শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451

Wednesday, February 17, 2016

ইউরোপে ঢোকার সহজ পথ এস্তোনিয়া

                                             নোটিশঃ 

এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসার ইউনিভার্সিটি ভর্তির জন্য  সর্বশেষ  সময় ১২/০৭/২০১৭।এস্তোনিয়ার প্রথম ব্যাচের শিক্ষার্থীগন অফিসে যোগাযোগ করুন। B ব্যাচ বাদে  A ও C ব্যচের শিক্ষার্থীগন ০৭/০৭/২০১৭ তারিখ অফিসে আসবেন স্কাইপি ইন্টারভিউ এর জন্য। সাথে অবশ্যই পাসপোর্ট আনবেন।
------------------------------------------------------------------------------------------
ইউরোপের খুব কম সংখ্যক দেশ আছে যে গুলোতে একেবারেই পড়াশুনা করতে কোন টাকা পয়সা লাগে না। নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি, অষ্ট্রিয়া এর মধ্যে অন্যতম। এই সব দেশে খরচ বলতে ডকুমেন্টস সেন্ড করা + ব্যাঙ্কে টাকা দেখানো এই বাবদ যা খরচ হয়। ব্যাঙ্কে যা দেখাতে হবে সেটা আপনার নিজের ই থাকবে। ফিনল্যান্ড এর এমব্যাসি বাংলাদেশে না থাকায় ইন্ডিয়া যেতে হবে রেসিডেন্স পারমিট এর আবেদনের জন্য। বাকি নরওয়ে, জার্মানি এর এমব্যাসি বাংলাদেশেই আছে। এর পরে আসি টিউশন ফী কম + ঝামেলা ছাড়া কোথায় ভিসা পাওয়া যাবে? আসলে অনেকের অনেক রকম টার্গেট থাকে। ইউরোপে সবাই যে পড়াশুনা করতে আসে তা না। অনেকে দেশে মাস্টার্স, ব্যাচেলর করা থাকে , অনেকে সেটেলমেন্ট এর প্লান নিয়ে ইউরোপে আসেন। যাদের টার্গেট ইউরোপে সেটেলমেন্ট তারা হাতে গুনা কয়েকটা দেশে পড়াশুনা শেষে সেট হতে পারবেন। অভিবাসন নীতির কড়াকড়ির ফলে অনেক ধনি-উন্নত দেশ গুলোতে সেটেল হওয়া যায় না। বাধ্য হয়ে পড়াশুনা শেষ করলেও একটা সময় স্থায়ী বসবাসের পথ খুজেন। বর্তমান সময়ের ইউরোপে বৈধ পথে আসতে পারলে পার্মানেন্ট রেসিডেন্স নেয়া যায় এমন কয়েকটি দেশের নাম হল পর্তুগাল, এস্তনিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া আর ইতালি। ইতালিতে এই প্রসেস অনেক আগে থেকে চলতেছে। যারা স্টুডেন্ট ভিসায় আছেন ইতালিতে চাইলে ৬ মাসের জব কন্ট্রাক্ট মেনেজ করে, চাইলে ওয়ার্ক পেরমিট এ পরিবর্তন করে নিতে পারবেন।

পোল্যান্ড আগের চেয়ে অনেক সহজতর করেছে বিদেশীদের ভিসা দেয়া। তবে এখানে কথা আছে ইন্ডিয়া তে যারা আবেদন করে তাদের রিফিউজ ও করে অনেক। বাংলাদেশের, ইন্ডিয়ার বাহিরে কেউ কোন দেশ থেকে আবেদন করেন তাহলে ভিসা সিউর হয়। আর ইউরোপের নতুন দেশ গুলোর মধ্যে সম্বাভাবনার দেশ বললে এস্তনিয়ার নাম নিতে হবে , লিথুয়ানিয়ার নাম নিতে হবে প্রথমে।

