উত্তর আমেরিকার দেশ কানাডা। খুব কম টাকায় পড়াশোনা ও এডুকেশন লাইফ শেষ করে যে কোন পেশায় যোগদান করা ও অনেক ধরনের সুজোগ সুবিধার কারনে পৃথিবীর বহু দেশের মতো বাংলাদেশী ছাত্রছাত্রীদের কাছে কানাডা হলো একটা স্বপ্নের দেশ। কানাডায় বহু বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ইউনিভার্সিটি অব ভিক্টরিয়া, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টরেন্টো, কুইনস ইউনিভার্সিটি ইত্যাদি। এসব বিশ্ববিদ্যালয় শুধু কানাডায় নয় বিশ্ব র্যাংকিঙে গুরুত্বপূর্ন স্হান দখল করে আছে। তবে এসব বিশ্ববিদ্যালয়ে খুব কমই ছাত্রছাত্রী সুজোগ পেয়ে থাকে। বাংলাদেশের বেশীরভাগ ছাত্রছাত্রীই ছোট ছোট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কানাডার ভিসা লাভ করে। কারন বাংলাদেশী ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য থাকে কানাডায় প্রবেশ করা ও সেখানে স্থায়ী হওয়া। সে যাই হোক, কানাডায় প্রতি বছর তিনটি ইনটেক ও সেমিস্টার চলে। আপনাকে জানতে হবে সেসব ইনটেকগুলো কি কি ও কখন কখন শুরু হয়ে থাকে।
বছরের শুরুতে জানুয়ারী থেকে এপ্রিল হলো উইন্টার সেমিস্টার বা শীতকালীন সেমিস্টার। এসময় কানাডায় কঠিন অবস্থা। বরফে ঠাসাঠাসি হয়ে দিন কাটাতে হয়। তিনমাস পরই শুরু হয়ে যায় সামার সেমিস্টার। সামার সেমিস্টার হলো মে থেকে অগাস্ট। কানাডার আবহাওয়ায় তখন উষ্ম বাতাসের ছোঁয়া। এরপরই আবার কিছুটা শীতল পরশ বুলিয়ে শুরু হয় ফল বা শরৎকালীন সেমিস্টার।এটা শুরু হয় সেপ্টেম্বর থেকে। শেষ হয় ডিসেম্বরে। আপনার সেমিস্টারগুলো জানা থাকলে ফরেন এডুকেশন কাউন্সিলরের সাথে এ নিয়ে কথা বলতে সুবিধা হয়। তাছাড়া এসব তথ্য জানা থাকলে আপনার কাজেরও দ্রুততা আসবে। কোন কাজ শুরু করার আগে সেটার প্রাথমিক তথ্যসমূহ জেনে নিয়ে কাজে নামতে হয়। Follow us
Newsletter
Friday, March 09, 2018
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা


0 Reviews:
Post a Comment