যায় শেষ পর্যন্ত।আমি নিজেও প্রায় এসব দেশের কাজ বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, এসব দেশে কিছু কিছু ভিসা হতে পারে। আমরা যেসব কাজ করি ও ৯৫% নিশ্চয়তা প্রদান করি সেগুলো দেখুনঃ
পোল্যান্ড এর ওয়ার্ক পারমিট ভিসা। ৯৯% নিশ্চয়তা সহ কাজ চলছে।
পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা। প্রসেসিং সময় ৩ মাস। ভিসার আগে কোন টাকা প্রদান করতে হবেনা। আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০১৭। ভিসার পর ১১ লক্ষ টাকা প্রদেয়।কেবলমাত্র পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ৬ কপি ছবি আমাদের প্রদান করতে হবে। আরও তথ্য জানার জন্য ফোন দিন ০১৭৭২৩৬৯৪৫১
জাপানে নার্সিং ভিসা ওয়ার্ক পারমিট। কেবলমাত্র নারীদের জন্য।
জাপানের ওয়ার্ক পারমিট ভিসা। নারীদের জন্য। মেডিকেলে নার্সিং পদে যোগ্য নারী প্রার্থী প্রয়োজন। সময় ৩ তিন মাস। পাঁচ বছরের ওয়ার্ক পারমিট ভিসা। পরবর্তীতে ভিসা বাড়ানো যাবে। ভিসার পর ১০ লাখ টাকা। বেতন ১৫০,০০০ টাকা + টিপস। শেষ তারিখ ০৪/১২/১৭
এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা। দশ বছরের স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য। সেনজেন দেশ। আপডেট তারিখ ১০/০৬/২০১৭
এস্তোনিয়ায় আমরা স্টুডেন্ট ভিসা করছি। এক ভিসায় ২৭ দেশ ভ্রমন। ভর্তির শেষ তারিখ জুলাই ১৫ ২০১৭। ইউনিভার্সিটি এ্যাডমিশন। IELTS লাগবেনা। নিশ্চিত ভিসা। আগে কোন টাকা দিতে হবেনা। ভিসার পর পুরো টাকা প্রদেয়। ইউরোপের ২৭টি দেশে ভ্রমনযোগ্য ভিসা। ভিসার পর ৮০০০০০ টাকা। এর মধ্যে বিমানভাড়া সহ সব খরচ অন্তর্ভুক্ত।
কানাডায় স্টুডেন্ট ভিসা (সকল পেমেন্ট ভিসার পর)----আপডেট তারিখ ০৮/০৫/২০১৭
কানাডায় যাবার জন্য ন্যুনতম রেজাল্ট সিজিপিএ ৪.০ ও IELTS এ ৬.০ প্রয়োজন। IELTS ছাড়া ভিসা হবেনা তাই যাদের IELTS নেই তারা ফোন করবেননা।আমরা সকল খরচ বহন করবো ভিসার আগে। আপনার এক টাকাও দরকার নেই। নিজে দাঁড়িয়ে ভিসা নেবেন। ভিসার পর সকল খরচসহ ১৩০০০০০ (তের লাখ টাকা) কেবল মাত্র বিমান ভাড়া ব্যতীত। দুই সেমিস্টারের ইউনিভার্সিটির ফি এর মধ্যে অন্তর্ভুক্ত। যোগাযোগ করুন ০১৭৭২৩৬৯৪৫১
বেলারুশে ছাত্রছাত্রীদের চমৎকার সুজোগ (ইউরোপ) ................(আপডেট তারিখ ০৮/০৫/২০১৭)(ভিসার কাজ পুনরায় শুরু হবে জুন মাসে)
বেলারুশ সম্পর্কে আমার ব্লগে পড়েছেন। এবার চলে যান বেলারুশ খুব সহজেই। বেলারুশ যাওয়ার সুজোগটা এসেছে প্রায় মালয়শিয়ার মতোই। ভিসা হবার গ্যারান্টী ৯৯%। এসএসসি পাশ হলেও চলবে। দশ বছরের বেশী সময়ের এডুকেশন গ্যাপ হলেও সমস্যা নেই। ভিসা ফি, এক বছরের টিউশন ফি, তিন মাসের এ্যাকোমোডেশন, বিমান ভাড়া, ইনশিওরেন্স সব সহ ৬০০০০০ (ছয় লক্ষ) টাকা দিতে হবে ভিসার পরে। সবচেয়ে বড়ো ব্যপার বেলারুশের পাশের দেশই হলো পোল্যান্ড।

মালয়শিয়াতে সুজোগ (আপডেট ০৬/০৩/২০১৭)
মালয়শিয়াতে কেবল ভিজিট ভিসা=৪০,০০০ (সাদা পাসপোর্টে)
বিজনেস ভিসা ও এন্ট্রি = ১৫০,০০০
এন্টি ও জব, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি = ২,৫০,০০০ (থাকা, খাওয়া কোম্পানীর। বেতন ২০,০০০)

জাপানের ভিসা ................(বর্তমানে সুজোগ নেই)
আপনি জাপানে যেতে ইচ্ছুক? ভিসা পাবেন কিনা ভাবছেন? ভিসা পেলেও ঢুকতে পারবেন কিনা ভাবছেন? আমাদের সাহায্য নিন। আপনার যদি পাসপোর্টে চার পাঁচটি দেশের (ধরা যাক ভারত, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, ইত্যাদি)ভিসা থাকে তবে আমরা আপনার ভিসা ও জাপানে ঢোকার জন্য যাবতীয় ব্যবস্থা করবো। ভিসার আগে আমাদের কোন টাকা দেবার দরকার নেই। জাপানের ইমিগ্রেশন পার হবার পর আমাদের দিতে হবে ১০ লাখ টাকা। যদি আপনি ব্যবসায়ী হন ও ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট থাকে তবে খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। তবে আপনার ব্যাংক এ্যাকাউন্টে মিনিমাম দশ লাখ টাকা থাকতে হবে। যোগাযোগ করুন।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
সেনজেন কান্ট্রিতে ঢোকার সুজোগ ................(আপডেট তারিখ ০৬/০৩/২০১৭)
আপনার পাসপোর্টে যদি তিন থেকে চারটি দেশের ভিসা থেকে থাকে এবং আপনি যদি সেসব দেশে ভিজিট করে থাকেন এবং আপনার যদি একটি ন্যুনতম ৬ মাসের পুরোনো ব্যাংক এ্যাকাউন্ট থেকে থাকে যেখানে অল্প কিছু টাকা রয়েছে (৩-৪ লাখ) তবে সেনজেন কান্টি (ইউরোপিও ২৬টি দেশে) প্রবেশের সুজোগ নিতে পারেন। ভিসার আগে আপনার কোন খরচ নেই। ভিসার পর আপনাকে দিতে হবে ৯ লাখ টাকা। ইওরোপে প্রবেশের দায়িত্ব আমাদের নিজস্ব। অক্টোবরের ২য় সপ্তাহে জার্মানীতে আমাদের সেমিনার রয়েছে। সেখান থেকে আপনার ইনভাইটেশন ও স্পনসর আনার পর গ্রুপ ভিসায় আপনি খুব সহজে ঢুকতে পারছেন জার্মানীতে।জার্মানী থেকে পরবর্তীতে আপনি ইউরোপীও যেকোন দেশে ঢুকে যেতে পারবেন একই ভিসায়।

আমেরিকায় প্রবেশের সুবর্ন সুযোগ (আপডেট তারিখ ০৬/০৩/২০১৭)
আপনি যদি ২০১০ বা ২০০৯ এ এস এসসি পাশ হয়ে থাকেন তবে আমরা আপনার আমেরিকার ভিসা করিয়ে দেবো। আপনার কোন IELTS এর প্রয়োজন নেই। সরাসরি আমেরিকান এ্যামবাসিতে দাঁড়িয়ে ভিসা নিতে পারবেন। ভিসার পর আমাদের দিতে হবে ১৬০০০০০ টাকা। যোগাযোগ করুন ২৬/০৮/২০১৬ এর আগে। ফোন নাম্বার ০১৭৭২৩৬৯৪৫১।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
আপনি জানেন আমেরিকা বর্তমানে বাংলাদেশীদের ভিসা প্রদানে অপারগতা প্রকাশ করেছে। ১০০০ জনের ভেতর মাত্র দুইজন বা তিনজন ভিসা পেতে পারে যা কোন শতকরা হিসাবের মধ্যে পড়েনা।ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছে। ব্রিটিশ ভিসাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় স্পনসর সিস্টেম এতোটাই কড়া যে সব কাগজপত্র ঠিক থাকার পরও ভিসা হয়না।কানাডায় ৬৭ পয়েন্ট ওঠানো এতোটাই কষ্টকর যে আপনার মনে হবে এই দেশে এ্যাপ্লাই না করে অন্য কোন দেশে যাওয়াই উচিৎ ছিলো। বর্তমানে কেউ আপনাকে আমেরিকায় দাঁড় করাতে চাইবেনা।ব্রিটিশ ভিসার কাজ তো কবেই বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার কাজ দু’একজন করে তবে রেজাল্ট বেশীরভাগই জিরো। আর কানাডার কাজে বেশীরভাগেরই দক্ষতা কম থাকায় ভিসা জটিলতা রয়েই যায় শেষ পর্যন্ত।আমি নিজেও প্রায় এসব দেশের কাজ বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, এসব দেশে কিছু কিছু ভিসা হতে পারে। আমরা যেসব কাজ করি ও ৯৫% নিশ্চয়তা প্রদান করি সেগুলো দেখুনঃ
