আমেরিকার ভিসার মেয়াদ তো ৫ বছর, স্টুডেন্ট হিসেবে আপনি কত বছর থাকতে পারবেন? আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে একটা কনফিউশন আছে। স্টুডেন্ট ভিসার মেয়াদ ৫ বছর, এটা অলমোস্ট আমেরিকার অন্য ভিসার ক্ষেত্রে ও সেইম। কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে আপনার আমেরিকায় বৈধ অবস্থানের মেয়াদ হলো I20 এর মেয়াদ যতদিন, ঠিক ততদিন বা এর পরে ৩০ দিন সময় পাবেন দেশ ছাড়ার জন্য। তার মানে, কেউ যদি ২ বছরের কোন প্রোগ্রামে আসে, তাহলে ২ বছর পরে তাকে আমেরিকায় থাকতে হলে তার লিগ্যাল স্টে এর মেয়াদ বাড়াতে হব। সেটা কয়েকভাবে বাড়ানো যায়-
১। I20 এর মেয়াদ বাড়িয়ে। যদি গ্রাজুয়েশন করতে ১ সেমেস্টার বেশি লাগে, ভার্সিটিকে বললে ভ্যালিড কারণে বাড়িয়ে দিবে।
২। অন্য নতুন কোন প্রোগ্রামে সুইচ করে। তাহলে নতুন আই২০ দিবে প্রোগ্রামের মেয়াদ অনুযায়ী।
৩। OPT তে গিয়ে।
এছাড়া ও যে কোন ইমিগ্রেশন প্রসেসে আগালে যদি আপনার F1 তথা স্টুডেন্ট স্ট্যাটাস মেইনটেইন করা না লাগে, তাহলে ও আপনার বৈধভাবে আমেরিকায় অবস্থনের সুযোগ থাকবে। কিন্তু যদি আই২০ এর মেয়াদের পরে এসব কিছু ছাড়া ভিসার মেয়াদ ৫ বছর আছে মনে করে আমেরিকা না ছাড়েন, তাহলে আপনি অবৈধ হিসেবে গণ্য হবেন এবং আইনের আওতায় শাস্তি হতে পারে। ১ দিন ও আমেরিকায় ইলিগ্যাল স্ট্যাটাস নিয়ে থাকলে পরবর্তীতে ইমিগ্রেশন প্রসেসর ইচ্ছে থাকলে ঝামেলা হতে পারে।
0 Reviews:
Post a Comment