নোটিশঃ
এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসার ইউনিভার্সিটি ভর্তির জন্য সর্বশেষ সময় ১২/০৭/২০১৭।এস্তোনিয়ার প্রথম ব্যাচের শিক্ষার্থীগন অফিসে যোগাযোগ করুন। B ব্যাচ বাদে A ও C ব্যচের শিক্ষার্থীগন ০৭/০৭/২০১৭ তারিখ অফিসে আসবেন স্কাইপি ইন্টারভিউ এর জন্য। সাথে অবশ্যই পাসপোর্ট আনবেন।------------------------------------------------------------------------------------------

পোল্যান্ড আগের চেয়ে অনেক সহজতর করেছে বিদেশীদের ভিসা দেয়া। তবে এখানে কথা আছে ইন্ডিয়া তে যারা আবেদন করে তাদের রিফিউজ ও করে অনেক। বাংলাদেশের, ইন্ডিয়ার বাহিরে কেউ কোন দেশ থেকে আবেদন করেন তাহলে ভিসা সিউর হয়। আর ইউরোপের নতুন দেশ গুলোর মধ্যে সম্বাভাবনার দেশ বললে এস্তনিয়ার নাম নিতে হবে , লিথুয়ানিয়ার নাম নিতে হবে প্রথমে।
প্রথমত এস্তনিয়ার অর্থনৈতিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। জব মার্কেটের অবস্থা ও দিন দিন ভালর দিকে যাচ্ছে। অভিবাসন নীতি একটু সহজতর করায় অনেক বিদেশি এখন এস্তনিয়া বিজনেস স্থাপন করতে আগ্রহ দেখাচ্ছে। অপরদিকে লিথুয়ানিয়ার অবস্থাও সেইম। লিথুয়ানিয়া ও এস্তনিয়ায় স্টুডেন্টস থাকা অবস্থায় কেউ চাইলে বিজনেস পারমিট নিতে পারবে যদি ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট এ নির্দিষ্ট পরিমান টাকা দেখাতে পারে। ইনভেস্টর হিসাবে ৫ বছরের পারমিট পেতে পারে এস্তনিয়া তে যদি আপনি মিনিমাম ১৬ হাজার ইউরো তাদের দেশে ইনভেস্ট করেন। প্রতিবেশি দেশ লাতভিয়ার অবস্থা এবং আইন কানুন খুবই ই কড়া। এমনকি লাটভিয়ান বিয়ে করে কেউ পাসপোর্ট নিতে চাইলে লাতভিয়ায় ১০ বছর থাকতে হবে এখন থেকে (২০১৫ এর এপ্রিল এর নতুন রুলস) তথ্য প্রজুক্তিতে ও এস্তনিয়ান ও লিথুয়ানিয়ানরা খুবই এগিয়ে আছে। লিথুয়ানিয়া পৃথিবীর প্রথম দেশ যেখানে সবচেয়ে বেশি পাবলিক WiFi Router স্থাপন করেছে ।২য় পজিশনে আছে এস্তনিয়া। অর্থাৎ এস্তনিয়া এবং লিথিয়ানিয়া সবচেয়ে বেশি পাবলিক ওয়াইফাই মিলে। আর সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম Skype এর জন্ম এস্তনিয়া তেই। স্টুডেন্ট হিসাবে বা জব পারমিট নিয়ে কেউ ৫ বছর কনটিনিউ থাকতে পারলে PR- পার্মানেন্ট রেসিডেন্স এর আবেদন করতে পারবেন। এস্তনিয়া ও লিথুনিয়ার অভিবাসন নীতি অনেকটা একই রকম।
কম খরচে থাকা খাওয়া ব্যবস্থার সুবিধা আছে। তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে টিউশন ফী অনেক কম ।
#এস্তনিয়ান নাগরিকত্ত নিতে চাইলে আপনাকে টোটাল ৮ বছর বৈধভাবে থাকতে হবে ।
#লিথুয়ানিয়ান নাগরিকত্ত নিতে চাইলে আপনাকে টোটাল ১০ বছর বৈধভাবে থাকতে হবে।
