কানাড স্টুডেন্ট ভিসা এখন জমজমাট ব্যবসা। চারপাশে তাকালেই দেখতে পাবেন অসংখ্য প্ল্যাকার্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন-মাত্র ৫ লাখ টাকায় কানাডা ভিসা। আপনার মোবাইলেও হয়ত মেসেজ পাচ্ছেন এমন। আপনার ইমেইলেও আসছে এমন স্প্যাম মেইল। সমস্যা হলো যে কোনদিন কানাডার নামটাও শোনেনি বা জানেওনা এর পাশে কোন দেশ আছে সেও এখন কানাডার ভিসা প্রসেসিং করে। শুধু যে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ তাও নয়। এর খবর পাওয়া যাচ্ছে চট্টগ্রামে, পাওয়া যাচ্ছে সিলেটে, পাওয়া যাচ্ছে রাজশাহীতেও। আসলে ব্যপারটা কি? আসলে ব্যপারটা ঠগবাজী। আপনারা জানেন যে একসময় আমরা মাত্র দুই লাখ টাকায় কানাডা স্টুডেন্ট ভিসার জন্য অফার দিয়েছিলাম। প্রচুর ক্লায়েন্টও পেয়েছিলাম। কয়েকজনের ভিসা হবার পর দেখলাম আসল সমস্যা মাথাচাঁড়া দিয়ে উঠেছে। এদেরকে আগে টিউশন ফির কথা বলা হয়নি। এরা টিউশন ফি না দিয়েই যেতে চাচ্ছে। জাস্ট কানাডা ঢুকলেই হলো। কিন্তু তারা জানেও না যে ভাগ্য খারাপ হলে কানাডার এয়ারপোর্ট থেকেই ফিরে আসতে হবে তাদেরকে। তাই যখন বলা হলো এই দুই লাখের সাথে তাদেরকে আরও সাড়ে চার লাখ টাকা দিতে হবে টিউশন ফি হিসাবে তখনই বাধলো ঝামেলা। ফলে তাদের টোটাল পেমেন্ট দাঁড়ালো সাড়ে ছয় লাখ টাকা। এরপর বিমানভাড়া প্রায় একলাখ। দাঁড়ালো সাড়ে সাত লাখ টাকা। তাহলে তারা যে ৫ লক্ষ টাকা নিচ্ছে বিমানভাড়া ও টিউশন ফি ছাড়া তাহলে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে প্রায় সাড়ে দশ লাখ টাকা। এরপর মিনিমাম পাঁচশো ডলার এনডোর্স করতে হবে। সেই হিসাবে আপনাকে পে করতে হচ্ছে ১১ লক্ষ টাকা। তাই আমরা যখন এক সেমিস্টারের ফি সহ আট লাখ টাকা অফার দিলাম তাদের কাছে বেশী মনে হলো। তাদের কাছে ৫ লক্ষ টাকা কম মনে হচ্ছে। এই ব্যপারটা অনেকটা ফোন কোম্পানীগুলোর অফারের মতো। একটা প্যাকেজের দাম তারারাখে এভাবে মাত্র ৬৯৯ টাকা। মানুষের চোখে ৬ সংখ্যাটাই ধরা পড়ে। এটা যে ৭০০ টাকাই সেটা তার নজরে পড়েনা। এই সুত্র মেনে ব্যবসা করে যাচ্ছে এজেন্টরা।
তাই কম টাকার অফারের ফাঁদে পা দিয়ে নিজের ভবিষ্যত নষ্ট করবেন না। কানাডা এখন আগের কানাডা নেই। সেখানে পড়তে গেলে আপনাকে পড়তেই হবে। কাজ করতে পারবেন কিন্তু পাশাপাশি দেখানো পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই ভিসার পর টিউশন ফি দেয়ার জুড়ি নেই। একথা মেনে নিয়ে ভিসা প্রসেসিং শুরু করবেন।
আমাদের কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আপনার ফাইল দিতে হবে এই অকটোবর মাসের মধ্যেই। প্রথমে ভিসা ক্লাবের মেম্বার হোন তারপর আবেদন করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.visa24bd.com থেকে।
0 Reviews:
Post a Comment