এই পরিবর্তনশীল পৃথিবীতে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিষের সবচেয়ে বড়ো বিষয়টি হলো টাকা। আর এই বাংলাদেশের মানুষ টাকা উপায়ের কথা চিন্তা করলেই যেতে চায় ইউরোপে। ইউরোপ যদিও এখনও সম্ভাবনার দ্বার বলা যায়, তারপরও ভিসা কিন্তু উন্মুক্ত নয়। ভিসার জন্য যেতে হয় দিল্লী বা অন্য কোন দেশে। বেশ কিছুদিন অবস্থান করলে টাকাও যায়। এই দিক দিয়ে চিনা জব ভিসা বেশ ভালো বলা যায়। বর্তমানে চিন কর্মী সংস্থানের দিক থেকে বাংলাদেশের দিকে এগুচ্ছে। চিনা কোম্পানীর মালিকরা এদেশে ডেলিগেট হিসাবে আসছেন। তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। বহু এজেন্সিও তাদের আগ্রহে সাড়া দিয়ে আয়োজন করছেন ইন্টারভিউয়ের। হিসাবে যে খরচ হয় চিনে যেতে সেই তুলনায় বেতন বেশ ভালো। আমাদের জানা মতে গত জানুয়ারী মাসে ঢাকার একটি ফার্ম চিনেতে চাকরির জন্য নিয়েছে ত্রিশ জন কর্মী যারা বেশ ভালোই আছেন সেখানে। বেতন প্রায় চল্লিশ হাজারের মতো। থাকা ও খাওয়া কোম্পানী দিচ্ছে। এখানে বিপুল গবেষনারও কিছু নেই। চিন্তারও প্রয়োজন নেই। আপনি একটা বিষয় ভাবলেই বেরিয়ে আসবে সত্য। বেকারত্বের দিকে বাংলাদেশ এগিয়ে। শিক্ষা যে হারে বেড়েছে সেই হারে চাকরি বা কর্মসংস্থান বাড়েনি এদেশে। অনেক শিক্ষিত বেকার যুবক আছেন যারা চাকরির আশায় তিন চার বা পাঁচ লাখ টাকা ঘুষ পর্যন্ত নিয়ে বসে আছেন। তারপরও চাকরি হয়না।তাহলে চাকরি যদি চিনে হয় এবং আপনি চল্লিশ হাজার টাকা বেতন পান এবং আপনার থাকা ও খাওয়া যদি নিশ্চিত হয় তবে তিন লাখ টাকা খরচ করে কেন আপনি সেখানে চাকরি করতে যাবেন না? চিনে সুবিধা হলো সেখানে কাজ ও অভিজ্ঞতার দাম দেয়া হয়। আপনি যখন কাজ শিখে যাবেন এবং তাদের ভাষা শিখে যাবেন তখন আপনার প্রমোশন কেউ ঠেকাতে পারবেনা। চিনারা উন্নয়নশীল মেধাবী জাতি। এরা মেধার মুল্যায়ন করে। অফিস বা ফ্যাকটরির পরিবেশ খুবই উন্নতমানের। চিনাদের ব্যবহার খুবই ভালো। কোম্পানীর বড়কর্তারা সাধারনত কর্মীদের সাথে খুব আন্তরিকভাবে কথাবার্তা বলেন।
আপনি যদি চিনে কাজে আগ্রহী থাকেন তবে প্রথম কথা হলো আপনাকে শিক্ষিত ও ভদ্র হতে হবে।আপনার ন্যুনতম শিক্ষা হতে হবে ব্যাচেলর। আপনাকে ডেলিগেটের ইন্টারভিউতে কথা বলে টিকতে হবে।সেইজন্য ইংরেজীতে মোটামুটি জ্ঞানের প্রয়োজন। ইন্টারভিউতে টিকলে আপনার শিক্ষাসনদ শিক্ষা মন্ত্রনালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয় কতৃক সত্যায়িত করতে হবে। অতঃপর ভিসা প্রসেসিং এর কাজে অগ্রসর হতে হবে।
চিনা জব ভিসার জন্য আমাদের সাথে কথা বলুন এই নাম্বারে 01772369451
0 Reviews:
Post a Comment