পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা। দেশটির রাজধানী বেলগ্রেড। বর্তমানে আমাদের বিবেচনায় ভিসা প্রাপ্তির দিক থেকে এই দেশটিই ইউরোপের মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করছে।ইউরোপের প্রতিটা দেশই উন্নত, ক্রম উন্নয়নশীল ধাঁচের। তবে সেনজেনভুক্তির পর যেমন ইউরোপের সাতাশটি দেশ একত্রিত হয়ে একটি ইউনিয়ন ঘোষনা করেছে সার্বিয়া তেমন ইউনিয়নে পড়ে না। তবে সেনজেনভুক্ত না হলেও সার্বিয়া থেকে হাঙ্গেরি বা রোমানিয়া চলে যাওয়া যায় বলে আমাদের প্রার্থীদের মুখ থেকে খবর পেয়েছি। সে যাই হোক সার্বিয়াতে বর্তমানে প্রচুর জব ভিসা হচ্ছে। যারা জব ভিসা নিয়ে ইউরোপে ঢুকতে চায় তাদের জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সার্বিয়া। কেননা এখানে যেতে গেলে আপ্না্কে খুব কষ্ট করতে হবেনা ক্রোয়েশিয়ার মতো। ক্রোয়েশিয়াতে যেমন ভারতে গিয়ে ফাইল জসা করতে হয় বা এ্যামবাসিতে উপস্থিত হতে হয় তেমন কিন্তু সার্বিয়াতে প্রয়োজন নেই। আপনি নিজে না উপস্থিত হয়েও এ্যামবাসি থেকে সার্বিয়ার ভিসা নিতে পারেন। সময়ও লাগে মাত্র এক মাস। যদিও এ্যামবাসিতে জমা হবার পর মাত্র পাঁচ দিনে ভিসা দেয়া হয় তারপরও পেপার প্রসেস করতে বেশ কিছু সময় লাগে। তাই আপনার যদি ইউরোপে চাকরি করার শখ থাকে তবে সার্বিয়া হতে পারে অনন্য। এখানে চাকরি করলে আপনি বিদেশী শ্রমিক ক্যাটাগরিতে যদিও ৪০০ ইউরো বেতন পাবেন কিন্ত পাশাপাশি থাকা ও খাওয়ার সুবিধা থাকায় আপনি এই টাকাটা সঞ্চয় করতে পারছেন। যদিও অনেক কোম্পানী আপনাকে থাকার সুবিধা দিলেও খাবার সুবিধা দেবেনা তারপরও মাসে আট হাজার টাকায় আপনি নিজের খাওয়াটা জোগাড় করতে পারবেন খুব সহজেই। সার্বিয়াতে সাধারনত: কন্সট্রাকশনের কাজ বেশী পাওয়া যায় তাই বলে ভাববেন না যে আপনাকে রাজমিস্ত্রীর কাজ করতে হবে। একটা বাড়ি বা মার্কেট নির্মান কাজের সাথে অনেক ধরনের কাজ জড়িত থাকে যেমন পাইপ ফিটিং, রড বাইন্ডিং, মিকচার মেশিন অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, লেবার ইত্যাদি। এসব কাজ আপনি করতে পারবেন। বাংলাদেশের টাকার হিসাবে আপনি বেতন পাবেন চল্লিশ হাজার টাকার মতো। সবচেয়ে বড়ো ব্যপার হলো ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিষ। এটি পেলে আপনি সার্বিয়া থেকে ইউরোপিয়ান সেনজেনভুক্ত যে কোন দেশে কাজ করার জন্য চলে যেতে পারবেন। তাই আর দেরী কেন? আজই নেমে পড়ুন। আপনি যদি আমাদের ভেরিফায়েড এজেন্টের মাধ্যমে ভিসা করাতে চান তবে ফেসবুক পেইজে আসুন কারন এখানেই পরিপূর্ন ভিসা অফারটি পাবেন। আমাদের পেইজের ঠিকানা হলো: facebook.com/visamarketplace
Follow us
Newsletter
Wednesday, February 10, 2021
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা


হেলো
ReplyDeleteসার্বিয়া জব ভিসা যেতে চাই কত খরচ লাগ সব মিলে
ReplyDeleteসার্বিয়ার visa a-z total cost koto.
ReplyDelete