আমেরিকায় স্টুডেন্ট ভিসা ১
অফার: এক সেমিস্টারের টিউশন ফি + ভিসা ফি + সেভিস ফি + ব্যাংক স্পনসর + আই ২০।
আমরা দেব: ব্যাংক স্পনসর + আই ২০ + পেপার প্রসেস+ ট্রেনিং
আপনি দেবেন: ভিসা ফি + সেভিস ফি (ভিসার আগে)
সর্বমোট: ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা। ভিসা ফি ও সেভিস ফি বাদ যাবে ভিসার পরে প্রদত্ত মূল টাকা থেকে।
অগ্রিম: নিরাপত্তা জামানত ১০০০০০ (এক লক্ষ) টাকা স্ট্যাম্পে লিখিতভাবে। ভিসা না হওয়ার প্রেক্ষিতে ফেরৎযোগ্য।
বাকি ভিসার পরে।
যোগ্যতা: এসএসসি, এইচএসসিতে সিজিপিএ ৪.০ এর উপর স্কোর, IELTS এ তে ৬.০ থেকে ৬.৫ ব্যান্ড স্কোর। কোন ব্যান্ডে ৬.০ বা ৬.৫ এর নিচে নয়। ২০১৭ সালে দাঁড়ানোর জন্য পাসিং ইয়ার সর্বশেষ ২০১৫, ২০১৬এর জন্য এর আগের রেজাল্ট গ্রহনযোগ্য নয়। এই মূল্যে এয়ার টিকিটের ভাড়া অন্তর্ভুক্ত নয়।
------------------------------------------------------------------------------------------------------------
আমরা কোন ছাত্র ছাত্রীর ভিসা ফি ও সেভিস ফি দেইনা। ভিসা ফি ১২৬৪০ টাকা ও ব্যাংক চার্জ। সেভিস ফি ২০০ ডলার ভিসার আগেই আপনাকে প্রদান করতে হবে। নিরাপত্তা জামানত অবশ্যই প্রদান করতে হবে কেননা আই ২০ স্পনসর ও পেপার প্রসেসের খরচ আমরাই দেব। আপনি যদি আই ২০, স্পনসর ও পেপার প্রসেসের খরচ প্রদান করেন তবে আমাদের নিরাপত্তা জামানত দেবার প্রয়োজন নেই। সেক্ষেত্রে ভিসার পর আমাদের দেবেন ৩০০০০০ টাকা কেবল আমাদের সার্ভিস চার্জ হিসাবে। FOR MORE INFORMATION CALL 01772369451
------------------------------------------------------------------------------------------------------------
আমেরিকায় SPOUSE ভিসা
আপনি যদি আমেরিকান সিটিজেন কাউকে বিয়ে করে থাকেন তবে সে আপনাকে আমেরিকায় নিয়ে যেতে পারবে ১ বছর সময়ের ভেতরেই। এজন্য নিচের কাগজপত্র আপনাকে জোগাড় করতে হবে।
স্পাউস ভিসার কাগজপত্র: আপনার সাথে যে আমেরিকার নাগরিকের বিয়ে হয়েছে তার প্রমানপত্র (যেমন তার ও আপনার বিয়ের নিকাহনামার ইংরেজী ভার্সন, বিয়ের দিনে পাশাপাশি বসা থ্রি আর সাইজের কয়েকটি ছবি, প্রয়োজনে বিয়ের ভিডিওর কপি।), আমেরিকায় স্পাউসের যে ব্যাংক এ্যাকাউন্ট আছে এবং যথেষ্ঠ পরিমান তারল্য আছে তার প্রমান করতে হবে সেখানকার ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে। স্পাউসের পাসপোর্টের নোটারাইজড ফটোকপি। সোসাল সিকিউরিটি কার্ডের নোটারাইজড ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের নোটারাইজড ফটোকপি।
আমরা আপনার পেপার প্রসেস করে দেবো। ভিসা ফি প্রদান করবো। I-130 পুরন করবো।ইন্টারভিউ ডেট নিয়ে দেব। আমাদের সার্ভিস চার্জ ৯৫০০০ টাকা ভিসার পরে ও ভিসার আগে ৫০০০ টাকা।
FOR MORE INFORMATION CALL 01772369451
------------------------------------------------------------------------------------------------------------
মালযেশিয়ায় স্টুডেন্ট ভিসা / জব ভিসা
মালয়শিয়া সম্পর্কে যে যাই বলুক না কেন আমি বলবো এশিয়ার আর কোন দেশে এতো ভালো সুজোগ সুবিধা নেই। আপনার যদি ন্যুনতম শিক্ষা থাকে তবে মালয়শিয়ায় চাকরি করে ৩০-৩৫ হাজার টাকা ইনকাম করা কোন ব্যপার নয়। অথচ বাংলাদেশে এই বেতনের চাকরির জন্য আপনাকে হয়তঃ ৩ বা ৪ লাখ টাকা ঘুষ দিতে হবে। মালয়শিয়ায় যে কোন ভিসায় গিয়ে কাজ করা যায়, ভিসা বাড়ানো যায়। চাকরি করা যায়। তাই আমরা এই দেশে কাজ করে খুবই ভালো ফলাফল পেয়েছি এবং এখনও পাচ্ছি। আমাদের নিচের অফারগুলো দেখুনঃ
স্টুডেন্ট ভিসা
অফারঃ টিউশন ফি একবছরের + সকল কাগজপত্র প্রসেস + ভিসা ফি + বিমান ভাড়া + মেডিকেল = ২৮০০০০ ভিসার পরে। হাই রেটেড কলেজ। থাকার ব্যবস্থা। খাওয়ার ব্যবস্থা।
নিরাপত্তা জামানত ১০০০০০ (এক লক্ষ) টাকা স্ট্যাম্পে লিখিতভাবে। ভিসা না হওয়ার প্রেক্ষিতে ফেরৎযোগ্য।
বাকি ভিসার পরে। প্রসেসিং টাইম ২ মাস।
জব ভিসা
অফারঃ ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, হোটেল, অফিস জব। কন্ট্রাকট ২ বছর।বেতন ৩৫ হাজার। থাকা ফ্রি, খাওয়া নিজের।
প্রসেসিং টাইম ৪ মাস। ভিসার পর ৪ লাখ টাকা। নিরাপত্তা জামানত ১০০০০০ (এক লক্ষ) টাকা স্ট্যাম্পে লিখিতভাবে। ভিসা না হওয়ার প্রেক্ষিতে ফেরৎযোগ্য।

------------------------------------------------------------------------------------------------------------
সাইপ্রাস স্টুডেন্ট ভিসা
আপনি কেন সাইপ্রাস যাবেন? কারন একটাই- সাইপ্রাস খুব শীঘ্রি, সম্ভবত এই বছরের শেষের দিকে সেনজেন কান্ট্রিতে পরিনত হচ্ছে। আর সেনজেন হয়ে গেলেই আপনি যদি সাইপ্রাসে থাকেন তবে ইউরোপের ২৭ টি দেশ ট্রাভেল করার অনুমতি পাবেন। সে সময় চলে যেতে পারবেন ইটালি, ফ্রান্স, জার্মানী সহ যে কোন দেশে। তাছাড়া সাইপ্রাসে খুব সহজে রেসিডেন্স পারমিট পাওয়া যায়। এখান থেকে গ্রীস যাওয়া বেশ সহজ ব্যপার। বর্তমানে সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো। এর মানে সাইপ্রাস একত্রিত ইউরোপের প্রতিচ্ছবি বহন করে। যখন সেনজেন কান্ট্রিতে পরিনত হবে তখন সাইপ্রাসের ভিসা এতো সহজ থাকবেনা।
অফারঃ টিউশন ফি এক বছরের + মেডিকেল + ব্যাংক + নোটারী + বিমান ভাড়া = ৫০০০০০ ভিসার পরে।
অফারঃ টিউশন ফি এক বছরের + মেডিকেল + ব্যাংক + নোটারী + বিমান ভাড়া = ৫০০০০০ ভিসার পরে।
আপনাকে দিতে হবেঃ পাসপোর্ট, ছবি, বোর্ড কতৃক সত্যায়িত সার্টিফিকেট মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স।
নিরাপত্তা জামানত ১০০০০০ (এক লক্ষ) টাকা স্ট্যাম্পে লিখিতভাবে। ভিসা না হওয়ার প্রেক্ষিতে ফেরৎযোগ্য।
প্রসেসিং টাইম ২ মাস।
আমরা দেবোঃ টিউশন ফি এক বছরের + মেডিকেল + ব্যাংক + নোটারী + বিমান ভাড়া।
