কথাটা শুনে নাক সিঁটকাবেন না । ফেলেও দেবেন না কথাটা। কারন বর্তমানে এমন একটা দেশ বাংলাদেশ থেকে জনশক্তি আমদানী করতে চাচ্ছে যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চীন। চীন বা চায়না বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার ধরতে যাচ্ছে। কারন তারা দেখছে বাংলাদেশের মানুষ যে ধরনের পরিশ্রমী তা প্রায় চিনা জনগনের সমান। এবং তাদের চাহিদাও বেশী নয়। একজন চীনা দিনে প্রায় নয় ঘন্টা পরিশ্রম করেন। বাংলাদেশের একজন কর্মীর জন্য এটা কোন ব্যপার নয়। বাংলাদেশের একজন কর্মী দিনে প্রায় ৮-৯ ঘন্টা কাজ করতে পারেন। এসকল দিক বিবেচনায় এনে চীন বাংলাদেশের কর্মীদের দিকে নজর দেয় এবং চীনা বৈদেশীক নীতিতে জেড ক্যাটাগরি (Z Catagory) ভিসা প্রবর্তন করে। বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির ভিসা দেয়া হচ্ছে। তবে কিছু শর্ত প্রযোজ্য। এসব শর্ত মেনে আপনাকে আবেদন করতে হবে।
১। যারা বাংলাদেশ থেকে চায়নাতে জব ভিসাতে যেতে চান তাদের অবশ্যই গ্রাজুয়েট হতে হবে।
২। ন্যুনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। গ্রাজুয়েশন সনদপত্র মন্ত্রনালয় কতৃক সত্যায়িত হতে হবে।
বাংলাদেশে প্রচুর কর্মী থাকার পরও কেবল মাত্র এই তিনটি শর্ত দেয়ার কারনে বাংলাদেশ পিছিয়ে পড়বে জনশক্তি রপ্তানী থেকে। বাংলাদেশ থেকে যেসব কর্মী বিদেশে চাকরি ভিসা নিতে চান তারা বেশীরভাগই অল্প শিক্ষিত এবং তাদের গ্রাজুয়েশন নেই।
চীনা সরকার এই বিষয়টি শিথিল করবে না। তাই এখন পর্যন্ত যারা কেবল গ্রাজুয়েশন শেষ করেছেন ২০১৭ সালের আগে কেবল তারাই আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে। বেতন হিসাবে প্রাথমিক একটা ধারনা দেয়া যেতে পারে। আপাতত প্রায় বেশীরভাগ চীনা ফ্যাকটরিগুলোতে ৪৫০-৫০০ আমেরিকান ডলার দেবার নিয়ম রয়েছে যা বাংলাদেশী টাকায় প্রায় ৪০,০০০ টাকার সমান। এরপর ওভারটাইম কাজ করে আরও ১০,০০০ টাকা আয় করা সম্ভব। এছাড়া চীনা কোম্পানীগুলো তাদের থাকার জন্য ডরমেটরি ও খাবার সংস্থান করে দিচ্ছে, ফলে বাংলাদেশের একজন কর্মী সর্বোচ্চ সুবিধা পাচ্ছে।
এই চাকরি ২ বছরের কন্ট্রাক্টে হবে। এরপর আপনি ইচ্ছে করলে তা বাড়াতে পারবেন ২০ বছর পর্যন্ত। ২ বছর মেয়াদ শেষ হবার পর কোম্পানী আপনাকে দেশে আসার জন্য রিটার্ন এয়ার টিকিট দেবে। তবে এর মধ্যে দেশে আসতে হলে আপনাকে নিজের খরচে আসতে হবে।
VISA24BD.COM এর মাধ্যমে চীনা জব ভিসার জন্য আবেদন করতে চাইলে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে যান এবং এ্যাপয়েন্টমেন্ট নিন। অথবা আপনার সিভিটি আমাদের পাঠান এই ইমেইলে admin@visa24bd.com
0 Reviews:
Post a Comment