ইউরোপের ক্ষুদ্র দেশ এস্তোনিয়া। দেশটি ইউরোপের সেনজেন এলাকাভুক্ত হওয়ায় স্বল্প মেয়াদী ভ্রমণের ক্ষেত্রে (সর্বোচ্চ ৯০ দিন) সেনজেন ভিসা নিয়েই এস্তোনিয়া যাওয়া যায়, বাংলাদেশে এস্তোনিয়ার হাই কমিশন না থাকায় এস্তোনিয়া যেতে সেনজেন ভিসা নিতে হবে দিল্লী, ইন্ডিয়া থেকেই। আপনি জানেন যে এস্তোনিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশ, তাই এস্তোনিয়ায় গেলে ইউরোপের যেকোন ২৮ টি দেশে চলে যাওয়া যাবে। আমরা আপনাকে খুব অল্প সময়ে সেনজেনভুক্ত এই এস্তোনিয়ায় পৌছে দিতে পারি। তবে জব ভিসা নয়-ভিজিট ভিসায়। এবং সম্পুর্ন কন্ট্রাক্টে এই ভিসা করিয়ে ভিসা পাবার পর পেমেন্ট নেয়া হবে। আপনার দুশ্চিনার কোন কারন নেই। আপনার যতোটুকু খরচ হবে তা হবে যাওয়া আসা ও দুই বা তিনদিন দিল্লীতে থাকার। তাছাড়া সব খরচ আমাদের। ভিসা হলে আমাদের দিতে হবে মাত্র নয় লাখ টাকা। এই খরচের মধ্যে অবশ্য বিমান ভাড়া নেই। বিমানভাড়ার জন্য আপনাকে বাড়তি ৪০ হাজার টাকা দিতে হবে। আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ার ভিসা লাগানো থাকে তবে প্রথম থেকে ভিসা পেতে সময় লাগবে বড়োজোর বিশ থেকে পঁচিশ দিন। এরপর দিল্লী থেকে ফ্লাইট। আপনি যদি চান তবে ঢাকা থেকেও ফ্লাইট নিতে পারেন। তবে ভিসা পাবার পরপরই আপনাকে পেমেন্ট দিতে হবে। আপনার একজন গ্যারান্টর ঢাকাতেই এজেন্ট অফিসে পেমেন্ট প্রদান করবেন। এস্তোনিয়ার ভিসার জন্য আপনাকে ভিসার পর প্রদান করতে হচ্ছে ৯ লাখ টাকা। আপনার জন্য সবচেয়ে বড়ো যে সুবিধা দেয়া হলো তা হচ্ছে আপনার পাসপোর্টে কোন পূর্ববর্তী ভিসা থাকার দরকার নেই। ফুল কন্ট্রাক্ট হবার কারনে ভিসা পাবার গ্যারান্টি থাকছে। যারা ইউরোপে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন তারা এবার দ্রুত চলে আসুন আমাদের কাছে।
Follow us
Newsletter
Tuesday, March 06, 2018
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা
আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা
আমাদের চেক রিপাবলিকের জব ভিসা
আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২
আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩
আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪
আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫
আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬
আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি
আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা
আমাদের গ্রীস জব ভিসা -৩
জার্মানীর ভিসা


0 Reviews:
Post a Comment