ক্ষমতায় আসার পরপরই বেশ কিছু ভিসা ক্যাটাগরি ও তাদের ধরনের পরিবর্তন নিয়ে কথা বলেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশে ভিসার ওপর যে কড়াকড়ি আরোপ করেছিলেন এবং স্পাউস ভিসা প্রায় বন্ধ করে দিতে বসেছিলেন, বাইডেন আসাতে এসব ভিসা নতুন করে অবমুক্ত হতে চলেছে। জানা গেছে বাইডেন এর পরিকল্পনা রয়েছে আমেরিকাতে H1B ভিসা সহ হাই স্কিল ভিসার সংখ্যা বাড়ানো এবং দেশভিত্তিক চাকরি ভিসার কোটা তুলে দেয়া। এর ফলে কোন কোন দেশ থেকে অসংখ্য শ্রমিক নিয়োগের পথ সুগম করলো আমেরিকা। এই বিশেষ সুবিধা দেয়ার ফলে ভারত থেকে প্রচুর নতুন অভিবাসী স্থান করে নেবে আমেরিকাতে। তবে এই নতুন নিয়মের ফলে বাংলাদেশও উপকৃত হবে বলে বিশ্বাস করেন সবাই। শুধু তাই নয় যারা এতোদিন আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন তাদের পক্ষেও খুব দ্রুত গ্রীন কার্ড পাওয়া এবার সহজ হয়ে যাবে। আশা করা যাচ্ছে বাংলাদেশ থেকেও দ্রুত H1B ভিসা চালু হতে পারে।
(ভিসা২৪বিডি ভিসা নিউজ ডেস্ক)
0 Reviews:
Post a Comment