ভালো কলেজ, থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা আমরা করে দেবো। রাজধানী নিকোশিয়া ছাড়া অন্য কোন স্থানের কলেজে আমরা পাঠাইনা।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
-------------------------------------------------------------------------------------------------------------
রাশিয়া স্টুডেন্ট ভিসা
রাশিয়ায় কেন যাবেন? অনেকে বলে রাশিয়ায় কোন চাকরি নেই। রাশিয়ানরা নিজেরাই খুব অর্থকষ্টে থাকে। কথাটা সত্যি। তবে একথাও সত্যি যে রাশিয়াতে আপনি পঞ্চাশ হাজার টাকার জব পাবেন। খরচও বেশ অল্প। সবচেয়ে বড়ো কথা হলো আপনি তো আর রাশিয়ায় থাকবেন না। যারা পড়াশোনা করতে রাশিয়ায় যায় তারা রাশিয়াতে থাকেনা। তারা নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেনে ঢুকে পড়ে।
আমাদের রাশিয়ার প্যাকেজ হলো এমনঃ
স্টুডেন্ট ভিসা
এক বছরের টিউশন ফি + এক বছরের থাকা + মেডিকেল + ইনশিউরেন্স + বিমান ভাড়া + ভিসা ফি = সর্বমোট ৫০০০০০ (পাঁচ লক্ষ) টাকা।সকল খরচ ভিসার পর।

রোমানিয়ার ভিসা
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হলো সেনজেনের সার্বিয়া, হাঙ্গেরী ও ইউরোপের বুলগেরিয়া। আপনি রোমানিয়ায় যদি থাকেন তবে ষাট থেকে সত্তর হাজার টাকার জব পাবেন। আর যদি থাকতে না চান তবে সেনজেন যে কোন দেশে ঢুকে পড়তে পারবেন। আমরা আপনার রোমানিয়ার ভিসা করিয়ে দিতে পারবো।
ভিজিট ভিসা (সাদা পাসপোর্ট)
টোটাল টাকা ভিসার পর= ৮০০০০০ (আট লক্ষ) টাকা।
স্টুডেন্ট ভিসা
টোটাল টাকা ভিসার পর = ৭৫০০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

ভালো কলেজ, থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা আমরা করে দেবো। রাজধানী নিকোশিয়া ছাড়া অন্য কোন স্থানের কলেজে আমরা পাঠাইনা।
NO OPPORTUNITY FOR THE ABOVE OFFER
-------------------------------------------------------------------------------------------------------------
রাশিয়া স্টুডেন্ট ভিসা
রাশিয়ায় কেন যাবেন? অনেকে বলে রাশিয়ায় কোন চাকরি নেই। রাশিয়ানরা নিজেরাই খুব অর্থকষ্টে থাকে। কথাটা সত্যি। তবে একথাও সত্যি যে রাশিয়াতে আপনি পঞ্চাশ হাজার টাকার জব পাবেন। খরচও বেশ অল্প। সবচেয়ে বড়ো কথা হলো আপনি তো আর রাশিয়ায় থাকবেন না। যারা পড়াশোনা করতে রাশিয়ায় যায় তারা রাশিয়াতে থাকেনা। তারা নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেনে ঢুকে পড়ে।
আমাদের রাশিয়ার প্যাকেজ হলো এমনঃ
স্টুডেন্ট ভিসা
এক বছরের টিউশন ফি + এক বছরের থাকা + মেডিকেল + ইনশিউরেন্স + বিমান ভাড়া + ভিসা ফি = সর্বমোট ৫০০০০০ (পাঁচ লক্ষ) টাকা।সকল খরচ ভিসার পর।

রোমানিয়ার ভিসা
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হলো সেনজেনের সার্বিয়া, হাঙ্গেরী ও ইউরোপের বুলগেরিয়া। আপনি রোমানিয়ায় যদি থাকেন তবে ষাট থেকে সত্তর হাজার টাকার জব পাবেন। আর যদি থাকতে না চান তবে সেনজেন যে কোন দেশে ঢুকে পড়তে পারবেন। আমরা আপনার রোমানিয়ার ভিসা করিয়ে দিতে পারবো।
ভিজিট ভিসা (সাদা পাসপোর্ট)
টোটাল টাকা ভিসার পর= ৮০০০০০ (আট লক্ষ) টাকা।
স্টুডেন্ট ভিসা
টোটাল টাকা ভিসার পর = ৭৫০০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

belarush a jete ami agrohi,kintu ami visa hate pabar por taka dibo,er age na,possible?
ReplyDeleteআপনার মোবাইল নম্বর প্রদান করুন।
Deleteami membership a add hoyeci pls janaben amar membership confirmed hoyece kina
Deleteঅবশ্যই ভিসার পর টাকা। কিন্তু আমাদের জন্য আপনার পক্ষ থেকে গ্যারান্টি কি হবে সেটা ভাবুন। আমরা কিভাবে আপনাকে বিশ্বাস করবো?
ReplyDeleteবেলারুশের ভিসা হবে কিন্তু বাংলাদেশের কেউ যাবে না এমন কোন মানুষ কি আছে?
ReplyDeleteশুধু বেলারুশ নয়, আমেরিকার ভিসা হয়েছে কিন্তু যেতে চাচ্ছেনা এমন মানুষও আমাদের কাাছে আছে। এদের মতো বহুমনা মানুষদের কারনেই এজেন্টরা টাকা না রেখে কাজ করতে চায়না।
Deleteসেনজেন ও রোমানিয়ায় যেতে চাই!
ReplyDeleteআপনার জন্য এস্তোনিয়ার ভিসা ভালো। উপরে এ্যাপ্লাই বাটনে চেপে এ্যাপ্লাই করুন।
ReplyDeleteভাই আমি সৌদিআরবে আছি আমার কোন সাটিফিকেট নাই আমি ইউরোপে জাওয়ার জন্য একবার কোফিলের সাথে ৩০০০০ রিয়াল ধরা খেয়েছি এখনো আশা ছাড়িনাই প্লিজ কল মি....
ReplyDelete00966565182435 imo
ধন্যবাদ। ভাই আমাদের কল করার সিস্টেম নেই। আমরা ভেরিফায়েড এজেন্টদের সাথে কাজ করি। আপনার যদি কোন দেশ সম্পর্কে আগ্রহ থাকে তবে আমাদের মেইল করে জানান অথবা ভিসা ক্লাবের মেম্বার হয়ে যান। নতুন যে কোন অফার এরপর থেকে আপনি পেতে থাকবেন। অথবা আমাদের ফোন করুন ০১৭৭২৩৬৯৪৫১ নাম্বারে সকাল ১০ থেকে রাত ৮ টার মধ্যে। ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য হোমপেজের একেবারে নিচের ফর্মটি পুরন করুন।
Deleteh.s.c পাশ হলে কানাডা যেতে পারব্ কি।
ReplyDeleteh.s.c পাশ হলে কানাডা যেতে পারব্ কি।
ReplyDeleteশুধু এইচ এস সি পাশ হলেই হবেনা। আপনার IELTS থাকতে হবে মিনিমাম ৬.০
Deleteএস্তোনিয়া যেতে চাই -+8801766549756
ReplyDeletePlease call us on 01772369451
Deleteআমি এস্তেনিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই আর ওই দেশে কেমন হবে যদি এই বিষয়ে আপনারা একটি পোস্ট দেন ভালো হয়।যেহেতু আপনারা বলতেছেন ভিশা পাওয়ার ব্যাপারে ১০০ ভাগ নিশ্চয়তা তাই ।আর বেশেষ করে আপনাদের ধন্যাবাদ জানাতে চাই এওন একটু সুন্দর ব্যাবস্থাপনার জন্য ।যেহেতু আম্প্রা মধ্য আয়ের মানুষ আমাদের স্বাভাবিক একটা সপ্নই থাকে বাইরে যেয়ে একটু পড়াশুনার পাশাপাশি কিছু টাকা অপার্জন করা সেই ক্ষেত্রে এস্তেনিয়া কেমন আপনাদের আস্থার উপর নির্ভশীল ।
ReplyDeleteEstonia is a very good offer at this moment. Last entry 15 July. For more information call 01772369451
Deleteআমি জাপান যেতে চাই জব ভিসায়......procees ki possible
ReplyDeleteJob visa in Japan is not available at this moment. Sorry for the inconvenience.
