ইউকে স্টুডেন্ট ভিসা: |
কন্ডিশনাল অফার লেটার আর কাস (CAS) লেটারের মধ্যে পার্থক্য কি?
আপনি শুধু অফার লেটার এর কথাই শুনেছেন কিন্তু কোন ধরনের অফার লেটার তা শোনেননি। আপনাকে বুঝতে হবে প্রথম লেটারটা হলো কন্ডিশনাল অফার লেটার আর দ্বিতীয় লেটারটা হলো আনকন্ডিশনাল অফার লেটার। দ্বিতীয় অফার লেটারে কোন শর্ত থাকেনা কারন আপনি ইতিমধ্যে শর্ত মেনে নিয়ে টাকা পাঠিয়ে দিয়েছেন টিউশন ফি হিসাবে।
কলেজ বা বিশ্ববিদ্যালয় আপনার টাকা টিউশন ফি হিসাবে গ্রহন করলো এবং আপনাকে একটা চিঠি ইস্যু করলো। এই চিঠিটাকেই বলা হয়ে থাকে আনকন্ডিশনাল অফার লেটার। ২০০৯ সালে এই আন কন্ডিশনাল অফার লেটারকেই বলা হলো কাস (CAS) লেটার। অনেকেই কাস বলতে গিয়ে ফ্যাশন করে বলেন ক্যাশ লেটার। ওনারা ভাবে টিউশন ফি পরিশোধ হয় বলেই বোধহয় একে ক্যাশ লেটার বলে। আসলে তা নয়। কাস (CAS) লেটারের ইলাবোরেশন হলো কনফার্মেশন অফ এ্যাডমিশন অব স্টাডিজ (CONFIRMATION OF ADMISSION OF STUDIES) বা ভর্তির নিশ্চয়তা পত্র।
আমরা যারা ভিসা প্রসেসিং করি তারা আর আনকন্ডিশনাল অফার লেটার বলিনা। বলি কাস লেটার। আরো সংক্ষেপে বলি কাস। ব্যস। আপনার ভর্তি নিশ্চিত হয়ে গেল কাস লেটার পেয়েই।
কন্ডিশনাল অফার লেটার আপনাকে দেয়া হয়েছিল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মাবলি ও শর্ত জানানোর জন্য আর আন কন্ডিশনাল অফার লেটার বা CAS লেটার দেয়া হলো ভর্তির প্রমান সরূপ। তাহলে একটি শর্তযুক্ত ও পরেরটা শর্তমুক্ত। একটি নিয়মাবলী ও পরেরটি টাকা পরিশোধের প্রমানপত্র।
সোজা কথায়, কন্ডিশনাল অফার লেটারে টাকার প্রসঙ্গ আসে তবে সেখানে আপনাকে কত পাউন্ড পরিশোধ করতে হবে তা বলা হয়। কিন্তু পরিশোধিত অর্থের হিসাব আসেনা। কিন্তু আনকন্ডিশনাল অফার লেটারে তা আসে। অর্থাৎ আনকন্ডিশনাল অফার লেটারে আপনার পরিশোধিত অর্থের হিসাব দেয়া হয়ে থাকে।
তবে, মনে রাখবেন কাস (CAS ) লেটার আনকন্ডিশনাল অফার লেটারের মতো দেখতে নাও হতে পারে। কাস হচ্ছে একটি কনফার্মেশন। অনেক সময় অনেক ইউনিভার্সিটি শুধুমাত্র কাস লেটারটা ইমেইল করে পাঠায় বা এর কনফার্মেশন নাম্বারটা পাঠায়। আনকন্ডিশনাল অফার লেটারের সাথে কাস লেটারের ভিন্নতা থাকতে পারে। তবে ভিন্নতা যাইহোক, আনকন্ডিশনাল অফার লেটারই হলো কাস লেটার এই বিষয়টি নিশ্চিত থাকতে পারেন। কাস লেটার তখনই আসবে যখন আপনি কলেজ বা ইউনিভার্সিটির টিউশন ফি পরিশোধ করবেন।
0 Reviews:
Post a Comment