স্লোভাকিয়া মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। স্লোভাকিয়ার উত্তর-পশ্চিমে চেক প্রজাতন্ত্র, উত্তরে পোল্যান্ড, পূর্বে ইউক্রেন, দক্ষিণে হাঙ্গেরি এবং দক্ষিণ-পশ্চিমে অস্ট্রিয়া। ১৯১৮ সাল পর্যন্ত স্লোভাকিয়া হাঙ্গেরির অংশ ছিল। ১৯৪৫ সালে এটি চেকোস্লোভাকিয়ার সাথে মিলিত হয়। ১৯৯৩ সালে দেশটি চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় বিভক্ত হয়ে যায়।বেশীরভাগ বাংলাদেশীর কাছে এই দেশটি অচেনা কারন খুব কম মানুষই এই দেশে যেতে পারে। গত পাঁচ বছরে স্লোভাকিয়ার ভিসা দেয়া হয়নি বললেই চলে। এবং খুব কম এজেন্ট এদেশ থেকে এই দেশের ভিসার কাজ করেছে। অনেকে এই কথাটা জানেওনা যে, শ্লোভাকিয়া সেনজেনভুক্ত একটি দেশ, এবং এই দেশে গেলে আপনি জার্মানী, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, নরওয়ে, ইটালী সহ যেকোন ২৮টি দেশে চলে যেতে পারবেন। আপনি মানচিত্রে তাকান, দেখবেন ভালো ভালো বড় বড় কিছু দেশ শ্লোভাকিয়াকে ঘিরে রেখেছে। আপনি চাইলেই যে কোন এক দেশে চলে যেতে পারবেন। তবে বর্তমানে স্লোভাকিয়াতে আমরা জব ভিসার কাজ করছি। এর আগে পোল্যান্ডের, চেক রিপাবলিকের যে ধরনের জব ভিসার কাজ করেছি এবং এবং করছি তেমনই জব ভিসা করছি স্লোভাকিয়াতেও। আপনি চাইলে আমাদের এজেন্টদের মাধ্যমে এই দেশের জব ভিসার প্রসেসিং এর কাজ করতে পারবেন যদি আমাদের প্রসেসিং সিস্টেমের সাথে আপনার মতামত মিলে যায়। নিচে স্লোভাকিয়ার জব ভিসা ও প্রসেসিং এর সিস্টেম সম্পর্কে বিশদ বর্ননা করা হলোঃ
ভিসা পিরিয়ডঃ ১ বছর ও পরে ২০ বছর পর্যন্ত পুননবায়নযোগ্য
প্রয়োজনীয় কাগজপত্র সমূহ: পাসপোর্ট অরিজিনাল কপি, ছবি পাসপোর্ট সাইজ ৬ কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, এ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড (যদি থাকে)। নিজের ও বাবার ভোটার কার্ডের অরিজিনাল কপি।
কাগজপত্র দেবার সময় আমাদের সাথে চুক্তিপত্র করতে হবে। চুক্তিপত্র করার সময় ৩০,০০০ টাকা প্রদান করতে হবে। এজেন্ট কেবল আপনার ওয়ার্কপারমিট এর কাজ করবেন, ব্যাংক স্টেটমেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভিসার জন্য যা যা করার দরকার তা করবেন। আপনার দায়িত্ব হলো আপনার নিজের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আমাদের জমা দেবেন। ৩০,০০০ টাকা প্রদান করবেন। ও নিজের খরচে দিল্লী যাবেন ও থাকবেন। ভিসা পাবার পর বাংলাদেশে এসে সমস্ত টাকা পরিশোধ করবেন। যদি ভিসা না হয় তবে আপনি ৩০,০০০ টাকা ফেরৎ পাবেন না কারন এই অর্থ ইন্সুরেন্স, ভিসা ফি ও অন্যান্য কাজে খরচ হয়ে যাবে।
আমাদের কাজের সিস্টেম আপনার পছন্দ হলে ভিসার জন্য কাজ শুরু করতে পারেন। এবং আপনি ৯৯% নিশ্চিত থাকুন যে ভিসা আপনার হবেই। ফোন দিন 01772369451 এ
ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।
আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন
Communication
-----------আমাদের সম্পর্কে----------
আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।
কানাডা স্কুলিং ভিসা
CROATIA JOB VISA
আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)
মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)
এই ব্লগের পোস্ট সার্চ করুন
এই পেজটি দেখা হয়েছে সর্বমোট
-----------------------------------------------
আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার
বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা।
কয়েকটি কারনে এ ভিসা অনন্য।
১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে।
২ নিশ্চিত ভিসা।
৩। কম সময়ে ভিসা।
৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে।
৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে
৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা
আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার
বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা
কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়।
১। উন্নত দেশ।
২। ফুলটাইম জব করা যায়।
৩। ভিসা পেতে ঝামেলা নেই।
৪। ফুল কন্ট্রাক্ট ভিসা।
৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই।
৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।
স্লোভাকিয়া যেতে কত টাকা লাগবে?
ReplyDelete11 Lac Taka
DeleteSlovakia te ki ei pozonto kono visa hoise?
ReplyDelete