# পার্মানেন্ট রেসিডেন্স – PR আবেদন করতে চাইলে উভয় দেশে ৫ বছর বৈধভাবে থাকতে হবে + সাথে ওই দেশের ভাষা দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে।
অসুবিধা সমুহ – প্রথমত শীত প্রধান দেশ হওয়ায় জবের ক্ষেত্রে খুব জটিলতা পুহাতে হয়। হয়ত ভাষা না জানার কারনে প্রথম অবস্থায় জব পেতে খুবই ঝামেলায় পড়তে হয় , এমনকি প্রথম ৩/৪ মাস অনেক দৌড়া দৌড়ির পরে জবের সন্ধান পাওয়া যায়। আবার অনেকে অন্য কোন দেশে গিয়ে কাজ করে। অনেক লোক আছে যারা লিথুয়ানিয়ায় গিয়ে উন্নত দেশ যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক গিয়ে কাজ করেন। নতুন ছাত্রদের প্রথম ২ মাস অফিসিয়াল কোন কাজের অনুমতি থাকেনা লিথুয়ানিয়াতে। সেজন্য দুই মাসের টাকা হাতে নিয়ে আসতে হয়।
যারা ইউরোপে শুধু কোন ভাবে আসার উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করে তারা এই সকল দেশ কে বেছে নিতে পারেন। এই দেশ গুলো কে ইউরোপের Gateway হিসাবে ব্যবহার করা হচ্ছে। স্টুডেন্ট ভিসায় এত বেশি জটিলতা না থাকায় চাইলে যে কেউ নুন্যতম যোগ্যতা থাকলে ভিসা পেয়ে যেতে পারেন।
জার্মানি ফুল কন্ট্রাক্টে ভিসা করেন?পৌছানোর পর টাকা
ReplyDeleteনা। কেননা আপনার পক্ষ থেকে গ্যারান্টী কি যে আপনি জার্মানী যাবার পর টাকা দেবেন?
DeleteApnader office kutay
ReplyDeleteআমাদের অফিস গুলশানে।
DeleteSeptember intake e apnadr estoniar visa Success r document ghula jodi upload diten..
ReplyDeleteভিসা এখনও হয়নি। মোট ছাত্রসংখ্যা ৩৩ জন। সবাই দিল্লী যাবে আগামী মাসের শেষে। ভিসা হলে অবশ্যই তা পোস্ট করা হবে।
DeleteKon intake r jonno October e jabe ora,
ReplyDeleter Estonia te session koita hoi?
session to suru januray 9 2018 te ...
DeleteTHANKS SHAREAR AZAM FOR THE REPLY TO MESBA....
Deleteকেমন সিকিউরিটি চান,যে রকম চান দিবো,আমি জার্মানিতে যেতে চাই
ReplyDeleteএস্তোনিয়ান যেতে কাজের জন্য যেতে কি প্রসেস... আর টোটাল কত আসবে?
ReplyDeleteভর্তির জন্য জিপিএ ৪.০ এর উপর রেজাল্ট থাকতে হবে। মোট টাকা ৮ লাখ। ভিসার পর। দিল্লী থেকে ভিসা হবে। দিল্লী যাবার খরচ আপনার। দিল্লী যাবার আগে ৮ লাখ টাকা আমাদের সাথে জয়েন্ট এ্যাকাউন্টে রাখতে হবে। ভিসা গ্যারান্টী ৯৫%।
Deleteপর্তুগালের ওয়ার্কপারমিট করে দিতে পারবেন।
Deleteপর্তুগালের ওয়ার্কপারমিট করে দিতে পারবেন।
Deleteজ্বি অবশ্যই করে দেয়া যাবে। 01772369451 এ কল করুন।
Deleteএডমিন আমার সাদা পাসপোর্টে মালয়েশিয়ার ভিজিট ভিসা করে দেওয়া যাবে?
ReplyDeleteঅবশ্যই করা যাবে। কন্ট্রাক্টে করা যাবে। ৪০ হাজার টাকা পড়বে। ফোন করুন ০১৭৭২৩৬৯৪৫১
Deletework permit visai ki ostria jaoa jabe? koto tk. lagbe? ami ssc pass.visa ki bangladesh theke deoa hoy?
ReplyDeleteএই মূহুর্তে ওখানে আমাদের অফার নেই তবে পরিপূর্ন অফারের জন্য visa24bd.com সাইটটি দেখুন।
Deleteআমি নরওয়ে তে পরাশুনা করতে চাই সে জন্য কী করতে হবে।
ReplyDeleteএখন কি জার্মানি যাওয়া যাবে
ReplyDeleteপর্তুগালে ভিজিট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারবেন কি??? আর পারলে কোন ভিসার খরচ কেমন যানাবেন কি???
ReplyDeleteপতুর্গালের ভিজিট অথবা ওয়ার্ক ভিসা হলে জানাবেন 01917617593
Deleteমেডিকেলে আনফিট হলে ইউরোপের কোন দেশে যাওয়া যাবে একটু জানাবেন
ReplyDeleteআপনারা আপডেট করেন। আপনাদের যাবতীয় তথ্যাদি
ReplyDelete