আপনারা জানেন যে এখন কানাডার স্টুডেন্ট ভিসার জন্য সামার ইনটেক চলছে। সামার ইনটেক কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য এপ্রিল-মে, আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য জুন-জুলাই। পুরো মার্চ মাসেই আমরা কানাডার স্টুডেন্ট ভিসার জন্য ফুল কন্ট্রাক্টে স্টুডেন্ট ফাইল গ্রহন করছি। এখন যে ফাইলগুলো নিচ্ছি সেগুলোর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর তারিখ জুন মাসের আট তারিখ থেকে বাইশ তারিখ। অর্থাৎ আপনার ভিসা হবে মে মাসের শুরুতেই।
কানাডায় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বর্তমানে আমরা যে অফার দিয়েছি তাকে এক কথায় বৈপ্লবিকই বলা যায়। ভেবে দেখুন এখনও পর্যন্ত ঢাকার অনেক বড়ো বড়ো এজেন্সি কানাডার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে IELTS ছাড়া কোন ধরনের পেপার প্রসেস করছেই না, সেখানে আমরা IELTS ছাড়া, কেবল এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৩.৫ এ ফুল কন্ট্রাক্টে কোন প্রকার অগ্রিম ছাড়াই কাজ করছি। আমরা এমনকি স্টুডেন্টের বাবা বা পেরেন্টস এর কোন ব্যাংক এ্যাকাউন্টও চাচ্ছিনা। অর্থাৎ আপনি কেবল আপনার এ্যাকাডেমিক পেপার আর পাসপোর্ট দিয়েই খালাস। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব সাপোর্ট দেব। ভিসা হলে আমাদের টাকা দেবেন, আর না হলে এক টাকাও দেবার দরকার নেই। মাদ্রাসার যে ছেলেটা আমেরিকা বা কানাডা যাবার স্বপ্ন দেখতো সে তো গত এক দশক ওসব দেশে যাবার আশা ত্যাগ করেই বসেছিল। আমরা এমনকি মাদ্রাসা বোর্ডের এ্যাকাডেমিক পেপার দিয়ে কানাডার বিশ্ববিদ্যালয়ে এ্যাডমিশন করাচ্ছি, ভিসা করাচ্ছি। আপনি কি মনে করেন না যে কোন ছাত্রের বিদেশে বিশেষ করে কানাডার মতো দেশে স্বপ্নবুননে এই অফার এক অনন্য ও অগ্রনী ভুমিকা পালন করবে? আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন। আপনার যদি ২০১৫, ২০১৬ বা ২০১৭ এ এইচএসসি শেষ হয়ে থাকে এবং আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে আলিম পাশ করে থাকে উক্ত বছরগুলোতে আর আপনার রেজাল্ট দুটোতেই যদি ৩.৫ থেকে থাকে তবে স্বপ্ন বুনতে পারেন। আমরা আপনার কানাডার মতো উন্নত দেশে স্বপ্নবুননে সহায়তা দিয়ে থাকি। শুধু পাসপোর্ট, ছবি আর আপনার এ্যাকাডেমিক পেপারস নিয়ে চলে আসুন আমাদের কাছে। অথবা www.visa24bd.com এ যান এবং আপনার রিজিউম পোস্ট করে সরাসরি আবেদন করুন।
ভিসার পর আমাদের দিতে হবে কেবল ভিসা সহায়তার জন্য ৮ লাখ টাকা। যদি আপনি কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেই চান তবে সাথে আপনাকে আরও নিতে হবে ২ লাখ ৫০ হাজার টাকা। এই টাকার মধ্যে বিমান ভাড়া থাকছেনা। তবে সবক্ষেত্রে প্রথমে আপনাকে ভিসা ক্লাবের মেম্বার হতে হবে। মেম্বার হবার পর আপনি অনলাইনে আবেদন করতে পারবেন নিরাপত্তার সাথে।
দাখিল ২০১০ ও আলিম ২০১৩ ভিসা করানোনো যাবে?
ReplyDeleteনা ভাই এই মুহুর্তে সম্ভব নয়। যোগাযোগ রাখবেন।
Deleteসর্ব প্রথম জানাই অনেক ধন্যবাদ,গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, আমি আরও কিছু তথ্য জানতে চাচ্ছি
ReplyDeleteজানালে উপকৃত হব।
আমি 2009 সালে (GPA 3.75) পেয়ে এস.এস.সি
পাশ করি তারপর স্টাডি করতে পারি নাই
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে
(GPA 3:00) পেয়ে এইস.এস.সি পাশ করি
এখন আমার জন্য কানাডার স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু।
কানাডা এই মূহুর্তে সম্ভব নয় আপনার জন্য। অন্য কোন দেশে ডিপ্লোমা তে ভিসা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন 01772369451 এ।
Deleteআমি ২০১১ তে এস,এস,সি পাশ করি। আমার সিজিপিএ ছিল ৩,৮৮। তারপর আমি ইলেকট্রনিকস নিয়ে ডিপ্লোমা সম্পন্ন করি ২০১৬ সালে। ডিপ্লোমাতে আমার সিজিপিএ হচ্ছে ৩,১৩ আউট অফ ৪। তারপর আর স্টাডি করা হয়নি আমার। এখন আমি কি IELTS ছাড়া কানাডায় যেতে পারবো..?
ReplyDeletecall us 01772369451
Delete