কানাডার শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বড়ো মৌসুম হলো সেপ্টেম্বর ইনটেক। এই ইনটেকে সারা বিশ্ব থেকে বিপুল পরিমান বিদেশী ছাত্রছাত্রী কানাডাতে ভর্তি নিয়ে থাকে। আর এদের চাপ সামলাতে কানাডার পররাষ্ট্র মন্ত্রনালয়কে প্রচুর ভিসা ইস্যু করতে হয় হাই কমিশনগুলোর জন্য। আর এই চাপ সামলাতে কানাডার হাই কমিশনগুলোও কিছু লুকানো পলিসি মেনটেইন করে চলে। তারা সারা বছর বরাদ্দকৃত ভিসা থেকে অনেক ছাত্রছাত্রীদের রিফিউজ করে সেইসব ভিসাগুলো জমিয়ে রেখে দেয় সেপ্টেম্বরের জন্য। আর তাই প্রচুর ছাত্রছাত্রী ভিসা পায় সেপ্টেম্বর ইনটেকে। তাই সেপ্টেম্বর ইনটেককে বলা হয় বাল্ক সেমিস্টার।কানাডার ভিসা যেহেতু পেপারবেজড তাই এ্যামবাসিতে ভিসা ইন্টারভিউ নেই। আমেরিকার ভিসার মতো এর সিস্টেম এতো জটিল নয়। ভিসার ব্যপারে ইউনিভার্সিটিগুলো গুরু দায়িত্ব পালন করে। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ভিসা লেটার প্রদান করে থাকে। ভিসা লেটার প্রদান করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ভিসাসফরইউ সেপ্টেম্বর সেমিস্টারের জন্য কানাডার ফাইল নেয়া শুরু করেছে। আপনি যদি ২০১৬-২০১৭ তে ইন্টারমিডিয়েট পাস করে থাকেন এবং আপনার রেজাল্ট ৩.৫ হয়ে থাকে তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাকে ভিসার আগে একটাকাও বিনিয়োগ করতে হবেনা। ভিসার পর আমাদের দিতে হবে ৯ লাখ টাকা। বর্ধিত সুজোগ সুবিধা, এ্যাডমিশন কস্ট, জেনুইন ব্যাংক ডিপোজিট, মেডিকেল, ভিসা ফি, রেজিস্টেশন ফি, ইনশ্যুরেন্স, পেপারসাপোর্ট, সব আমরাই দেব আপনার জন্য। ভিসা না হলে আপনার এক টাকাও খরচ নেই। আপনি যদি মাদ্রাসা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও কোন সমস্যা নেই। আমরা আপনার ভিসা করিয়ে দেব। এই টাকার মধ্যে বিমানভাড়া অন্তুর্ভুক্ত নেই।
আবেদন করতে হবে এখনই। আপনি জানেন যে ভালো ভালো ইউনিভার্সিটি খুব দ্রুত তাদের এ্যাডমিশন ক্লোজ করে দেয় তাই আগেই আবেদন করুন। আবেদন করার জন্য আপনাকে আমাদের ভিসা ক্লাবের মেম্বার হতে হবে।
0 Reviews:
Post a Comment