ইউরোপ সম্পর্কে ইন্টারনেটে বাংলায় বিভিন্ন ব্লগে এমন সব কথাবার্তা প্রায়ই দেখি যে কখনও ইউরোপে আসবেন না। ইউরোপ হলো একটা নোংরা জায়গা। দেশে থাকতে ইউরোপ সম্পর্কে অনেক কথা শোনা যায় কিন্তু বাস্তব চিত্র হলো ভিন্ন। দেশ থেকে তরুন ছেলে মেয়েরা অনেক স্বপ্ন দেখে ইউরোপে আসে তারপর খুব সমস্যায় পড়ে যায় ইত্যাদি ইত্যাদি। এরা আসলে কোনদিন চায়না যে আপনি ইউরোপে আসুন। আপনি এদের প্রশ্ন করুন তবে তোমরা কেন গিয়েছিলে? তোমাদের তো অনেকেই নিষেধ করেছিল। তোমরা তো সব বাধা উপেক্ষা করেই গিয়েছিলে। তোমরা তো এখনও ইউরোপের মাটি কামড়ে পড়ে আছ। দেশে আমরা যা কিছু করে টাকা কামাচ্ছি তোমরা আমাদের চেয়ে বেশী টাকা কামাচ্ছ। তবে কেন শুধু শুধু আমাদের হতাশ করছো? হ্যাঁ আমরা জানি বিদেশে কষ্ট করেই টাকা কামাতে হয়। দেশে আমরা ক্রশ ফায়ারে মরছি, গাড়ি দুর্ঘটনায় মরছি, বন্যায় মরছি, না খেয়ে মরছি, রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে মরছি, না হয় ধুঁকে ধুঁকে মরছি-মরছি তো? তোমরা তো মরছো না। এ্যালকোহল খেয়ে দিব্বি চুর হয়ে আছ। গালে লাল লাল টোল পড়ছে দিনে দিনে। যদি দু’ একটা সোনালী চুলো ভাগ্যে জুটে যায় তো কেল্লা ফতে! একেবারে ইউরোপের রাজা বন গিয়া! পাসপোর্ট পর্যন্ত করিয়ে ছাড়বে সেই সোনালী চুলো।
যাইহোক, বলছিলাম পোল্যান্ডের জব ভিসার কথা। ব্লগে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের উল্টোপাল্টা মতামত দেখে বিরক্ত লাগে। বিদেশে গিয়ে এখন চাইছে যেন কেউ না যায় দেশ থেকে। এরা কিন্তু একসময় ভালই থাকবে মাঝে আপনি বিভিন্ন মতামত নিতে গিয়ে পড়ে যাবেন বিপদে। কোনদিন আপনার জব ভিসায় ইউরোপ যাওয়া হয়ে উঠবেনা। পোল্যান্ডে জব ভিসার খরচ কিন্তু কমেছে। টোটাল টাকা ৯ লাখ ৫০ হাজার। আগে কোন টাকা অগ্রিম দিতে হবেনা। যা করতে হবে তা হলো আমাদের সাথে আপনি একটি জয়েন্ট এ্যাকাউন্ট করবেন এবং এ্যাকাউন্টে পুরো টাকাটা রাখবেন। তারপর প্রসেসিং আরম্ভ করবেন।
ভিসা হলে টাকা দেবেন নতুবা এক টাকাও না। ইন্ডিয়া যেতে হবে নিজের খরচে। কয়েকটা দিন থাকতে হবে নিজের খরচে। তারপর একেবারে ভিসা নিয়ে দেশে চলে আসবেন। প্রসেসিং শুরু করার আগেই ভিসা ক্লাবের মেম্বার হয়ে ভিসা২৪বিডিডটকমে সাইন আপ করে রিজিউম আপ করুন। অতঃপর সেখান থেকেই আবেদন করুন। সম্পর্কে
ভিসা হলে টাকা দেবেন নতুবা এক টাকাও না। ইন্ডিয়া যেতে হবে নিজের খরচে। কয়েকটা দিন থাকতে হবে নিজের খরচে। তারপর একেবারে ভিসা নিয়ে দেশে চলে আসবেন। প্রসেসিং শুরু করার আগেই ভিসা ক্লাবের মেম্বার হয়ে ভিসা২৪বিডিডটকমে সাইন আপ করে রিজিউম আপ করুন। অতঃপর সেখান থেকেই আবেদন করুন। সম্পর্কে
ভাউ আমি বিকাশক্ করছি ৪০০টাকা কোন উততর পাইলাম না
ReplyDeleteআমাদের সার্ভার থেকে আপনার মেইলে পাঠানো হয়েছে। আমরা চেক করে দেখেছি আপনাকে পাঠানো হয়েছে। আপনার মেইলের স্প্যাম ফোল্ডার চেক করুন। বা অন্য কোন থার্ড পার্টি ইনবক্স সিকিউরিটি ব্যবহৃত হচ্ছে কিনা তা চেক করে দেখুন।
Deleteami it sector a payroll executive job kori ami ki polad jaite parbo?
ReplyDeleteji parben. Visa Club er member hoe apply korun.
Deleteকি ভাবে এপ্লায় করবো
ReplyDeleteকিভাবে আবেদন করবো??
ReplyDelete