আপনারা জানেন যে পোল্যান্ড ও পর্তুগাল ইউরোপের মধ্যে দুটি দেশ যে দুটি দেশে অবৈধভাবে বহু মানুষ ছিল তারা বর্তমানে স্থায়ীভাবে কাগজপত্র পেয়ে গেছেন। পোল্যান্ড কৃষিনির্ভর উন্নত দেশ। বেশীরভাগই জব ভিসা পাওয়া যায় কৃষিতে। সেখানে জব ভিসার মেয়াদ শেষ হলে, ভিসাটি ৫ বছর পর্যন্ত রিনিউ করার সুজোগ ছিল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে পোল্যান্ড-এ আপনার নিজের ব্যবসা শুরু করতে পারতেন, বা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো এবং পরিশেষে পোল্যান্ডে স্থায়ী বাসকারী হওয়ার সুযোগ পেতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা দেখেছি 2017 সালের শেষের দিক থেকে এই ভিসার হার দ্রুত কমতে থাকে এবং এক পর্যায়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন যারা পোল্যান্ডে কোন এজেন্টের মাধ্যমে আবেদন করছেন তারা দীর্ঘ সময়-ভোগান্তির শিকার হবেন এবং শেষ পর্যন্ত কোন ওয়ার্ক পারমিট পাবেন না। আমাদের কাছে বহু ভিসা প্রার্থী ফোন দিয়ে কেবল পোল্যান্ড যাবার ইচ্ছা পোষন করেন। আমরা তাদের সাথে সমইচ্ছা পোষন করিনা। আমরা তাদের আপডেটেড তথ্য প্রদানের চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশতঃ তারা কোন কোন এজেন্টের কথা বিশ্বাস করে পোল্যান্ডের জন্য ফাইল জমা দিচ্ছে। দেখা যাবে ছয় মাস পর তারা ফাইলটি ফেরৎ পাবে কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে কিছু মূল্যবান সময়। তাদেরকে আবারও নতুন কোন দেশের জন্য আবেদন করতে হবে।
তাই এখন আর পোল্যান্ডের জন্য কারো কাছেই ফাইল জমা দেবেন না। আমাদের কাছেও visas4u এর জন্য অনেক ফাইল জমা ছিল যেগুলো আমরা পোল্যান্ডের জন্য প্রসেসিং শুরু করেছিলাম। কিন্তু নভেম্বরের শেষ দিকে আমরা বুঝতে পেরেছিলাম পোল্যান্ডে কোন একটা সমস্যা হচ্ছে। আমরা দ্রুত ফাইলগুলোকে চেক রিপাবলিকের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম যাতে এই ভিসা প্রার্থীদের সময় নষ্ট না হয় এবং তারা যাতে ইউরোপের সেনজেনভুক্ত অন্য কোন দেশে দ্রুত চলে যেতে পারে জব ভিসাতে। পোল্যান্ডে না যাওয়া হোক চেক রিপাবলিক শিল্পোন্নত প্রতিবেশী দেশ। সেখানে জীবনযাত্রা পোল্যান্ডের চেয়েও আরও ভালো। তাই প্রসেসিং চলমান প্রার্থীগন কোন আপত্তি করেন নি আমাদের কাছে। যদিও চেক রিপাবলিকের ক্ষেত্রে একটু বেশী সময় নিয়ে থাকে দিল্লীর এ্যামবাসিতে, তারপরও পোল্যান্ডের অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে চেক অনেকখানি উন্নত জীবনযাত্রার সহায়ক হওয়ায় আমরা মনে করি চেক রিপাবলিক পোল্যান্ডের চেয়ে বহুগুনে ভালো ও নিশ্চিত ভবিষ্যত গড়ার জন্য উপযোগী।
তাই নতুন করে কারো কাছে পোল্যান্ডের জন্য ফাইল জমা দেবেন না। এমনও হতে পারে যে 2018 এর এপ্রিল বা মে মাসেই আবার নতুন করে পোল্যান্ডের যাত্রা শুরু হলো। সেক্ষেত্রে আমরাই প্রথম আপনাকে জানাবো এই কথা। এখনও পর্যন্ত পোল্যান্ড অনিশ্চিত ও অন্ধকার। অনেক এজেন্ট আমাদের এই কথার প্রতিবাদ করতে পারেন। তাদেরকে আমরা বলবো যে আমরা নিশ্চিত হয়েই তবে এই পোস্টটি লিখেছি। দিল্লী থেকে নির্ভরযোগ্য ভারতীয় তথ্যের ভিত্তিতেই আমরা এই রিপোর্টটি তৈরী করেছি। আপনি নিশ্চিত থাকুন গলায় কাঁটা বিঁধে থাকার মতো পোল্যান্ডে বা এ্যামবাসিতে ফাইলটি ঝুলে থাকবে। অতঃপর রিফিউজ হবে।শুধু শুধু ফাইল নেবেন না। সত্য কথা বলে সঠিক পথের সন্ধান দিন মানুষকে। মানুষ কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞতার মূল্য ব্যবসায়িক মূল্যের চেয়ে অনেক বেশী।
0 Reviews:
Post a Comment