Visas4u এর মেম্বার, এজেন্ট, ক্যান্ডিডেট, ইউজার, শুভাকাঙ্খী সকলের অনেক দিনের দাবী ছিল একটি মূল ওয়েব সাইটের যেখানে সবাই এক হতে পারে বা যেখান থেকে সবাই ইচ্ছে মতো ভিসা বেছে নিয়ে আবেদন করতে পারে। কিন্তু Visas4u এর পরিচালকদের আপত্তি ছিল এতে। তাঁর চাইতেন না প্রথমেই কোন ওয়েব সাইট হোক। এজন্য গত তিন বছর ধরে আমরা পরীক্ষামূলকভাবে Visas4u কে চালিয়েছি। গত তিন বছর ধরেই অসংখ্য গুনগ্রাহী সৃষ্টি হয়েছে আমাদের। প্রচুর ক্যান্ডিডেটকে বিদেশে পাঠানো হয়েছে। ভিসা ক্লাব গঠন করা হয়েছে। সেখানেও সাফল্য পেয়েছি আমরা। প্রায় এক হাজার সদস্য পেয়েছি এই ক্লাবের যারা নিয়মিত আমাদের সাইট ভিজিট করছেন। জানুয়ারী ২০১৮ থেকে চালু হলো আমাদের মূল ওয়েব সাইট ভিসা২৪বিডিডটকম যেখানে এখন থেকে আমাদের সকল ভিসা ও ভিসা সংক্রান্ত তথ্যাবলী সংযোজিত হচ্ছে। আমরা Visas4u এ যেমন আপনাদের সেবা দিয়ে এসেছি তারচেয়েও বেশী সেবা দিতে পারবো আমাদের মূল ওয়েব সাইটে ইনশাল্লাহ। VISA24BD.COM এ ভিজিট করুন। সেখানে বহু ভিসার খোঁজ পাবেন আপনি। সেখান থেকে যে কোন ভিসা বেছে নিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আমাদের ভেরিফায়েড এজেন্ট দিয়ে কাজ করালে আপনার কাজ সঠিকভাবে হবে এবং আপনি সঠিক মূল্য পাবেন।আমরা দু’টি জিনিষ বলতে চাই আমাদের ব্যপারে। ১। আমরা প্রকৃতভাবে বাঙালী, তাই আমাদের ওয়েব সাইট চলবে বাংলায়। বাংলায় বলতে পারলে লিখতে পারলে আমাদের মন ভরে যায়। কারো উপকার করতে পারলে, কাউকে খাওয়াতে পারলে আমাদের মন ভরে যায়। প্রকৃতির সবুজ রং, মেঠো রং, উদাসী বাতাস, স্বপ্নদুপুরে ঘুঘুর ডাক আমাদের মন উতলা করে তোলে। তাই বাংলা আর বাঙালী চেতনা আমাদের শক্তি। ২। আমরা বিশ্বাস করি প্রচারে প্রসার নয়, কর্মেই প্রসার। আমাদের মাধ্যমে যখন একজন বিদেশে পাড়ি জমান তখন তিনি আরেকজনকে আমাদের কথা বলে যান। তিনি আমাদের ফোন দিয়ে রেফারেন্স দেন। এভাবেই আমরা এক রুমের অফিস থেকে উঠে এসেছি অনেক উঁচুতে। বাংলাদেশে মানুষের পকেটের অবস্থার কথা চিন্তা করলে চাউলের কেজি হওয়া উচিৎ ছিল পাঁচ টাকা, বিদ্যুতের ইউনিট হওয়া উচিৎ ছিল এক টাকা। আর অপারেটরদের ফোনের মিনিট হওয়া উচিৎ ছিল ২ পয়সা। তাহলে বাঙালী ভালোই চলতে পারতো।
আমরা আমাদের এজেন্টদের সাথে বার বার বসেছি। বলেছি তাদের আপনার ভিসার রেট কমান। সবাই দেশ থেকে বিদেশে চলে যাক।দেশে রেমিটেন্স আসুক। আসলে একটা ভিসা অনেক হাত ঘুরে ঘুরে ক্যান্ডিডেটের কাছে আসে তাই ভিসার রেট থাকে বেশী। ফার্স্ট হ্যান্ড থেকে ভিসা আসেনা বললেই চলে। আবার অনেক সময় বেশী এজেন্ট একটা দেশ নিয়ে কাজ করলে রেট নামতে থাকে নিচের দিকে।
সে যাই হোক, আমরা VISA24BD.COM এ চেষ্টা করেছি ভিসার রেটকে সর্বনিম্ন পর্যায়ে রাখতে। এজেন্টের দেয়া রেটটাই হুবহু তুলে দিয়েছি সাইটে কেননা আমরা আমরা যদি ভিসার রেটের সাথে আমাদের প্রফিট যোগ করি তাহলে ভিসার দাম মার্কেটের দামের চেয়ে বেড়ে যাবে। তাই আমরা সব ভিসার সাথে কেবল মেম্বারদের কাছ থেকে ভিসার আগে ৩০০ টাকা মেম্বারশিপ ফি হিসাবে ও ভিসার পর ১০০০ টাকা নিয়ে থাকি। এটা না নিলে আমাদের প্রাতিষ্ঠানিক মূল্য থাকেনা তাছাড়া আমাদের অফিস খরচ ও অন্যান্য ফি মেটানো দুঃসাধ্য হয়ে ওঠে।
0 Reviews:
Post a Comment