Deleteআমি যদি এস্তোনিয়া যাই এবং সেখান থেকে জার্মান যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এবং এস্তোনিয়া যাওয়ার কত মাস পর আমি জার্মান যেতে পারবো? জার্মান গিয়ে যদি ফেরত না আসি তাহলে সেখানে আমি কতদিন পর্যন্ত বৈধ থাকবো,বিস্তারিত বলার অনুরোধ রইলো,অন্যথায় অফিসের ঠিকানা দেন আমি যোগাযোগ করবো,তবে তথ্যটা দিলে উপকৃত হতাম,01817698913
ReplyDeleteসেনজেন মানেই হলো ২৭ টি দেশের একটি ইউনিয়ন। আপনি এস্তোনিয়া গেলে জার্মানী, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, ফিনল্যান্ড, ফ্রান্স যেকোন দেশে যেতে পারবেন এস্তোনিয়া পৌছার পরের দিনই। যতদিন এস্তোনিয়ার ভিসা থাকবে ততদিন আপনি সেনজেনে অবৈধ নন কিন্তু জার্মানী গেলে সেটা অবৈধ হবে। তাছাড়া আপনি মাত্র ৪ বছরে এস্তোনিয়ার স্থায়ী নাগরিকত্বের যে সুযোগ লাভ করবেন তা জার্মানীতে পাবেন না। এস্তোনিয়ার সুজোগটা আমাদের সবচেয়ে বড়ো একটি অফার। এটি হাতছাড়া করবেননা।
ReplyDeletevai ami italy jete icchuk.
ReplyDeleteitaly jaoyar kono line ki ache?
italy jaoyar jonno ekjoner kase taka diye bertho hoye bortomane qatar achi. italy jaoyar kono bebostha thakle judi bolten valo hoto..
দুই ভাবে ইউরোপে ঢোকা যায়। স্টুডেন্ট ও ভিজিট ভিসা। স্টুডেন্ট হতে গেলে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ভিজিট ভিসা নিতে গেলে আপনার পাসপোর্টে কমপক্ষে চারটি দেশের ভিসা ও এন্ট্রি থাকতে হবে। এই দুটি শর্ত পুরন না হলে ইউরোপ যাওয়া সম্ভব নয়।
Deleteইউরোপের কোন কোন দেশে স্টুডেন্ট ভিসায় যেতে ielts এর প্রয়োজন হয় না???
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir, Ami Saiful Dhaka Theke Bolsi. Ami S.S.C(2013) Complete kore ekhon Diploma korsi. Diploma in CSE korsi. Amar 8th semester filnal year. DIPTI(Daffodil) te Graphics Design Course kortesi. Mane Interni korsi. December ba Jan/Feb te Diploma Complete hote pare. Jai hok sir, Amar USA othoba Europe a valo Country te jawar iccha. Ami Job visay jete chay. Restaurant , Hotel , Waiter , Shop a Ettadi Job sir. Plz sir, Work visa thakle plz plz amak janaben. Saudi theke visa amar jonno ready jodi ami yes boli but sir amar icchuk valo Country te jawar.
ReplyDeletesir, Ami sure USA ba Europe jabo. R sir aaj-kal kawk believe kora jay na .... tobe sir ami ebong amar family sure 100%. Pay after visa .
Plz plz sir janaben USA or Europe Work visa ase kina
ইউরোপে জব ভিসায় যেতে গেলে আপনার মিনিমাম এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাই ইউরোপে প্রথমে স্টুডেন্ট ভিসায় গিয়ে কোথাও এক বছর কাজ করে পরে অন্য দেশে গিয়ে এ্যাপ্লাই করতে হয়। একে বলে থার্ড কান্ট্রিি এন্ট্রি ভিসা। যে দেশে কাজ করেছেন সে দেশ থেকে কাজের সার্টিফিকেট পেতে হয়। তাই প্রথমে স্টুডেন্ট ভিসায় যাওয়াই যুক্তিযুক্ত।
DeleteUSA student Visar Bepar a bolen?
DeleteNo hope for you at this moment
Deleteami spain jete chai...apnader kashe ki kono offer ace...
ReplyDeleteOnly Student visa ache. Total fee 9 Lac taka after visa
Deleteamr husband work visa niye Europe jete chy. owni 10 years Brunei te silo, Malaysia, Thailand, Singapore aisob deshe visit korese work er jonno kon dedh valo hobe.. but ownar leka pora kom. plz kindly janaben
ReplyDeleteamr husband work visa niye Europe jete chy kon deshe gele valo hobe. 4 ta deshe visit korese 10 yrs exp driving e..
ReplyDeleteShahnaj, apnar husband er total information ta bolun or Call din 01772369451
Deleteআমার দুবাই ভিজিট করা আছে, আমার ভাই বেলজিয়ামের সিটিজেন। আমি কি ইউরোপের ভিসা পাবো একটু জানাবেন প্লিজ
ReplyDeleteIf your brother sends invitation we can help to gain your visa.
Deleteআমি mbbs complete koresi বেসরকারি মেডিকেল কলেজ থেকে৷ পরবর্তি ডিগ্রীর জন্য ষ্টুডেন্ট + ওয়ার্ক ভিসা নিয়ে জাপানে যেতে চাই৷ উল্লেখ্য যে একটি ডিপেন্ডেন্ট ভিসাও দরকার৷ স্যার এ ব্যাপারে আমি সবকিছু জানতে চাই ৷
ReplyDeleteজাপানী ভাষার ওপর কোর্স করতে হবে আগে। রাজী থাকলে ফোন করুন ০১৭৭২৩৬৯৪৫১
Deleteস্যার, আমি ২০০৯ সালে মাদরাসা থেকে এসএসসি পাশ করেছি। আমার জন্য ইউরপে যাবার কি ব্যবস্থা করা যাবে? জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ!
ReplyDeleteবিজনেস ভিজিট ভিসায় জার্মান যাবার ব্যবস্থা করা যায়। তবে প্রাথমিক খরচ যেমন ইনভাইটেশন লেটার, ভিসা ফি, ইনশিওরেন্স এগুলোর খরচ আপনাকে বহন করতে হবে।
Deleteএই ভিসার কি কি সুবিধা আছে? জার্মান যাবার পর কাজের নিশ্চয়তা কি আপনারা দিবেন? ভিসার মেয়াদ কত দিন হবে? সব মিলিয়ে কত টাকা খরচ হবে?
Deleteএমন ও কিছু এজেন্সি দেখসি যারা সব এ ঠিক রাখে । কিন্তুু এয়ারপর্ট থেকে পেরত পথাইয়া দেয়। আমি যদি ওখানে গিয়া সব ঠিকঠাক দেখে টাকা দিতে চাইলে আপনারআ কি বলবেন।
ReplyDeleteএজেন্সি আপনাকে কিভাবে বিশ্বাস করবে? শত শত মানুষ যেখানে ভিসা পেলেই টাকা দেবার জন্য প্রস্তুত সেখানে আপনার এই শর্ত কেই বা শুনতে পারে বলে মনে করেন আপনি?
Deletedf
ReplyDeleteআপনাদের বর্তমানে কোন কোন অফার আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। ১০০% গ্যারান্টি ভিসা
ReplyDeleteমরিশাস আর মালয়শিয়া
Deletevai ami italy jete chai work permit visai kinto bortomane to italy te visa bondho bd der jonno.kono upai ase ki?ami computer engineer msc pass.jodi 100% pathate paren tahole amra koyek jon asi ak shate jabar jonno.amke shudu italy pousanor dayitto apnader.okhane amr bon ,vagina,dulavai asen,kajer & thakar kono somossa nai.koto taka lagbe ,process ki?dorkar porle agreement kore nibo.
