পুরোটা পড়ুন
আমেরিকা এমন একটি দেশ যেখানে যাবার জন্য এমন কেউ নেই যে আগ্রহী হবেনা।পাশেই কানাডা আছে যেখানে অবস্থা আমেরিকার চেয়েও ভালো অথচ আমেরিকা বললে শরীরের লোমগুলোও যেন নির্বাক হয়ে যায়। এখানকার ম্যাপ, পতাকাও যেন এক অর্থ বহন করে যাত্রীর জন্য। কিন্তু আমেরিকান এ্যাম্বাসীর লোকগুলো যেন মানুষ নয়। সব রোবট। ঘ্যানঘেনে গলায় জিজ্ঞেস করে, ‘হোয়াই ডু ইউ লাইক টু গো টু ইউএসএ?’ মুখে চলে আসে,‘যামু তো চাকরি করতে, কি সুন্দর আবহাওয়া, কি ফর্শা ফর্শা মানুষ, ডলার কামামু, একবার গেলে কি মনে করস আর ফিরা আসুম?’ মনের ভেতর কথাগুলো চেপে রেখে বলি,‘আই ওয়ান্ট টু গো টু ইউএসএস জাস্ট টু ভিজিট ফর কাপল অফ ডেজ।’ মহিলা একটু যেন হাসে, বলে, ‘সরি, আই ক্যান নট ইস্যু এ ভিসা ফর ইউ, বেটার লাক নেক্সট টাইম।’
এই হলো সকলের অবস্থা। পারিপাশ্বিকতা বিবেচনায় না এনে দাাঁড়ালে এমন অবস্থা হতেই পারে। আপনি কতো পেপার কতো কিছু নিয়ে গিয়েছিলেন কিন্তু তারা কিছুই দেখলো না। কেবল পাসপোর্টটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারপর আপনার সাথে কথা বলেই যা বোঝার বুঝে নিল। হ্যাঁ, আমি আসলে এটাই বোঝাতে চাইছিলাম।আপনাকে দেখেই কিন্তু যা বোঝার বুঝে ফেলেছে ইসিও বা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার।যদি কোন প্রফেসর বা এ্যাসিস্টেন্ট প্রফেসরের কাছে বড়ো এ্যামাউন্টের ভিজিট দিয়ে রোগের কথা বলতে যান দেখবেন আপনার দিকে তাকিয়েই আপনার দু’একটা কথা শুনেই সে প্রেসক্রিপশন লিখতে শুরু করে দিয়েছে। এটাই হলো অভিজ্ঞতা। আপনি নিশ্চয় বাইরে এসে বলবেন, ডাক্তার আপনার রোগের কথা না শুনেই ওষুধ দিয়ে দিয়েছে। আসলে এটা ঠিক নয়। উনি কয়েক সেকেন্ড সময়ের ভেতরেই আপনার ভেতরটা পড়ে ফেলেছেন।
ভিসা অফিসার বা ইসিও আপনার দু’একটা বাক্যেই বুঝে ফেলেছেন যে আপনি বোনাফায়েড কোন টুরিস্ট নন। বোনাফায়েড টুরিস্ট হলে আপনার বেশ অনেকগুলো ভিজিট ভিসা থাকতো পাসপোর্টে।আর আজকাল মানুষ তো থাইল্যান্ড, মালয়শিয়া, সিংগাপুর ট্যুর করে কেবল ইউরোপ আর আমেরিকার ভিসার জন্য দাঁড়াতে-এটাও তাদের জানা আছে। তাহলে উনি জানেন যে আপনি গেলে আর ফিরবেন না, তাই আপনার বাকি পেপারগুলো দেখার প্রয়োজন তার নেই। উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
খেয়ালা রাখবেন, সবাই থাইল্যান্ড মালয়শিয়া, সিংগাপুর ট্যুর করে। আপনি একটু আলাদা দেশ ট্যুর করুন। যেমন ধরুন ফিলিপাইন চলে যান, তাইওয়ান যান, ইন্দোনেশিয়া যান, হংকং যান, পারলে একটু রাশিয়া ঘুরে আসতে পারেন।আপনার বোনাফাইড প্রোফাইলটা আরেকটু ভারী হবে। এরপর দেখবেন আমেরিকান এ্যামবাসিতে ইসিও যখন আপনার পাসপোর্ট দেখবেন তখন তিনি বারবার আপনার মুখের দিকে তাকাচ্ছে। এটাই আপনার সিম্পল লিডিং টু বোনাফাইড আইডেনটিফিকেশন এর প্রথম যাত্রা। পাসপোর্ট যত ভারী আপনার রিফিউজ হবার সম্ভাবনা তত কম। এরপর তিনি আপনার কাগজপত্র অবশ্যই দেখতে চাইবেন।
আপনি যদি বিবাহিত হন এবং আপনি যদি স্ত্রী সহ বা স্বামী সহ দুইটি দেশ ট্যুর করে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফুল কন্ট্রাক্ট বা আফটার ভিসা পেমেন্টে আপনার ইউএসএস টুরিস্ট ভিসা করে দেব।
0 Reviews:
Post a Comment