(IELTS ছাড়াই কানাডা স্টুডেন্ট ভিসা। এসএসসি ও এইচএসসি মিলিয়ে দরকার জিপিএ 7.0)
আপনি কি জানেন, গেল বছরে বাংলাদেশ থেকে কানাডার স্টুডেন্ট ভিসার সাফল্যের হার কত ছিল? কানাডার ইমিগ্রেশন, রিফুজি এবং সিটিজেনশিপ IRCC (EDW) তথ্য মতে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত থেকে সর্বোচ্চ ৬৮% ভিসা সাকসেস রেট হলেও বাংলাদেশের ক্ষেত্রে শতকরা ভিসার হারও নেহায়েত কম নয় বরং এটি বেশ ঈর্ষনীয়। শতকরা হিসাবে ১০০ জনের মধ্যে ৪৬ জন ভিসা প্রত্যাখ্যান হলেও ৫৪ জন ভিসা পায় যা দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে দ্বিতীয়। পাকিস্তানের ক্ষেত্রে এ হার ছিল ২৪%, নেপাল ১৭% এবং আফগানিস্তান মাত্র ৮%! ভিসা সাকসেস রেটের দিক দিয়ে শতভাগ সাফল্য লাভ করা একমাত্র দেশটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। এক্ষেত্রে জাপানের ভিসার শতকরা হার ছিল ৯৮%, লুক্সেমবার্গ এবং অষ্ট্রিয়ার ভিসার হার ৯৭%, দক্ষিন কোরিয়া ৯৬%, ওমান, মেক্সিকো, সুইডেন, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স এবং বার্বাডোসের ক্ষেত্রে এ ভিসা হার ৯৪%!
তাই আপনি যদি বলেন বাংলাদেশ থেকে ভিসা হয়না তবে আমি হেসে আপনার কথা উড়িয়ে দেব। আমি বলবো আপনি একদম জানেন না। আমরা ভিসা করি তাই আমরা জানি। যে যাই বলুক, ভিসা হয়ই। তা যদি না হতো এতো স্টুডেন্ট কানাডাতে কিভাবে গেল?
এবার আসি অফারের কথায়। এর আগে আমরা বিজ্ঞাপন দিযেছিলাম যে, আপনার যদি IELTS এ মিনিমাম ৫.০ থাকে তবে আমরা ফুল কন্ট্রাক্টে কাজ করবো। কিন্তু এখন বলছি আরও সহজ শর্তে কানাডা ভিসার কথা। আপনার যদি এসএসসি ও এইচএসসি মিলিয়ে 7.0 থাকে তারপরও আমরা ফুল কন্ট্রাক্টে কাজ করবো।ভিসার পর আপনি দেবেন আট লাখ টাকা।
0 Reviews:
Post a Comment