ReplyDeleteএখান থেকে ভিসা করানো যেতে পারে। ভিসার পর টাকা। আপনার কন্ট্রাক্ট নাম্বার দিয়ে রাখুন।
Delete01964861178 for italy
Deleteplease give your contact number
ReplyDelete০১৭৭২৩৬৯৪৫১
Deleteআমি গত কিছুদিন আগে পাসপোট করছি।আমি poland যেতে চাই জব ভিসায়।।আমি hscপাস করছি ২০১৭তে।জব ভিসায় বেতন কেমন
ReplyDeleteAPNI AKHUNI JOGAJOG KORUN AMADER SATHE. 01772369451 E
ReplyDeleteacha America te amr friends and relative ase owra ki kono vabe amk niye jete parbe? family soho
ReplyDeleteamio jete chai
Deleteami Luxembourg a job visai jate chai ke korte hobe?
ReplyDeleteai muhurte kono agent korchen na tobe visa club er member hoe jan. visa club member hole sms er maddhome sob info paben apnar mobile e. sei sathe paben agent er address ar phone number. Visar jonno visas4u apnake sob dhoroner sohayota debe.
Deleteইউরোপে গিয়ে রাজনৈতিক আশ্রয় । এই বিষয়টা কি একটু পরিষ্কার করে বলবেন।
ReplyDeleteভাই আপনাদের ফোনে প্রায়ই পাওয়া যায় না।ফ্রান্স বা কানাডার কোন প্যাকেজ আছে কিনা জানাবেন
ReplyDeleteইতালির কোন ভিসা থাকলে জানাবেন? প্লিজ কন্ট্রাক। ০১৮২৯২৭৩৮৪৫
ReplyDeleteএই মুহুর্তে নেই। অবশ্যই জানাবো।
DeleteVai plz phone receive koriyen.
ReplyDeleteEnter your comment...আমি মানবিক থেকে h.s.c পাশ করছি
ReplyDeleteসাইপ্রাস, পোলান্ড স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে কি??? plcc জানাবেন।।
অবশ্যই যাওয়া যাবে। আগে ভিসা ক্লাব মেম্বারশিপ নিন তারপর এ্যাপ্লাই করুন।
ReplyDeletevai ami Turkey or Estonia or Finland or Poland jete chai. amar 9 years er job experience. please amake details janan. cell-01937249946 , ahammad52003@gmail.com
ReplyDeleteYou can go easily. After visa 11 lac taka. see offer in detail in your gmail inbox.
DeleteUK student visa somporke kichu jana jabe ki?
ReplyDeletesathe Italy r visa somporkew ekto blben plz
DeleteYou need IELTS for UK. Minimum 5.5 required. If you have such scores please tell us
DeleteItaly student visa is not possible at this moment.
Deletekoto din por open hote pare Italy er student visa & Italy er job visa ki open ase?
Delete& Germany er student visa somporke bolben ekto plz,, ki ki kora lage ba point koto lage IELTS kora lage ki na ba IELTS er point koto lage?
Deleteআপনি ফর্ম পুরন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি আমাদের মেম্বার হচ্ছেন না। দয়া করে আপনার মেম্বার ফি পাঠান এবং ভিসা ক্লাবের সদস্য হোন। তাহলে মোবাইলে ও ইমেইলে সব রিপোর্ট ও তথ্য সেবা পাবেন।
Deleteআমি চেক রিপাবলিকে ওয়াক‘ ভিসায় চেতে চাই ৷ এখন কি চেক রিপাবলিকে যাওয়ার কি কোন উপায় আছে কি ৷ থাকে দয়া করে আমাকে একটু জানাবেন প্লিজ ৷ আমার নাম্বার +8801715751364,জি মেইল = zamaddarhamlet@gmail.com একটু বিস্তারিত আমাকে জানাবেন,চেক রিপাবলিকের ভিসা পাওয়া সম্ভব কিনা ৷
ReplyDeleteজ্বি অবশ্যই সম্ভব। চেক বা পোল্যান্ড দুটোই সম্ভব। চেক ও পোল্যান্ড দুটোই 99% কনফার্ম যেহেতু অন্য পলিসি মেনটেইন করেন আমাদের এজেন্টরা। আমাদের কল সেন্টার সকাল 9 থেকে দুপুর 1টা ও দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে যেকোন সময় ফোন করুন। ফোন 01772369451 আর আবেদন করার সময় খুব কম। আপনি যদি ফেব্রুয়ারী মাসের মধ্যে ভিসা চান তবে আপনাকে আবেদন করতে হবে ডিসেম্বর 17 এর মধ্যে। দয়া করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
Deleteআমি কি নরওয়ের ট্যুরিস্ট ভিসা পেতে পারি?
ReplyDeleteপারেন তবে আপনার পাসপোর্টে কয়েকটি দেশের টুরিস্ট ভিসা থাকতে হবে। যেমন মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইন্ডিয়া ইত্যাদি।
Deleteজাপানের এডুকেশন ভিসা খরচ কত?
ReplyDeleteখরচ ৮ লাখ। আগে জাপানের ভাষার ওপর কোর্স করতে হবে।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesweden ar work visa ki chalu asa?
ReplyDeletear jono ki ielts projon?
r ar koros koto porba?
Sweden er work visa ache. IELTS dorkar nai. Khoroch porbe visar por 7.5 lac taka. Visa club er member hoe apply korun.
Deletesweden ar touris visa hobe. taka koth lagbe
Deleteসাইপ্রাস যেতে হলে কি করতে হবে এবং কত টাকা লাগগে
ReplyDeleteভাই সাইপ্রাস ভিসা সম্পর্কে বললে ভাল হয়
ReplyDeleteএভাবে তো সব দেশ সম্পর্কে বলা সম্ভব নয়। ব্লগে সাইপ্রাস লিখে সার্চ দিয়ে দেখুন আমাদের রিলেটেড ইনফর্মেশন দেখতে পাবেন। ধন্যবাদ।
DeleteCyprus jete 6.5 lac taka lage. Visa club er member hoe apply korun.
ReplyDeletestudent visay spain,finland, Norway jete khoroch kemon? ekhon ki jawar kono chance ache? chance thakok ar na thakok please khoroch kemon porbe seta janaben.
ReplyDeleteস্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ড যেতে পারবেন। ভিসার পর আমাদের টিউশন ফি বাদে দিতে হবে ৬ লাখ। টিউশন ফি ছাড়াও যেতে পারবেন সেক্ষেত্রে 4.5 এর ওপরে রেজাল্ট থাকতে হবে।
Deleteসৌদি থেকে ফ্রান্স যেতে কত লাগবে।একটু বলবেন
ReplyDeleteযদি ভিজিট ভিসায় যান তবে ৬ লাখ টাকার মতো খরচ হবে। আর যদি জব ভিসায় যান তবে খরচ হবে ৮ লাখ টাকা। আগে ভিসা ক্লাবের মেম্বার হয়ে আপনার পাসপোর্ট, ছবি ও আইডির ফটোকপি পাঠাবেন। তবে অবশ্যই প্রকাশ্য পোস্টে দেবেন না। আমাদের মেম্বার রুম থেকে পাঠাবেন।
Deleteভাইয়া গ্রিস সাইপ্রাস জব ভিসা হবে। কত খরচ হবে।কত দিন সময় লাগবে। আমি ফোরম টা পুরুন করতে অনেক চেস্টা করছি। হয় না। তাই ইমেল করছি। কমেন্ট করে জানাছি।আমাকে জানাবেন -tch283@gmail.com +8801812535207
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteজ্বি, ভাইয়া সাইপ্রাস জব ভিসা হবে। যদি ফুল কন্ট্রাক্ট জব ভিসা চান তবে খরচ হবে সাত লাখ টাকা। তবে আগে আমাদের ভিসা ক্লাবের সদস্য হতে হবে। আপনি কিনামে ফর্ম ফিল আপ করেছেন?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteamr relatives america y thake.tara jodi sponcer kore tahole ami ki jete parbo..koto tk lagbe..ata ki dhoroner visa??
ReplyDeleteসেনজেন যে কোনো দেশে জব ভিসার জন্য কি আই ই এল টি এস লাগবে?
