স্টুডেন্ট ভিসায় গেলে ইউরোপের কোন দেশে যাবেন?
আমি জার্মানীর কথা বলছিনা কারন সেখানে গেলে আপনার IELTS এ ৬.০ লাগবে। তারপর প্রায় ৮ লাখ টাকা ভিসা পাবার আগেই ব্লক এ্যাকাউন্ট করতে হবে। কোথায় যাবেন? ইউরোপের যে কোন দেশেই এখন IELTS চাইছে। আর IELTS নেই মানে হলো আপনার মিডল ইউরোপের দেশগুলোতে যাওয়া বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া এখন ক্রোয়েশিয়া স্টুডেন্ট ভিসা, রোমানিয়া, হাঙেরি ভিসা বেশ স্লো। কেউ বলতে পারছেনা কখন এসব দেশের ভিসা ওপেন হবে। এমনকি সার্বিয়া বন্ধ, মাল্টাও বন্ধ। এই পরিস্থিতিতে আপনি যদি ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে কোন দেশ ভালো হবে যেদেশ থেকে আপনি ইউরোপের অন্যান্য দেশে ঢুকতে পারবেন? অনেকেই আমাদের এই প্রশ্ন করছেন বিশেষত যারা এই বছর বা গত বছর ইন্টার পাশ করেছেন এবং যাদের IELTS নেই। তাদের জন্য এই রিপোর্টটি লেখা হলো।
যাদের IELTS নেই ও যারা ইউরোপে ঢুকতে চান তাদের সবচেয়ে উপযোগী অফার হলোঃ
কসোভো স্টুডেন্ট ভিসা। কারন কসোভো হলো সেই সকল দেশের অন্যতম যেখানে ইউরো চলে এবং নিজস্ব অর্থ চলে। কসোভো হলো সার্বিয়ার বুকের ভেতর থাকা একটি দেশ যেখান থেকে খুব সহজেই আপনি সার্বিয়া চলে যেতে পারছেন। সার্বিয়া ঢোকা আর রোমানিয়া ঢোকা কোন ব্যপারই নয়। অনেকেই রোমানিয়া যেতে চান কাজের ভিসায়। তাদের জন্য কসোভো বেশ উপকারী। আপনি যদি বুলগেরিয়া যেতে চান তবে এখান থেকে তাও সম্ভব, কারন সার্বিয়ার সাথেই রয়েছে বুলগেরিয়া। আরেকটি বিষয় বলে রাখি বুলগেরিয়ার সাথে সেঁটে আছে গ্রীস। সে যাই হোক এবার আসুন টাকা পয়সা খরচের হিসাবে। আমরা জেনুইনভাবে কসোভোর ভিসা করানোর জন্য বিমানভাড়া ও টিউশন ফি সহ নিচ্ছি ৮ লক্ষ টাকা। আর সবচেয়ে বড়ো ব্যপার যে কসোভো ভিসার জন্য আপনাকে এ্যামবাসি ফেস করতে হবেনা এবং ভিসাও ১০০% নিশ্চিত। কসোভো ভিসার জন্য ঢাকা থেকে ডক্যুমেন্ট পাঠিয়ে এ্যামবাসি কতৃক ভিসা করানোর সুজোগ আছে বলে আপনি বাড়িতে বসে ভিসা নিতে পারছেন। আর যেদিন থেকে কাজ শুরু করলেন সেদিন থেকেই আপনার ট্রাভেল ব্যাগ গুছিয়ে রাখতে পারেন ও সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাখতে পারেন। কারন কখনই আপনার ভিসা রিফিউজ হবেনা। আমাদের কাছে নিশ্চয়তা বিষয়টি বেশ জটিল ও কঠিন একটি বিষয়। আর আমরা নিশ্চয়তা তখনই দিতে পারি যখন আমাদের কাছে ট্র্যাক রেকর্ড থাকে। কসোভো গেলে আপনি যদি পড়তে চান তবে আপনার জন্য তো টিউশন ফি প্রদান করাই আছে। এমনকি এই টাকার মধ্যে আপনার কিছুদিনের বাসস্থানের ব্যবস্থাও করা আছে। আপনি যদি পড়তে না চান তবে কোন সমস্যা নেই। আপনি কাজ করতে পারবেন। কাজ করে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন। তাছাড়া যদি চেক রিপাবলিক, জার্মানী, ফ্রান্স চলে যান তবে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করার সুজোগ পাবেন। আর কিভাবে যাবেন? বহু মিডিয়া আছে যারা আপনাকে এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। প্রথম কথা হলো আপনাকে কসোভো ঢুকতে হবে। আর আমরা আপনার জন্য নিরাপদে কসোভো স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে দিতে সক্ষম।
আমাকে কল দিন আমি ছাত্র ভিসা বিষয়ে বিস্তারিত জানতে চাই।খুব দ্রুত ইউরোপীয় কোন দেশে পারি দিতে চাই।
ReplyDeleteআমি HSC করেছি ২০১৪ সালে তারপর অনার্স মাঝপথে এসে আর করতে পারিনি এখন কি আমি স্টুডেন্ট ভিসা পাবো?
ReplyDelete