ইন্ডিয়া ছাড়া যে কোন দেশে যাবেন ভিসার জন্য আপনাকে যোগ্য বিবেচনা করা হবে যদি আপনার পাসপোর্টে কোন দেশের ভিসা থাকে। সাধারনতঃ ইওরোপিও দেশ বা আমেরিকান দেশ সমূহ ভারতীয় ভিসাকে তেমন যোগ্য বিবেচনা করেনা। তারা দেখতে চায় আপনার পাসপোর্টে মালয়শিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ড এর ভিসা আছে কিনা। এসব দেশে আপনার ভ্রমন থাকলে তবেই তারা আপনার পেপার গুরুত্ব দিয়ে দেখবে। তাই সময় নষ্ট করে কারো পেছন পেছন না ঘুরে বিদেশ ঘুরুন। শুধু আমরা নই, আপনি যেকোন এজেন্টের কাছে গেলে আপনাকে গুরুত্ব দেবে তারা। বহু মানুষ আমাদের ফোন করে বলেঃ পাসপোর্ট সাদা, কন্ট্রাক্টে ভিসা করা যাবে ইওরোপের বা আমেরিকার” আপনি জানেন যে এসব দেশে যেতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে এজেন্টকে। তা না দিয়ে কয়েকটি দেশ ঘুরে আসুন। আপনার ভিসার পর যে বিরাট অংকের টাকা দেবার কথা তা দিতে হবেনা। ধরুন এজেন্ট যদি সাদা পাসপোর্টে চেয়ে থাকে ১৩ লাখ টাকা তবে আপনি মালয়শিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ড ঘুরে আসলে আপনার খরচ কমে দাঁড়াবে ৩ লাখ টাকা। দশ লাখ টাকা কমে যাবে যদি এক লাখ টাকা আগে খরচ করেন আপনি।
থাইল্যান্ড ঘুরতে কতো টাকা দরকার?
আপনার যদি নিচের পেপারসমূহ থাকে তবে আমাদের দিতে হবে ৮ হাজার টাকা কেবল ভিসার জন্য।
১। ট্রেড লাইসেন্স
২। টিন সার্টিফিকেট
৩। নিজের ব্যাংক স্টেটমেন্ট যেখানে ন্যুনতম ১ লাখ টাকা আছে। এবং এ্যাকাউন্টটি ছয় মাসের পুরাতন।
বিমান টিকিট লাগবে ২০ হাজার টাকা রিটার্ন টিকিটে।
থাইল্যান্ডে কম খরচে থাকা ও খাওয়া প্রতিদিন ৩ হাজার বাংলাদেশী টাকা। চার দিনে দশ হাজার টাকা ধরে রাখতে পারেন। বাকিটা আপনার ইচ্ছে। আমাদের পর্যবেক্ষন বলে আপনার ৪০ হাজার টাকা সর্বমোট খরচ হতে পারে।
মালয়শিয়া ঘুরতে কতো টাকা দরকার?
আপনার যদি নিচের পেপারসমূহ থাকে তবে আমাদের দিতে হবে ১০ হাজার টাকা কেবল ভিসার জন্য।
১। ট্রেড লাইসেন্স
২। টিন সার্টিফিকেট
৩। নিজের ব্যাংক স্টেটমেন্ট যেখানে ন্যুনতম ১ লাখ টাকা আছে। এবং এ্যাকাউন্টটি ছয় মাসের পুরাতন।
বিমান টিকিট লাগবে ২৭ হাজার টাকা রিটার্ন টিকিটে।
থাইল্যান্ডে কম খরচে থাকা ও খাওয়া প্রতিদিন ৩ হাজার বাংলাদেশী টাকা। চার দিনে দশ হাজার টাকা ধরে রাখতে পারেন। বাকিটা আপনার ইচ্ছে। আমাদের পর্যবেক্ষন বলে আপনার ৫০ হাজার টাকা সর্বমোট খরচ হতে পারে।
আপনার পাসপোর্টটি এখনই ভারী করে নিন। যদি দুটি দেশে একসাথে ঘুরতে চান তবে আপনার পাসপোর্টে একটি ভারতীয় ভিসা থাকা প্রয়োজন। হোটেল বুকিং, ভ্রমন প্যাকেজ সব ছেড়ে দিন আমাদের ওপর। তবে প্রথমে ৪০০ টাকা খরচ করে আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে নেবেন।
ভিসা পাওয়ার পর যদি ঐ দেশে না যায় তাহলে কী হবে?
ReplyDelete