ReplyDeleteনা সেনজেন দেশের জব ভিসার জন্য IELTS লাগবেনা।
Deleteকত টাকা লাগবে
Deleteকোন দেশের কি ভিসার জন্য কতো টাকা লাগবে ভাইয়া? পুরোপুরি খুলে জানাবেন।
Deleteআমি Malaysia থাকি
ReplyDeleteGermany যেতে চাই
যাওয়া যাবে কি এবং কত টাকা
লাগবে বললে ভাল হত
আমরা একটি ভিসা পোর্টাল। অনলাইনে এজেন্ট ও ক্যান্ডিডেটের সেফটি মিডিয়া হয়ে কাজ করি। নিয়ম অনুসারে প্রথমে আপনাকে আমাদের ভিসা ক্লাবের মেম্বার হতে হবে। তারপর ফাইল পাঠাবেন। সেটা এ্যাসেসমেন্ট করবেন আমাদের কাউন্সিলররা। তারপর জানাবেন। যদির ভিসার যোগ্য হয়ে থাকেন তবে তারা হ্যাঁ বলবেন নতুবা না। যদি হ্যাঁ হয়ে থাকে তবে কতো টাকা লাগবে তখনই বলা যাবে।
Deleteভাই শুনেছি পোল্যান্ডের ভিসা এখন বন্ধ বাংলাদেশী র জন্য এটা কি সত্যি ....???
ReplyDeleteপোল্যান্ডের ভিসা এখন বন্ধ নয়। তবে রিফিউজের হার বেশী। তবে নানা উপায়ে ভিসা হয়ে থাকে।
Deletethanks
Deletethanks brother
ReplyDeleteA.U.E jata cahi a.u.e ar visa kokon kolba ar koto taka lagba plz bolban plzzzz
ReplyDeleteplz call me 01874821995
আচ্ছা ভাই জাপান এর স্টুডেন্ট ভিসা কি ২০১৮ সাল এ খোলা আছে নাকি বন্ধ আছে একটু বলবেন
ReplyDeleteবাংলাদেশ এর জন্য
Deleteখোলা আছে।
Deleteনিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কত খরচ হবে??
ReplyDelete৮ লাখ টাকা খরচ হবে।
DeletePoland work permit visa koto cost hobe?
ReplyDeleteAme Cyprus e jete chai MBA er jnno...ame akhn BBA 3rd year e...amr koronio r tk poriman ta janaben
ReplyDeleteএই মুহুর্তে সাইপ্রাস হবেনা।
Deleteজাপান ওয়াক পারমিট ভিসা কি চালু আছে
ReplyDeleteনা, এই মুহুর্তে অফার নেই।
Deleteআমার ছেলের বয়স ১৮+. তার একটু জম্মগত ত্রুটি আছে। সে কি জার্মানি বা অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা নিতে পারবে.
ReplyDeleteকি ধরনের ত্রুটি উল্লেখ করুন।
Deleteআমি ২০১০ দাখিল & ২০১২ আলিম &২০১৮ ডিপ্লমা (ডেন্টাল) করেছি। আইএলটিএস নেই। আমার কানাডার ভিসা করার ব্যবস্থা আছে?
ReplyDeleteভিসা ক্লাবে মেম্বার হয়ে আবেদন করুন তারপর আমাদের ভেরিফায়েড ও এক্সপিরিয়েন্সড এজেন্টরা দেখবেন। ইউনিভার্সিটি যদি সম্মতি দেন তবে সম্ভব। সেজন্য ফাইল পাঠাতে হবে।
ReplyDeleteআপনাদের ভেরিফায়েড এজেন্টদিয়ে কাজ করালে কোন প্রকার প্রতারিত হওয়ার সম্বাবনা আছে??
ReplyDeleteআগে ভিসা ক্লাবের মেম্বার হয়ে তারপর আবেদন করলে আমরা ভেরিফায়েড এজেন্টের দ্বারা কাজ করাবো। ভেরিফায়েড এজেন্টের দ্বারা কাজ করলে কোন ধরনের প্রতারনার সম্ভাবনা নাই। তাছাড়া এজেন্ট ফোনে সঠিক সময়ে রেসপন্ড না করলে আমাদের কল সেন্টারে ফোন দিয়ে আপনার অগ্রগতি জানতে পারবেন।
ReplyDeleteielts sara senzen vukto kuno deshe student visa ki hobe?
ReplyDeleteজ্বি যাবে। হাঙ্গেরী, পোল্যান্ড বা অস্ট্রিয়া। যোগাযোগ করুন ভিসা২৪বিডিডটকম 01772369451
Deleteআমি এইচ এস সি পাস করেছি 2016 কালে। কাজের ভিসায় কি আমি পোল্যান্ড যেতে পারবো। হোটেলের কাজ,সেলস ম্যান এইসব কাজে কিন্তু আমার কোনো কাজ জানা নেই।যদি পোল্যান্ড যাওয়া যায় কাজের ভিসায় তাহলে সঠিক তথ্যচিত্র দেন, কত টাকা লাগবে সর্বমোট।
ReplyDeleteকাজের ভিসায় পেল্যান্ড যেতে পারবেন। খরচ পড়বে ভিসার পর ১১ লক্ষ টাকা। যদি ভিসা ক্লাব মেম্বার হন তবে খরচ ২০ হাজার টাকা কমবে। কোন কাজের অভিজ্ঞতা দরকার নেই। সকল অভিজ্ঞতা পেপার আমরা দেখাবো। যোগাযোগ করুন 01772369451 ভিসা২৪বিডিডটকম।
Deleteআমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই। ০১৯২১৫৭৩০৪৬ যোগাযোগ করলে খুশি হবো।ধন্যবাদ
ReplyDeleteসরাসরি কথা বলতে চাইলে কল সেন্টারে কল করুন 01772369451 এ যেকোন দিন অফিস আওয়ারে।
Deleteঅামি ২০১০ সালে ssc পাশ করেছি। অামি ওয়ার্ক ভিসায় ইউরোপ যেতে চাই। আমি কি যেতে পারব?
ReplyDeleteজ্বি যেতে পারবেন। এখনই যোগাযোগ করুন 01772369451
Deleteইউরো সাইপ্রাস কাজের ভিসার কত টাকা লাগবে।
ReplyDeleteলাগবে ৮ লাখ টাকা।
Deleteইউরো সাইপ্রাস কাজের ভিসার কত টাকা লাগবে।
ReplyDeleteলাগবে ৮ লাখ টাকা।
Deleteআমি হল্যান্ড যেতে চাই ওয়ার্ক ভিসায় এতে আমার কতো খরজ হতে পারে দ্রুত জানাবেন,
ReplyDeleteWe do not have such offer at this moment.
Deleteভাই, আমি কাজের ভিসায় (হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদী) ইউরোপের যে কোন একটি দেশে যেতে চাই। আমাকে কি সঠিক পরামর্শ দেয়া যাবে??? ভিসার ধরন, খরচ কত এইসব।
ReplyDeleteআপনার সামর্থ উল্লেখ করুন। এখানে সমস্যা হলে আমাদের প্রধান সাইটে যান ও সেখানে ইনবক্সে কমেন্ট করুন।
Deleteএই লিংকে ক্লিক করুন http://visa24bd.com/view-visa-offer-details/offersviewdetail/125.html
ReplyDeleteএই লিংকে ক্লিক করুন http://visa24bd.com/view-visa-offer-details/offersviewdetail/125.html
ReplyDeleteভাই আমি সিংগাপুর আছি সাত বছর যাবত, সিংগাপুর থেকে কি নিউজিল্যান্ড কাজের ভিসায়
ReplyDeleteযাওয়া যাবে,,,
আর কত টাকা খরচ হতে পারে?
সিংগাপুর থেকে গেলে কত টাকা অথবা
বাংলাদেশ থেকে গেলে কত টাকা লাগবে
সিঙ্গাপুর থেকে আবেদন করে ভিসা পেলে কম লাগবে। ৫ লাখ টাকা। দেশ থেকে প্রসেস করলে লাগবে ৮.৫ লাখ টাকা ভিসার পর। আপনি ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন।
ReplyDeleteআমি টুরিস্ট ভিসায় পর্তুগাল যেতে চাই ঘুরার জন্য। ৫দেশের ভ্রমণ অভিজ্ঞতা আছে ব্যাংক স্টেটমেন্ট ও যথেস্ট। ট্রেড লাইসেন্স ও আছে।আমাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো হেল্প করতে পারবেন???
