Malaysia Calling-মালয়শিয়া ডাকছে । তাও আবার একটি ভিসার নাম । এর মানে কি? এর মানে হলো যারা মালয়শিয়াতে কাজ করতে আসবে বৈধভাবে তাদের জন্য একটি নির্দিষ্ট সুবিধা ও বেতন কাঠামো । মালয়শিয়াতে বিদেশী প্রবেশের জন্য ১৫ ধরনের ভিসা রয়েছে । এর মধ্যে চাকরি করার জন্য বিদেশী শ্রমিকগন বিভিন্ন ক্যাটাগরি অনুসরন করে থাকে যেমন ট্রেনিং ভিসা, এমপ্লয়মেন্ট পাস, ডিপি ১০, ডিপি ১১ ও কলিং ভিসা । এর মধ্যে কলিং ভিসার জানাজানি এই দেশে একটু বেশী । এই ভিসা কি তা কেউ জানুক বা না জানুক সেই ভিসা নিয়ে মালয়শিয়া যাবার মানুষের অভাব নেই । ১০+৩=১৩ বছরের ভিসা নবায়নের লেভী নতুন নীতিমালা মানছে না মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়!
নতুন সরকারে অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১০ বছরের পরবর্তী ৩ বছরের প্রত্যেক বছরের জন্য নতুন লেভী ঘোষনা করা হয়েছিল যেমন ম্যানুফেকচারিং,কনস্টাকশন ও সার্ভিস সেক্টরে ১০,০০০ রিংগিত হতে ৬,০০০ রিংগিত এবং প্লানটেশন ও এগ্রিকালচার শ্রমিকের লেভী ঘোষনা করা হয়েছিল ৩৫০০ থেকে ২০০০ রিংগিত এবং তা কার্যকর করার শেষ তারিখ ছিল,০১/০৩/২০১৯ পর্যবেক্ষণ গত ০৫/০৪/২০১৯ তারিখে নতুন নিয়মে ভিসা নবায়ন করতে গেলে এখনো জানা যায় লেভি ১০,০০০ রিংগিত এবং ৩৫০০ রিংগিত যা আসলেই একটা প্রতারণা হয়রানী ছাড়া কিছু নয়!
মালয়শিয়া বাংলাদেশীদের হয়তঃ মানুষ বলে মনেই করেনা সেই জন্যই এই ধরনের কার্যক্রম করার সুজোগ পায় । এই ধরনের কাজ যদি তারা ভারতের সাথে করতো তবে সেটার শাস্তি তারা তৎক্ষনাত পেয়ে যেত কারন ভারত শক্তিশালী দেশ এবং ভারতের সাথে এমন কিছু করার শক্তিও নেই মালয়শিয়ার । তাছাড়া মালয়শিয়াতে ভারতীয় কমিউনিটি যথেষ্ঠ শক্তিশালী এবং বহু ভারতীয় অনেক উঁচুপদে আসীন । সেই তুলনায় বাংলাদেশীরা কেবল লেবার ছাড়া আর কিছুই নয় । তাদের সেখানে যে কমিউনিটি আছে তা দুর্বল ও নিজেদের মধ্যে কলহ বিবাদ নিয়ে চতুর্বিভক্ত । মালয়শিয়া বাংলাদেশকে নিয়ে বেশ মজা করে এবং বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন তারা পিছিয়ে যায় । তাদের একেক সময় একেক কথার কারনে সেখানকার বহু শ্রমিক অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে যায় ।
বাংলাদেশে কলিং ভিসা আপাতত বন্ধ রয়েছে এবং আমাদের বিশ্বাস এটা কোনদিন খুলবে না । বর্তমানে শুধু কলিং ভিসা নয়, মালয়শিয়াতে সকল ধরনের বিদেশ থেকে শ্রমিক আনা বন্ধ রয়েছে অনির্দিষ্ট কালের জন্য । এটাই সত্য এবং আপনাকে এটাই বিশ্বাস করতে হবে । তবে মালয়শিয়াতে স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন ।
0 Reviews:
Post a Comment