ফিজিতে দ্বীপের সংখ্যা হলো ৩৩০টি আর এর আয়তন হলো ১৮০০০ বর্গ কিলোমিটার। আপনি যদি মানচিত্রের দিকে তাকান তবে দেখতে পাবেন খুব কাছাকাছিই রয়েছে আরও দুটো দ্বীপ, যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মাত্র ৯ লাখ মানুষ নিয়ে ফিজি দেশের মূল ভাষা তিনটি। ইংরেজী, ফিজিয়ান ও হিন্দী। যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছ থেকে এর অবস্থান বেশ কিছুটা দুরে তারপরও অস্ট্রেলিয়ানরা ও নিউজিল্যান্ডাররা একে তাদের দ্বীপই মনে করে। এখানে তারা বেড়াতে আসে, মাছ ধরতে আসে। ফিজিকে বলা হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের রূপকথার রাজ্য। নিউজিল্যান্ডের অনেক গরুর দুধের বিজ্ঞাপনে ফিজির দৃশ্য ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছর সারা পৃথিবী থেকে ৫ লক্ষের বেশী দর্শনার্থী ফিজিতে আসেন শুধু এর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এখানে খুব সহজেই কাজ খুঁজে পাওয়া যায়। হোটেল, রেস্টুরেন্ট, বার, ক্যাসিনো, ট্রান্সপোর্ট বা ড্রাইভিং সেক্টরে কাজ পাওয়া কোন ব্যপারই নয়।
আমরা বর্তমানে ফিজির ওয়ার্ক পারমিট ভিসা করছি মাত্র দেড় মাস সময়ের মধ্যে।সাধারনত যারা সৌদি, কাতার কুয়েত বা আবুধাবীর কাজের ভিসার জন্য দিনের পর দিন অপেক্ষা করেন তারা ওসব দেশে না গিয়ে এখানে আসতে পারেন। কারন মধ্যপ্রাচ্যে লাইফ নেই। ফিজিতে আসতে পারা মানেই একসময় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে চলে আসা ও স্থায়ী হওয়া।যদিও এটা অবৈধ, তারপরও অস্ট্রেলিয়াতে এমন বহু বাংলাদেশী পাবেন যারা ফিজিতে গিয়ে সেখান থেকে অস্ট্রেলিয়া ঢুকে বৈধ হয়েছেন।
ফিজির ওয়ার্ক পারমিট জব ভিসা এক নজরেঃ
কাজঃ রাজমিস্ত্রী/ ফিটার/ কাঠমিস্ত্রী বা কার্পেন্টার/ওয়েল্ডার ইত্যাদি।
কাজের সময়ঃ আট ঘন্টা।
ওভারটাইমঃ আছে।
বেতনঃ ৪০ হাজার টাকা।
কন্ট্রাক্টঃ দুই বছরের ও পুনঃনবায়নযোগ্য।
থাকা ও খাওয়াঃ কোম্পানীর।
ভিসার মূল্যঃ ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
পেমেন্টঃ ভিসার পর।
I'm agree for Fiji work vissa
ReplyDeleteভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন।
Deletephone din 01772369451
ReplyDeleteVai fiji jete chai but pore fiji theke australia kibabe jabo.australia to fiji theke onek dore.r fiji te 60 theke 70 hajar taka beton ata ki sotti vai....
ReplyDeleteযেহেতু আপনি একজন ভিসা ক্লাব মেম্বার তাই অবশ্যই আপনি ফিজি যেতে ও আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করাতে পারেন। হাঁ, ফিজিতে বেশ ভাল বেতন। ফিজিতে মানুষ যায় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ঢোকার জন্যই। অবশ্যই ঢুকতে পারবেন।
Deleteফিজিতে কত বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআমি গত সমবার মেডিক্যাল হয়ে আসছি ফিজি যাওয়ার জন্য। দালাল আমাকে বলেছে
ReplyDeleteমোট খরচ ৩২০০০০ টাকা,,যা বেতন থেকে কেটে নিবে।
বেতন ১৪০০ ডলার (অষ্টেলিয়া)
কাজঃ স্টুর কিপার।
মেডিক্যাল ব্যতিত কোনো টাকা জমা দিতে হবে না।।।
কোম্পানিঃ DND (অস্ট্রেলিয়ান)
আসলে এটা কত টুকু সত্য? জানালে খুশি হব,,এরকম কোনো কাজের ভিসা কি দিচ্ছে ফিজি?
ফিজিতে কাজের ভিসা হচ্ছে।আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন,সেটাই বড় বিষয়।আমি আপনার মাধ্যমে যোগাযোগ করতে চাই?
Deleteআমি যেতে চাই কি
Deleteভাই আমি আপনার সাথে কথা বলতে আপনার কন্টাক নাম্বারটা কি পাওয়া যাবে
Deleteভাই আসছালামু আলাইকুম।আমি ফিজি যেতে চাই।কোন এজেন্সীর মাধ্যমে গেল ভাল হবে।কোন কাজ নিয়ে গেলে ভাল হবে।বেতন কত হবে?
ReplyDeletehi
ReplyDeleteআমি ফিজি যেতে আগ্রহী, প্লিজ আমাকে একটু বিস্তারিত বলেন।ফিজির ওয়ার্ক পার্মিট ভিসা হয় কিনা?
ReplyDeleteজানালে উপকৃত হব।
ধন্যবাদ
আপনাদের রেট অনেক বেশি হয়ে যায়
ReplyDeleteফিজিতে কি নাগরিকত্ব পাওয়া যায়?
ReplyDeleteভাই আমি ফিজি তে যেতে চায়।
ReplyDeleteকিন্তু বিষয়টি হলো আমাকে একজন বলছে ফিজিতে নাকি ৬/১২মাসের বেশি থাকা যায় না? এইটা কি সত্যি
ভাই অামি ফিজি যেতে চায় অাপনাদের কাছে কি ভিসা অাছে জানাবেন।
ReplyDeleteভাই ফিজি থেকে বাংলাদেশীরা কোন কোন দেশে যেতে পারে?? যদি বলেন তাহলে ভাল হয়।
ReplyDeleteফিজিতে যে লোক নিতেছে বাংলাদেশ থেকে এটা কি সত্যিি?এখানে কত বছর থাকা যাবে?অার বেতন কত?
ReplyDeleteফিজিতে যে লোক নিতেছে বাংলাদেশ থেকে এটা কি সত্যিি?এখানে কত বছর থাকা যাবে?অার বেতন কত?
ReplyDeleteভাই অামি ফিজি যেতে চায় অাপনাদের কাছে কি ভিসা অাছে জানাবেন।
ReplyDeleteআমি গার্মেন্টস শ্রমিক অভিগ্গতা আছে কত খরচ পরবে
ReplyDeleteএই মুহুর্তে আমাদের গার্মেন্টেসে কোন চাকুরী নেই ফিজির জন্য।দুঃখিত স্যার।
Deleteভাই আমি এসএসসি দিয়েছি এই বছর৷ এস এস সি দিয়ে কি জার্মানি স্টুডেন্ট ভিসায়/ কাজের ভিসায় যেতে পারবো?? কত লাগবে? কি কি কাগজ লাগবে? জানাবেন প্লীজ
ReplyDeleteএখানে এমন কেউ আছেন যে ফিজি গেছেন
ReplyDeleteভাই ফিজিতে এখন কি কি কাজের ভিসা আছে যদি জানাতেন
ReplyDeleteভাই আমি ফিজি তে জেতে চাচ্ছি ওয়াক পারমিট নিয়ে কেমন হবপ
ReplyDelete