ReplyDeleteজ্বি পারবো। কতো পড়বে সেটা ডিপেন্ড করবে কোন সময়ে আবেদন করছেন তার ওপর। ভিসা ক্লাবের মেম্বার হয়ে থাকলে যে কোন ভিসার ব্যপারে সাহায্য পাবেন।
Deleteআমেরিকায় জব ভিসায় যাওয়ার ব্যাপারে জানতে চাই,শিক্ষাগত যোগ্যতা-এম,বি,এস। যদি সম্ভব হয় অনুগ্রহপূর্বক প্রক্রিয়াকরন সময় কত দিন এবং কত টাকা লাগবে বিস্তারিত বলবেন।
ReplyDeleteআমেরিকায় জব ভিসা আপাতত নেই। ভিসা ক্লাবের মেম্বার হয়ে থাকুন। যখন আসবে আপনাকে টেক্সট করে জানানো হবে।
Deleteসিঙ্গাপুর থেকে আমাদের মাধ্যমে যদি যান তবে সময় লাগবে ৩ মাস। টাকা লাগবে ৭ লাখ ৫০ হাজার। নিউজিল্যান্ডের জন্য। ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন।
ReplyDeleteনিউজিল্যান্ডের জন্য কি ধরনের জব ভিসা হবে?বাংলাদেশ থেকে কি পসিবল?
ReplyDeleteস্যার, student ভিসা নিয়ে কোন দেশে গেলে পড়ালেখার পাশাপাশি রোজগার করে আমি আমার খরচ চালাতে পারব
ReplyDeleteপর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসায়।সময় কতদিন লাগবে ও খরচ কত পরবে। কি ধরনের ওয়ার্ক ও বেতন কত দয়া করে জনাবেন।
ReplyDeleteলনডন এ আমি জদি লটারি পাই তাহলে কিভাবে জাবো?
ReplyDeleteআমি ssc পাশ করেছি। এখন আয়ারল্যান্ড যেতে চাই। আমি কি student visai আয়ারল্যান্ড যেতে পারবো?? details জানাবেন pls..
ReplyDeleteFrance e work/free visa নিয়ে যেতে চাও,,, ভিসা কি পাওয়া যাবে??
ReplyDeleteপাওয়া গেলে কি কি করা লাগবে এবং কেমন কি খরচ হবে দয়া করে জানাবেন
ভাই অামি হংকং যেতেচাই ভিজিট ভিসায় কত টাকা লাগবে দয়াকরে যানাবেন ভাই। এটা অামার জিমেল অাইডি দয়াকরে এক টা মেসেজ দিবেন ধন্যবাদ ভাই।
ReplyDeletenurjamanislam49@gmail.com
ভ্রমন ভিসায় আইসল্যান্ড যাওয়া যাবে কি না, আর গেলে কি কি লাগবে কত খরচ পরবে, বাংক একাউন্টে কত টাকা দেখাতে হবে এবং কি ভিসায় গেলে সহজে আইসল্যান্ডে যাওয়া যাবে।
ReplyDeleteআপনাকে একটি পর্যটন ভিসা ইস্যু করতে হবে:
Delete- ট্রিপের শেষে অন্তত তিন মাসের বৈধতার সাথে একটি বিদেশী পাসপোর্ট;
- আবেদনকারীর ব্যক্তিগত তথ্য সহ পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ২ টি ফটোকপি;
- পুরাতন পাসপোর্টের মূল এবং মালিকের ব্যক্তিগত তথ্য সহ পৃষ্ঠার একটি অনুলিপি;
- পূর্ববর্তী শেনজেন ভিসা, সেইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা, এবং একটি A-4 শীট তৈরি ক্রস সীমান্ত স্ট্যাম্পের অনুলিপি;
- ভিসার আবেদনপত্র ইংরেজিতে ব্লক অক্ষরে ভরা এবং আবেদনকারী কর্তৃক ব্যক্তিগতভাবে স্বাক্ষর;
- ইংরেজীতে সম্পন্ন এবং আবেদনকারী "সঞ্জেন ভিসার আবেদনপত্রের সাপ্লিমেন্ট" দ্বারা ব্যক্তিগতভাবে স্বাক্ষর করে। প্রশ্নাবলীর সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে;
- কোনার ও ডিম্বাকার ব্যাস 3.5x4.5 সেন্টিমিটারের সাম্প্রতিক রঙিন ফোটোগ্রাফ। ভিজিট ভিসার আবেদন ফর্ম (স্ট্যাপলার বাইন্ডিং অনুমোদিত নয়!), দ্বিতীয়টি - একসঙ্গে এক হাতে হাতে এক ছবি!
- ট্রিপ সম্পূর্ণ সময়কাল জন্য হোটেল রিজার্ভেশন নিশ্চিতকরণ। আমরা আন্তর্জাতিক ফ্যাক্স, ই-মেইল বা আন্তর্জাতিক রিজার্ভেশন সিস্টেমগুলির ওয়েবসাইটে সরাসরি গৃহীত স্বীকৃতি স্বীকার করি। নিশ্চিতকরণে, ট্রিপের সকল অংশগ্রহণকারীর নাম, ট্রিপের তারিখগুলি, হোটেলের বিবরণগুলি অবশ্যই ব্যর্থতার সাথে উল্লেখ করা উচিত। এটি হোটেলের প্রাক্কলন এবং মুদ্রণ করার পরামর্শ দেওয়া হয়;
- কোম্পানীর লেটারহেডে চাকরির স্থান থেকে সার্টিফিকেট, সমস্ত বিশদ নির্দিষ্ট করে, মুদ্রাঙ্কিত এবং মাথা দ্বারা স্বাক্ষরিত এবং প্রদত্ত এন্টারপ্রাইজ (কর্মসংস্থান তারিখ নির্ধারণ করা হয়), আবেদনকারীর অবস্থান, বেতন (অন্তত 500 ইউরো ), পরিকল্পিত ছুটির সময়, এবং কর্মক্ষেত্রে সংরক্ষণের গ্যারান্টি;
- প্রাইভেট উদ্যোক্তাদের একটি মূল এবং আইপি রেজিস্ট্রেশন নিম্নলিখিত সার্টিফিকেট একটি photocopy প্রয়োজন, ট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধন একটি সার্টিফিকেট, রিপোর্টের মেয়াদ জন্য আয় একটি ঘোষণাপত্র, ট্যাক্স কর্তৃপক্ষ স্ট্যাম্প দ্বারা প্রত্যয়িত;
- শিক্ষার্থীরা এবং স্কুলে পড়াশোনার স্থান থেকে একটি শংসাপত্র প্রদান করে, সন্তানের ভ্রমণের জন্য বাবা-মায়ের কাছ থেকে একটি চিঠি, ব্যক্তিগত তথ্য সহ পৃষ্ঠপোষকের পাসপোর্টের প্রথম পৃষ্ঠার একটি অনুলিপি, এবং জন্মের সার্টিফিকেটের একটি অনুলিপি;
- আবেদনকারীর ব্যাংক একাউন্ট থেকে বর্তমান এক্সট্র্যাক্ট, ট্রিপের জন্য তার আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ (প্রতিদিন প্রতি 50 ইউরোর হারের হার);
- শেনজেন এলাকায় জুড়ে বৈধ একটি মেডিকেল বীমা নীতির মূল এবং একটি অনুলিপি (A4 ফর্ম্যাটের একটি পৃথক পত্রক)। পলিসি মেয়াদকাল মেয়াদ স্থায়ী থাকার পরিকল্পনার চেয়ে 15 দিন বেশি হওয়া উচিত। বীমা পরিমাণ অন্তত 30 হাজার ইউরোর হতে হবে। একটি ডবল বা একাধিক এন্ট্রি ভিসা অনুরোধ করা হলে, স্বাস্থ্য বীমা বাধ্যতা অতিরিক্ত সম্পন্ন করা আবশ্যক। এই সাইটের প্রাসঙ্গিক পৃষ্ঠায় আপনি নিবন্ধন এবং আইসল্যান্ড কিনতে জন্য বীমা ক্রয় করতে পারেন - সম্পূর্ণ প্রক্রিয়া কয়েক মিনিট অপেক্ষা করবে না;
- মূল এবং টিকেটের একটি অনুলিপি (ই-টিকেট, টিকিট সংরক্ষণ / ফেরি টিকিট) বৃত্তাকার ট্রিপ (এই প্রয়োজনটি জরুরী নয়);
- দিনের রুট বর্ণনা (ইংরেজি বা রাশিয়ান ভাষায়), থাকার স্থান, হোটেলের নাম, যানবাহন নির্দেশ করে। (For more information please email> Jikiwatjiku6899@gmail.com
আমি সৌদিতে আছি ১৩ বছর । সৌদি থেকে ইউরুপের জেকোনো দেশে জব ভিসায় জাওয়া যাবে । আর যদি জাওয়া জায় তাহলে কি আপনারা কাজ করেন এবং কত টাকা লাগবে জানাবেন please, imo/whatsapp 00966535415962 thanks
