হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব উপত্যকা তথা হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতলভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। হাঙ্গেরির অর্থনীতি অনেক সমৃদ্ধ । হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। বুদাপেস্ট পৃথিবীর অন্যতম সুন্দর ও বসবাসযোগ্য শহর। হাঙ্গেরির মানুষের মিনিমাম আয় হচ্ছে গড়ে বাংলাদেশের কারেন্সিতে ৯৫ হাজার টাকা ।
হাঙ্গেরির প্রতিবেশী দেশগুলো হচ্ছে , স্লোভাকিয়া, উত্তর-পূর্বে ইউক্রেন, পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া, এবং পশ্চিমে অস্ট্রিয়া। এবং হাঙ্গেরি থেকে জার্মানি অনেক নিকটবর্তী।
হাঙ্গেরিতে পড়াশোনার সুযোগ সুবিধা :
১। হাঙ্গেরির শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ইউরোপীয় মানের।
২। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ।
৩। টিউশন ফি ইউরোপের অন্যসব দেশের তুলনায় অনেক কম।
৪। ইউরোপীয় কোম্পানিতে ব্যবহারিক প্রশিক্ষণের সম্ভাবনা।
৫ । হাঙ্গেরি ইউরোপের অনেক শান্তিপূর্ণ দেশ সুতরাং নিরাপদ ভাবে পড়াশোনা শেষ করতে পারা
৬। হাঙ্গেরি অনেক সুন্দর দেশ তাই নিজেকে সহজেই পড়াশোনার জন্য মানিয়ে নিতে পারবেন।
৭। পার্টটাইম জব করার সুযোগ এবং মাসে সর্বনিম্ন ৫০ হাজার টাকা আয়।
৮। থাকা খাওয়ার খরচ একদম কম।
৯। সহজে ক্রেডিট ট্যান্সফার এর সুযোগ।
১০। ইউরোপ ঢুকার প্রধান গেটওয়ে।
১১। পড়াশোনা শেষে খুব সহজেই নাগরিকতা ও ইউরোপে জব করার সুযোগ ।
১২। হাঙ্গেরির শতকরা ৯৯% মানুষ ইংরেজি বোঝে এবং ইংরেজিতে কথা বলতে পারে। সুতরাং খুব সহজেই ইংরেজি ভাষা দিয়ে যোগাযোগ চালিয়ে যেতে পারবেন।
১৩। হাঙ্গেরি সেনজেন ভুক্তদেশ হওয়ায় ইউরোপের ২৫ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ এর সুযোগ।
১৪। বিশ্ববিদ্যালয় ছুটির সময় ইউরোপে অন্যদেশে যেমন ফ্রান্স, জার্মানি ও সুইডেন এ গিয়ে ফুলটাইম কাজ করার সুযোগ ।
১৫। হাঙ্গেরির অর্থনীতি দ্রুত সমৃদ্ধি হচ্ছে সুতরাং ভালো একটা ভবিষ্যৎ অাশা করা যায়।
হাঙ্গেরীতে যাবার জন্য আপনার যেসব পেপার প্রয়োজন হবে তা হলো:
*এইচএসসি ও এসএসসি – ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
*ব্যাচেলর – ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এর জন্য)
*মাস্টার্স – ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর জন্য, যদি চায়)
*ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট (আইইএলটিএস/টুএফেল)
পাসপোর্ট
ছবি
পুলিশ ক্লিয়ারেন্স
আমাদের মাধ্যমে যদি হাঙ্গেরীতে স্টুডেন্ট ভিসা ১০০% সাফল্যের সাথে করতে চান তবে এখনই যোগাযোগ করুন। ফোন নাম্বার 01772369451
স্টুডেন্ট ভিসায় স্পেন,নরওয়ে যেতে টোটাল কত টাকা লাগবে?
ReplyDeleteIt requires total 11 lac taka after visa. Happy new year!
Delete5 lac taka er baire ki ar kichu lagbe? Naki ata er vitor sob.
ReplyDelete৫ লাখ টাকার মধ্যে সবকিছু। তবে IELTS এ ৬.০ লাগবে। এছাড়া যদি এ্যাকাডেমিক রেজাল্ট খারাপ থাকে বা অনেক গ্যাপ থাকে তারপরও ভিসার জন্য সমস্যা হবেনা। আশাকরি বুঝেছেন, ভাইয়া।
DeleteWithout IELTS possible?
ReplyDeleteSsc 4.61 (2015)
Hsc 4.25 (2017)
জ্বি পসিবল। ১০০% ভিসা করা যাবে। যোগাযোগ করুন 01772369451
DeleteCall me pls? 01793291562
DeleteOIETC DUOLINGO accept kore?
DeleteHonourse cgpa 3.00 te ki masters e vorti howa jabe.ar koto taka lagbe
ReplyDeleteকোন দেশে উল্লেখ করেন নি। যদি হাঙেরির জন্য আবেদন করতে চান তবে প্রথমে ৩০০-৪০০ ইউরো দিতে হবে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য।
DeleteNumber sob off,koi pabo apnader??????????
ReplyDeleteHmm
Delete