বা ংলাদেশ থেকে ট্যুরিজম, গার্মেন্টস, টেক্সটাইল ও মাছ প্রক্রিয়াজাতকরণ খাতে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মরিশাস। এ ব্যাপারে ছয় বছর আগেই দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল ঘেঁষে ভারত মহাসাগরে অবস্থিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র মরিশাস। উইকিপিডিয়ার তথ্য মোতাবেক মরিশাসে বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ লাখের কিছুটা বেশি। আয়তন : ২,০৪০ বর্গকিলোমিটার। মুসলমানের হার ১৭%। মরিশাসে প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ শ্রমিক সংখ্যা প্রায় বিশ হাজারের মত। শ্রমিক দের মধ্য সবচেয়ে বেশী আসে বাংলাদেশ থেকে। বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর ফিশ প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে লোক নিয়োগ চলছে। এতে নারী পুরুষ উভয় পর্যায়ে কর্মী নিয়োগ চলছে। সময় লাগবে ৩ মাস। আট ঘন্টা ডিউটি টাইম। এরপর ওভার টাইম ওয়ার্ক করা যাবে।মূল বেতন ২৫০০০০ বাংলাদেশী টাকায়। ওভার টাইমে একজন কর্মী আয় করতে পারে ১২০০০ টাকার মতো। এছাড়া থাকা খাওয়া ফ্রি থাকছে কাজের সাথে। বেতনের পুরো টাকাটাই ইচ্ছে করলে একজন কর্মী জমিয়ে ফেলতে পারে। সপ্তাহে রোববার একদিন ছুটি। সেইদিন ইচ্ছে করলে একজন কর্মী পর্যটন বিষয়ে অন্য কোথাও কাজ করে বাড়তি টাকা উপায় করতে পারে।
মরিশাসে যাবার জন্য আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে আপনার পাসপোর্ট, ছবি এগুলো নিয়ে আমাদের এজেন্ট অফিসে আসতে হবে। সম্পুর্ন টাকার অংক, আপনি যদি নারী কর্মী হয়ে থাকেন তবে ২,৫০,০০০ টাকা ভিসার পরে। যদি পুরুষ কর্মী হয়ে থাকেন তবে ৩,০০০০০ টাকা ভিসার পরে প্রদেয়। তবে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা তাই পাসপোর্টের সাথে আপনাকে ৫০,০০০ টাকা প্রদান করতে হবে। এই টাকার বীপরিতে আপনার সাথে একটি এগ্রিমেন্ট হবে এজেন্টের। এজেন্ট আপনাকে একটি চেক দেবেন নিরাপত্তা হিসাবে। ও একটি রিসিপ্ট দেবেন। ভিসা না পেলে আপনি ৫০ হাজার টাকা তুলে নিতে পারবেন। এই টাকার মধ্যে আপনার বিমানভাড়া সহ সব খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ভিসা পাবার পর বাংলাদেশ সরকারের ম্যানপাওয়ার অফিস থেকে আপনার ছাড়পত্র নেয়ার পর ঢাকা থেকে ফ্লাই করতে হবে।
কোম্পানীর সাথে কন্ট্রাক্ট পিরিয়ড ৩ বছর। কিন্তু ভিসা দেয়া হবে ১ বছরের। এটি স্টিকার ভিসা নয়। পেপার বেজড ভিসা। পিআইও বা সেদেশের পাসপোর্ট এ্যান্ড ইমিগ্রেশন অফিস থেকে পেপারবেজড ভিসা আপনার পাসপোর্টে থাকবে। যাবার পর পেপারবেজড ভিসা তুলে নিয়ে মরিশাসের মূল অফিস থেকে স্টিকার বসানো হবে।
আপনি ইচ্ছা করলে গার্মেন্টস বা ফিশ প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে কোন একটিতে আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন করতে চাইলে আমাদের মূল সাইট www.visa24bd.com তে যান বা নিচের APPLY NOW ক্লিক করে মূল ওয়েব সাইট থেকে সাইন আপ করে আপনার রিজিউম আপলোড করুন ও আবেদন করুন।
অনেক বছর চাকুরী করতে পারলে। দেশে আসা যাওয়া করতে পারলে আমি যাবো। কিন্তু, কেও কেও বলে কন্টাক্ট শেষ হলে দেশে পাঠিয়েদেয়। আবার নতুন করে ভিসা করে যেতে হয় ।
ReplyDeleteমরিশাসে গার্মেন্টসে অপারেটর বেতন কত
ReplyDelete