ReplyDeleteযাওয়া যাবে।
Deleteযাওয়া যাবে।
Deleteলাটভিয়ার সেঞ্জেন টুরিস্ট ভিসা করে দিতে পারবেন? কত লাগবে? (ব্যাংক স্টেটমেন্ট নেই)
ReplyDeleteআমাদের অফিশিয়াল ওয়েবসাইটে যদি থাকে তবে তা আমরা করি। আমাদের অফিশিয়াল ওয়েবসাইটের এ্যাড্রেস হলো www.visa24bd.com
Deleteআমার মনে ইউরোপীয় ইউনিয়নএর যে কোন দেশের ভিসা হলেই ২৭ টি দেশে যাওয়া যাবে এটা সঠিক নয়। এটা সম্ভব কোন দেশের নাগরিক হলে অথবা রেসিডেন্ট কার্ড পেলে,অন্যথায় শুধু সেঞ্জেন ভিসা হলেই কেবল সেঞ্জেন এরিয়ার দেশগুলোতে ওই ভিসায় যাওয়া যাবে।অতএব ভিসা ক্লাব এর কাছে সঠিক তথ্য আশা করছি ।আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আশা করি সঠিক তথ্য দিয়ে ভুল প্রমান করবেন।ধন্যবাদ
ReplyDeleteআপনি পৃথিবীর যে কোন দেশে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন যদি আপনার মনে অবৈধ চিন্তা থাকে। আর ইউরোপের যে কোন দেশে ভিসা ছাড়াই চলাচল করতে পারবেন কারন ওদের সেঞ্জেন এরিয়ার মধ্যে কোন বর্ডার নেই।
Deleteভাইয়া আমি আলিম পাশ করেছি ২০১৭ তে,অনার্স ১ম পরিক্ষা চলছে,ভাইয়া ৪/৫ লাখের মধ্যে স্টুডেন্ট ভিসায় পড়াশুনা করা যাবে এমন একটা দেশের কথা বলতে পারেন যেখানে পারটাইম কাজ করে নিজের খরচ ভালভাবে চালানো সম্ভব, ielts লাগবে কিনা তাও জানাবেন দয়া করে।।।
ReplyDeleteআমাদের ফোন দিন। ফোন নাম্বার 01772369451
Deleteভাইয়া আমি আলিম পাশ করেছি ২০১৭ তে,অনার্স ১ম পরিক্ষা চলছে,ভাইয়া ৪/৫ লাখের মধ্যে স্টুডেন্ট ভিসায় পড়াশুনা করা যাবে এমন একটা দেশের কথা বলতে পারেন যেখানে পারটাইম কাজ করে নিজের খরচ ভালভাবে চালানো সম্ভব, ielts লাগবে কিনা তাও জানাবেন দয়া করে।।।
ReplyDeleteফিনল্যান্ডে বা অস্ট্রিয়াতে যেতে মোট কত টাকা লাগবে?আমি মাস্টার্স করতে যেতে চাই।আর ভিসা যে হবেই আর আমি প্রতারিত হব না তার কি কোন গ্যারান্টি দিতে পারেন আপনারা??আমার কোন "আই ই এল টি এস" নাই।।প্লিজ জানাবেন।
ReplyDeleteআইইএলটিএসে ৫.৫ পেলে যোগাযোগ করবেন।
Delete৫-৭ লাখ টাকায় ইউরোপ যেতে পারবো কি?
Deleteএবং কোন দেশে যেতে পারবো। কোন ছাটিফিকেট নাই
আমি ডিপ্লোমা করেছি, এখন যে কোন একটা কাজের জন্য আমেরিকা যেতে চাচ্ছি । আমি কি যেতে পারব ? দয়া করে জানাবেন
ReplyDeleteআমি ইটালী যেতে চাই কোন ভিসা আছে
ReplyDeleteভাইয়া/আপু
ReplyDeleteআমি সৌদিতে ওয়ার্ক পারমিটে আছি,আমি যেতে আগ্রহী,যোগাযোগ করছি এম্বেসিতে, তারা বললো ভিজিট ভিসা নিতে গেলে আমার পাসপোরটে usa.uk.irland এর ভিসা বা রেনিডেন্ট লাগবে,নতুবা ভিজিট ভিসা পাবনা,অনান্য সব টুকুমেন্ড আছে,এখন কি করতে পারি সঠিক পরামর্শ চাইতেছি, বিঃ দ্রঃ আমরা প্রায় দশজন যেতে আগ্রহী
সঠিক বলতে পারছিনা
Deleteআমি বেলারুশ যেতে চাই। এখন কি ভিসা পাবো ।
ReplyDeleteনা পাবেন না
Deleteপোল্যান্ডে যেতে আগ্রহী, প্রসেসিং সিষ্টেম বিস্তারিত জানতে চাই।
ReplyDeleteভিসা হবে না। সমস্যা আছে।
Deleteভাই বর্তমানে কোন কোন দেশের ভিশা অফার ভালো সুযোগ সুবিদা আছে
ReplyDeleteআমাদের অফিশিয়াল ওয়েব সাইট www.visa24bd.com এ দেখুন কোন ভিসা পছন্দ হয় কিনা।
Delete১.আমার ভাই বাহরাইন আছে সে পর্তুগাল যেতে চায় সে কি পারবে?কত খরচ হবে?
ReplyDelete২.আমরা হাজব্যান্ড ওয়াইফ পর্তুগার্ল যেতে চাই টুরিষ্ট ভিসায়,আমরা ইন্ডিয়া,থ্যাইল্যান্ড,ভুটান,ঘুরেছি সামনে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপাল যাবো।
কত খরচ হবে? প্লিজ আমরা কি যেতে পারবো?
কত টাকা লাগতে পারে?কি কি লাগতে লাগতে পারে ডিটেইলস জানতে চাই।
সদস্য হওয়ার জন্য ফরম পূরণ করেছিলাম টাকা বার বার সেন্ড করলেও যায় না।
এই মুহুর্তে পর্তুগাল এর কোন অফার নেই স্যার। আপনি যদি ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করতে হবে। এই মুহুর্তে ১০০ টাকায় মেম্বার হতে পারবেন এক বছরের জন্য। এই অফার ডিস্ম্বের মাস পর্যন্ত চলবে।
Deleteআপু বিকাশ নাম্বার দেন, মেম্বার হতে চাই
Deleteবিকাশ নং দেন
Deleteআমি ময়মনসিংহ হতে। আমি ইউরোপের একটা দেশে যতে চাই। ২০১০,SSC, HSC-2012,অনার্স (সমাজকর্ম) ২০১৬। plz plz আমি কি করবো আমাকে সাহায্য করুন।
ReplyDeleteভাই আমরা একটা ভিসা মার্কেটপ্লেস। আপনি যদি কোন ভিসা চান তবে আগে আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করতে হবে।
Deleteভাই আমেরিকায় ছাএ ভিসায় গেলে মোট কত টাকা লাগবে
ReplyDeleteএটা একেকজনের ক্ষেত্রে একেকরকম। ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন। আমরা যোগাযোগ করবো আপনার সাথে।
Deleteআমি ইউরুপের সন্জেন ভুক্ত দেশে যেতে চাই আমি শুদু ইন্ডিয়া ভিজিট করছি হইলে আমাকে কল করুন 01832290615
ReplyDeleteভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন। এরপর আমরা যোগাযোগ করবো আপনার সাথে।
Deleteবর্তমানে এখন কি তুরকি সাইপ্রারাস যাওয়া যাবে ভিসা আছে ।
Deleteআমি আমেরিকায় জেতে চাই আমি ওমানে ৪ বছর বাংলাদেশ থেকে কতো লাগবে আর । ওমান থেকে কতো লাগবে জানাবেন পিলিচ
ReplyDeleteআমি আমেরিকায় জেতে চাই । আমি ওমানে ৪ বছর। বাংলাদেশ থেকে কতো টাকা লাগবে ।আর ওমান থেকে কতো টাকা লাগবে জানাবেন পিলিচ
ReplyDeleteEmail us at admin@visa24bd.com
Deleteআমি ইউরোপে যেতে চাই
ReplyDeleteইতালি যেতে চাই
ReplyDeleteTotal Taka lagbe 15 Lak 50 hajar
Deleteমালয়েশিয়া থেকে জাপান যাওয়ার কোন সযোগ থাকলে প্লিজ জানাবেন
ReplyDeleteুনাই
ReplyDeleteAll the pictures that you have shown below are Single Entry Schengen Visit Visa - these are not work permits !!!
ReplyDelete