প্রথমত এস্তনিয়ার অর্থনৈতিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। জব মার্কেটের অবস্থা ও দিন দিন ভালর দিকে যাচ্ছে। অভিবাসন নীতি একটু সহজতর করায় অনেক বিদেশি এখন এস্তনিয়া বিজনেস স্থাপন করতে আগ্রহ দেখাচ্ছে। অপরদিকে লিথুয়ানিয়ার অবস্থাও সেইম। লিথুয়ানিয়া ও এস্তনিয়ায় স্টুডেন্টস থাকা অবস্থায় কেউ চাইলে বিজনেস পারমিট নিতে পারবে যদি ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট এ নির্দিষ্ট পরিমান টাকা দেখাতে পারে। ইনভেস্টর হিসাবে ৫ বছরের পারমিট পেতে পারে এস্তনিয়া তে যদি আপনি মিনিমাম ১৬ হাজার ইউরো তাদের দেশে ইনভেস্ট করেন। প্রতিবেশি দেশ লাতভিয়ার অবস্থা এবং আইন কানুন খুবই ই কড়া। এমনকি লাটভিয়ান বিয়ে করে কেউ পাসপোর্ট নিতে চাইলে লাতভিয়ায় ১০ বছর থাকতে হবে এখন থেকে (২০১৫ এর এপ্রিল এর নতুন রুলস) তথ্য প্রজুক্তিতে ও এস্তনিয়ান ও লিথুয়ানিয়ানরা খুবই এগিয়ে আছে। লিথুয়ানিয়া পৃথিবীর প্রথম দেশ যেখানে সবচেয়ে বেশি পাবলিক WiFi Router স্থাপন করেছে ।২য় পজিশনে আছে এস্তনিয়া। অর্থাৎ এস্তনিয়া এবং লিথিয়ানিয়া সবচেয়ে বেশি পাবলিক ওয়াইফাই মিলে। আর সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম Skype এর জন্ম এস্তনিয়া তেই। স্টুডেন্ট হিসাবে বা জব পারমিট নিয়ে কেউ ৫ বছর কনটিনিউ থাকতে পারলে PR- পার্মানেন্ট রেসিডেন্স এর আবেদন করতে পারবেন। এস্তনিয়া ও লিথুনিয়ার অভিবাসন নীতি অনেকটা একই রকম।

কম খরচে থাকা খাওয়া ব্যবস্থার সুবিধা আছে। তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে টিউশন ফী অনেক কম ।

‪#‎এস্তনিয়ান‬ নাগরিকত্ত নিতে চাইলে আপনাকে টোটাল ৮ বছর বৈধভাবে থাকতে হবে ।

‪#‎লিথুয়ানিয়ান‬ নাগরিকত্ত নিতে চাইলে আপনাকে টোটাল ১০ বছর বৈধভাবে থাকতে হবে।

# পার্মানেন্ট রেসিডেন্স – PR আবেদন করতে চাইলে উভয় দেশে ৫ বছর বৈধভাবে থাকতে হবে + সাথে ওই দেশের ভাষা দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে।

অসুবিধা সমুহ – প্রথমত শীত প্রধান দেশ হওয়ায় জবের ক্ষেত্রে খুব জটিলতা পুহাতে হয়। হয়ত ভাষা না জানার কারনে প্রথম অবস্থায় জব পেতে খুবই ঝামেলায় পড়তে হয় , এমনকি প্রথম ৩/৪ মাস অনেক দৌড়া দৌড়ির পরে জবের সন্ধান পাওয়া যায়। আবার অনেকে অন্য কোন দেশে গিয়ে কাজ করে। অনেক লোক আছে যারা লিথুয়ানিয়ায় গিয়ে উন্নত দেশ যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক গিয়ে কাজ করেন। নতুন ছাত্রদের প্রথম ২ মাস অফিসিয়াল কোন কাজের অনুমতি থাকেনা লিথুয়ানিয়াতে। সেজন্য দুই মাসের টাকা হাতে নিয়ে আসতে হয়।

