করোনার পরে মাল্টার আশা দেখা গিয়েছিল। ইটালীর ভিজিট ভিসা ও জব ভিসার দেখা পাওয়ার সুজোগও প্রায় কাছিয়ে এসেছিল। কিন্তু আকস্মাৎ সব আবার স্তব্দ। দেখা গেল করোনা শীতের মধ্যে আরও ব্যাপক আকারে ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে প্রায় সবগুলো ইউরোপিও দেশ লক ডাউনে চলে গেছে। তবে এই লক ডাউনে নেই ক্রোয়েশিয়া। এই দেশটি বহাল তবিয়তে কাজ করে চলেছে। বর্তমানে ঢাকা থেকেই ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে। ঢাকার জেমকন গ্রুপ ভিসার দায়িত্ব নিয়েছে। আপনার নিশ্চয়ই জানেন যে নাবিল আহমেদ এমপি যিনি যশোহর অঞ্চলের একজন মাননীয় এমপি, বর্তমানে ক্রোয়েশিয়ার কনসাল জেনারেল হিসাবে কর্মরত রয়েছেন বাংলাদেশে। এখন আপনি যদি ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট পান তবে আপনাকে কষ্ট করে দিল্লী যেতে হবেনা। খুব সহজেই আপনি ঢাকা থেকে ভিসা নিতে পারেন। ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট আসতে বড়োজোর দুই মাস লাগবে। এবং ঢাকায় জেমকন গ্রুপের অফিসে জমা দিলে তা দিল্লী থেকে ভিসা হয়ে আসতে ২০ দিন সময় নেবে। তারা আপনার পাসপোর্ট জমা রাখবে না। বা কোন পুলিশ ক্লিয়ারেন্সও চাইবে না। দিল্লী থেকে স্টিকার আসলে তারা আপনার পাসপোর্টে জাস্ট সেটা লাগিয়ে দেবে। দিল্লী যেতে গেলে বেশ কিছু টাকা নষ্ট হয়ে যায় এবং সময়ও নষ্ট হয়ে যায়। এরচেয়ে ঢাকা থেকে ভিসা নিলে খরচ হলেও তা আপনার সময় নষ্ট করবে না। বিদেশের হোটেলে অপেক্ষা করার চাইতে দেশে নিজের বাড়িতে অপেক্ষা করা অনেক সাশ্রয়ী ও নিরাপদ। তাই ক্রোয়েশিয়াতে আবেদন করুন ঢাকা থেকেই। আপনার জন্য ক্রোয়েশিয়াতে কাজ করেন এমন কিছু নিরাপদ এজেন্ট রয়েছে আমাদের। আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করলে আমরা আপনাকে সেই সব এজেন্টের মাধ্যমে ভিসা পেতে সহায়তা করবো। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজে আসুন এবং লাইক দিয়ে আমাদের ইনবক্স করুন। ফেসবুক পেইজের ঠিকানা WWW.FACEBOOK.COM/VISAMARKETPLACE
Follow us
Newsletter
Friday, November 27, 2020
undefined
202
undefined
ক্রোয়েশিয়ার ভিসা এখন ঢাকা থেকেই
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা


Best 777 Casino Restaurants near Harrah's Atlantic City - MapyRO
ReplyDeleteHarrah's Resort Atlantic 경기도 출장안마 City offers a full-service spa, 경기도 출장안마 a seasonal 충청북도 출장안마 outdoor pool 포천 출장마사지 and a fitness center. The casino also has a restaurant, a nightclub and 대구광역 출장안마 a seasonal
২০২৩সালে এসে কি ঢাকা থেকে ক্রোয়েশিয়া ভিসা হচ্ছে? না দিল্লি জেতে হচ্ছে?
ReplyDelete