আপনারা জানেন যে পোল্যান্ড কৃষিনির্ভর দেশ। তারপরও ইউরোপের এই দেশ শিল্পন্নোত ও উন্নত সবদিক থেকে। বাংলাদেশ থেকে পোল্যান্ডে বহুদিন ধরে ওয়ার্ক পারমিট ভিসায় মানুষ যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রসেসিং করা হলেও আসলে ভিসা হয় ভারতের দিল্লী থেকে। আর এই কারনেই এই ভিসাগুলো হতে বহুদিন সময় লাগে। সেখানে খুব সহজেই ভারতীয়দের ভিসা দেয়া হয়ে থাকে। ভারতীয়দের ভিসা হতে সময় নেয়া হয় এক মাস। সেখানে বাংলাদেশীদের ভিসা হতে সময় নেয় চার মাস বা তারও বেশী। সে যাই হোক, ভিসা হচ্ছে সেটাই বড়ো কথা। মূল ভিসার ৯০% চলে যায় ভারতীয়দের দখলে। বাংলাদেশীরা পায় মাত্র দশভাগ বা তারও কম। ভিসা২৪বিডি খুব যত্ন সহকারে প্রতিটি ক্লায়েন্টের তথ্য সার্ভারে ধারন করে, তাদের ফাইল প্রসেস করে এবং তাদের অভিযোগ খতিয়ে দেখে কার্যকরী ব্যবস্থা নিয়ে থাকে। এজন্য আমাদের প্রতিটি ভিসা ক্লাব মেম্বার ভিসা প্রসেসিং এর জন্য যথেষ্ঠ সহায়তা পেয়ে থাকে।
পোল্যান্ডের জন্য বর্তমানে নানা ক্যাটাগরিতে জব সিলেকশন চলছে। আপনার পেশা ও অভিজ্ঞতা বুঝে আপনি ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন। পোল্যান্ডের জন্য খরচ হবে ১০ লক্ষ ৫০ হাজার বাংলাদেশী টাকা যা ভিসার পর দিতে হবে আপনাকে। ভিসার আগে কোন টাকা দিতে হবেনা।
আবেদন করুন। যোগাযোগ করুন 01772369451 এ।
কি কি জব আছে। বিস্তারিত জানালে ভালহতো।
ReplyDeletePls visit www.visa24bd.com
ReplyDeletepls visvis w.w.w.visa 24bd.com
ReplyDelete