যারা ইউরোপে শুধু কোন ভাবে আসার উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করে তারা এই সকল দেশ কে বেছে নিতে পারেন। এই দেশ গুলো কে ইউরোপের Gateway হিসাবে ব্যবহার করা হচ্ছে। স্টুডেন্ট ভিসায় এত বেশি জটিলতা না থাকায় চাইলে যে কেউ নুন্যতম যোগ্যতা থাকলে ভিসা পেয়ে যেতে পারেন।

25 comments:

  1. জার্মানি ফুল কন্ট্রাক্টে ভিসা করেন?পৌছানোর পর টাকা

    ReplyDelete
    Replies
    1. না। কেননা আপনার পক্ষ থেকে গ্যারান্টী কি যে আপনি জার্মানী যাবার পর টাকা দেবেন?

      Delete
  2. Replies
    1. আমাদের অফিস গুলশানে।

      Delete
  3. September intake e apnadr estoniar visa Success r document ghula jodi upload diten..

    ReplyDelete
    Replies
    1. ভিসা এখনও হয়নি। মোট ছাত্রসংখ্যা ৩৩ জন। সবাই দিল্লী যাবে আগামী মাসের শেষে। ভিসা হলে অবশ্যই তা পোস্ট করা হবে।

      Delete
  4. Kon intake r jonno October e jabe ora,
    r Estonia te session koita hoi?

    ReplyDelete
  5. কেমন সিকিউরিটি চান,যে রকম চান দিবো,আমি জার্মানিতে যেতে চাই

    ReplyDelete
  6. এস্তোনিয়ান যেতে কাজের জন্য যেতে কি প্রসেস... আর টোটাল কত আসবে?

    ReplyDelete
    Replies
    1. ভর্তির জন্য জিপিএ ৪.০ এর উপর রেজাল্ট থাকতে হবে। মোট টাকা ৮ লাখ। ভিসার পর। দিল্লী থেকে ভিসা হবে। দিল্লী যাবার খরচ আপনার। দিল্লী যাবার আগে ৮ লাখ টাকা আমাদের সাথে জয়েন্ট এ্যাকাউন্টে রাখতে হবে। ভিসা গ্যারান্টী ৯৫%।

      Delete
    2. পর্তুগালের ওয়ার্কপারমিট করে দিতে পারবেন।

      Delete
    3. পর্তুগালের ওয়ার্কপারমিট করে দিতে পারবেন।

      Delete
    4. জ্বি অবশ্যই করে দেয়া যাবে। 01772369451 এ কল করুন।

      Delete
  7. এডমিন আমার সাদা পাসপোর্টে মালয়েশিয়ার ভিজিট ভিসা করে দেওয়া যাবে?

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই করা যাবে। কন্ট্রাক্টে করা যাবে। ৪০ হাজার টাকা পড়বে। ফোন করুন ০১৭৭২৩৬৯৪৫১

      Delete
  8. work permit visai ki ostria jaoa jabe? koto tk. lagbe? ami ssc pass.visa ki bangladesh theke deoa hoy?

    ReplyDelete
    Replies
    1. এই মূহুর্তে ওখানে আমাদের অফার নেই তবে পরিপূর্ন অফারের জন্য visa24bd.com সাইটটি দেখুন।

      Delete
  9. আমি নরওয়ে তে পরাশুনা করতে চাই সে জন্য কী করতে হবে।

    ReplyDelete
  10. এখন কি জার্মানি যাওয়া যাবে

    ReplyDelete
  11. পর্তুগালে ভিজিট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারবেন কি??? আর পারলে কোন ভিসার খরচ কেমন যানাবেন কি???

    ReplyDelete
    Replies
    1. পতুর্গালের ভিজিট অথবা ওয়ার্ক ভিসা হলে জানাবেন 01917617593

      Delete
  12. মেডিকেলে আনফিট হলে ইউরোপের কোন দেশে যাওয়া যাবে একটু জানাবেন

    ReplyDelete
  13. আপনারা আপডেট করেন। আপনাদের যাবতীয় তথ্যাদি


    ReplyDelete

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts