জাপানে বর্তমানে তরুন যুবক বা কর্মক্ষম মানুষের তুলনায় বৃদ্ধ মানুষের সংখ্যাই বেশী। জাপানের জন্ম হার গত শতকের সত্তর দশক থেকে দুই দশমিক একের নীচে। এর মানে হচ্ছে, তখন থেকে জাপানের জনসংখ্যা কমছে। বর্তমানে এই হার এক দশমিক চার। এর বিপরীতে জাপানে মানুষের গড় আয়ু বিশ্বে সবচেয়ে বেশি। এই দুটি মিলে জাপানে কর্মক্ষম মানুষের মারাত্মক সংকট। আপনি যদি জাপানে যান দেখবেন সেখানে স্কুলগুলো খালি পড়ে আছে, কৃষিকাজ করছে বৃদ্ধ লোকজন। খুব কম মানুষ আছে যারা বিয়ে করেছেন। বেশীরভাগই লিভিং টুগেদারে বিশ্বাসী ও বিকৃত যৌনাচারের কারনে তাদের সন্তান হচ্ছেনা এবং অনেক ক্ষেত্রে তারা সন্তান নিতেই চান না যে কারনে জাপানে কোন বৃদ্ধ লোক মারা গেলে তার বীপরিতে শিশু জন্ম গ্রহন করছেনা। বাধ্য হয়ে জাপানকে ইমিগ্রেশন আইন ও বিদেশী কর্মীদের ব্যপারে নিয়ম নীতি শিথিল করতে হয়েছে।
জাপানের ইমিগ্রেশন আইন খুবই কড়া। সেদেশে বিদেশি কর্মীর সংখ্যা খুবই কম। কিন্তু নতুন নিয়মে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতের জন্য ব্লু কলার ওয়ার্কার আনা যাবে। যেমন অনেক পাড়ার দোকান এখন পুরোপুরি নেপাল থেকে আসা তরুণ কর্মীদের দিয়ে চালানো হচ্ছে। এরা কাগজে-কলমে ছাত্র বা প্রশিক্ষণার্থী হিসেবে জাপানে এসেছে। কিন্তু যাদের কর্মী দরকার তাদের ব্যবসা চালানোর জন্য, তারা এদেরকেই কাজে লাগাচ্ছেন। তারা বেতনও পাচ্ছে বেশ ভালো। তবে জাপানের সরকার সবসময় চায় যে যোগ্যতাসম্পন্ন কর্মী যেন জাপানে আসে। এর অর্থ তারা স্কিলড লেবারকে বেশী প্রাধান্য দিচ্ছে। এটা আমরা সুজোগ সুবিধাসমূহ বিচার বিশ্লেশন করলেই দেখতে পাই যে যারা স্কিলড পারসন তারা পাঁচ বছরের বেশী সময় সেখানে থাকতে পারবে, পরিবার নিয়ে যেতে পারবে ও ইমিগ্রেশন বা পাসপোর্ট পাবার সুজোগও রয়েছে তাদের জন্য। বীপরিতে যারা কেবল গায়ে খাটতে সেখানে যাবে বা যারা অদক্ষ কর্মী হিসাবে সেখানে যাবে তারা কেবল পাঁচ বছর সেখানে থেকেই বিদায় নিতে হবে অথবা তাদের গ্রামাঞ্চলে পালিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে।
অনেক এজেন্সি এখনই বিজ্ঞাপন দিচ্ছেন জাপানে লোক নেবার ব্যপারে। বাংলাদেশ সরকার এমনও ঘোষনা দিয়েছে যে কেবলমাত্র বিমানভাড়া দিয়েই যে কেউ জাপানে যেতে পারবে। তবে আপনার নিশ্চিত থাকুন জাপানের বেলায় বিষয়টা এতো সহজ হবেনা। বেশ কিছু কাঠ খড় পোড়াতে হবে ও খরচ হবে। ভিসা২৪বিডি ডট কম তাদের সকল মেম্বারদেন জন্য কাজ করবে জাপানের বিষয়ে। যারা এখনও পাসপোর্ট করেননি তারা দ্রুত পাসপোর্ট করে রাখুন। আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে থাকুন। কাজ শুরু হলেই আপনাদের জানানো হবে। ভিসার জন্য কতো খরচ হবে সেটি এখনও নির্ধারিত হয়নি।
0 Reviews:
Post a Comment