সিঙ্গাপুরে দুই ধরনের কাজ পাওয়া যায়। একটি স্কিল লেবার ও অন্যটি আনস্কিল লেবার। স্কিলড লেবার এ আপনাকে একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হয় এবং শেষ করতে হয় একটি লম্বা সময়ের কোর্স। এই কোর্স শেষ করার পর আপনার ওয়ার্ক পারমিট আসবে। কেবল তখনই আপনি বুঝতে পারবেন যে কতো টাকা লাগবে সিঙ্গাপুর যেতে। কিন্তু ততোদিনে আপনার ট্রেনিং বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই যাওয়া ছাড়া কোন গত্যন্তর নেই। আর দ্বিতীয়টি হলো আনস্কিলড লেবার। আপনার কোন ট্রেনিং নেই। পঁচিশ দিনে ভিসা করে ত্রিশ দিনে ফ্লাইট।
আপনার কোন পূর্ব অভিজ্ঞতা দরকার নেই। সী-পোর্টে জব বিভিন্ন ক্যাটাগরিতে। বেতন প্রতিদিন ১৮ সিংগাপুরী ডলার। রবিবার পেমেন্ট ডাবল অর্থাৎ ৩৬ ডলার। থাকা ও খাওয়া কোম্পানীর। কন্ট্রাক্ট ২ বছরের ও পরে পুনঃ নবায়নযোগ্য। শুরুর দিন থেকে একমাসের মধ্যে ফ্লাইট। ভিসা প্যাকেজ ৬ লাখ টাকা। ভিসার আগে নিরাপত্তা জামানত হিসাবে এজেন্টের অফিসে পেমেন্ট রিসিপ্টের ও এগ্রিমেন্টের বীপরিতে ১ লাখ টাকা প্রদান করতে হবে। বাকি টাকা ভিসা ও ম্যানপাওয়ার হবার পর।
Graphics Design er kono jobs pawa jabe. takle contact me. 01851363745
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete