ভিসা পেয়ে চেক রিপাবলিকে চলে গেছেন আরমান হোসেন (ফেসবুকে পাওয়া তাদের ছবি।)। |
আমরা গত বছর কোন এক পোস্টে লিখেছিলাম যে, ইউরোপে ঢোকার রাস্তা হলো এস্তোনিয়া। কিন্তু বর্তমানে এস্তোনিয়া হার্ডলাইনে চলে যাওয়ায় বাংলাদেশীদের জন্য ইউরোপে যাবার পথ রুদ্ধ হয়ে যায়। তখন আরও কয়েকটি দেশ একই সাথে খুলে যায়। তা হলো স্পেন ও গ্রীস। তারপর স্পেন ও গ্রীস একই সাথে বন্ধ হয়ে যায়। আবারও খুলে যায় কয়েকটি দেশের ভিসা পাবার পথ। তারমধ্যে অন্যতম হলো চেক রিপাবলিক। আমাদের অনেক ব্লগ পাঠক মনোযোগ দিয়ে আমাদের পূর্বের পোস্টগুলি পড়েন কিন্তু নতুন পোস্ট পড়েন না। ভিসা সংক্রান্ত আপডেটেড তথ্যের জন্য আমাদের উপরের পোস্টগুলো পড়ুন। চেক রিপাবলিক বর্তমানে ইউরোপে ঢোকার পথ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যদিও দেশের বেশীরভাগ মানুষই এই দেশের নাম জানেন না, তারপরও বলতে হয় যে ইউরোপের মধ্যে বেশ ভালো একটা দেশ বলতে চেক রিপাবলিকই রয়েছে যেখানে খুব অল্প সময়ের ভেতর আপনি পিআর পাবেন। এবং পনেরো দিনের ভেতর টিআরপি পাবেন। মানচিত্রে দেখুন, পোল্যান্ডের পাশের দেশ চেক রিপাবলিক। এখানে ঢুকলে আপনি সেনজেনভুক্ত যে কোন ২৮টি দেশে চলে যেতে পারবেন। তাছাড়া চেকে থাকলেও আপনি খুব অল্প সময়ের ভেতর পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। আপনার জব ভিসা পাবার তিন মাসের ভেতর আপনার পরিবার নিয়ে চলে যেতে পারবেন ইউরোপে। তাছাড়া, ইউরোপিয়ান আইন অনুসারে আপনার স্ত্রী বা স্বামী সেখানে চাকরি পাবে ও সন্তান পড়াশোনা করতে পারবে।এই ধরনের সুজোগ কোন সেনজেন দেশে নেই তাই আপনাকে যদি ইউরোপে ঢোকার উপদেশ আমরা দেই তবে সেনজেন দেশ হিসাবে চেক রিপাবলিকেই ঢোকার উপদেশ দেব। নিচে ডিসেম্বর মাসে হওয়া আমাদের চেক রিপাবলিকের কিছু ভিসা দেয়া হলো।
চেক রিপাবলিকের সম্পুর্ন অফার সম্পর্কে জানতে আমাদের ভিসা পোর্টাল www.visa24bd.com ভিজিট করুন ও আপনার রিজিউম আপ করুন।
0 Reviews:
Post a Comment