পেপার, ম্যাগাজিন পত্রিকায় কানাডার স্টুডেন্ট ভিসার যতো বিজ্ঞাপন দেখি সবগুলোতেই IELTS ৬.০ লাগবে। IELTS ছাড়া এজেন্টরা কানাডার স্টুডেন্ট ভিসার কথা ভাবতেই পারেনা। এই প্রথমবারের মতো আমরা আপনাকে সেই সুজোগ দিচ্ছি। IELTS ছাড়াই আপনি স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে পারছেন। It's a great opportunity for you indeed! তবে আপনার যদি এসএসসিতে জিপিএ ৫ থাকে এবং এইচএসসিতে মিনিমাম 4.5 থাকে এবং আপনি যদি ২০১৬ বা ২০১৭ তে এইচএসসি পাস হয়ে থাকেন তবে আপনি সেই সুজোগ নিতে পারেন। বা এর উল্টোভাবে, আপনি যদি এসএসসিতে 4.5 ও এইচএসসিতে জিপিএ ৫ হয়ে থাকেন সেক্ষেত্রেও নিতে পারেন কানাডা স্টুডেন্ট ভিসার জন্য ফুল কন্ট্রাক্ট ভিসার সুজোগ। ভিসা হবে ফেব্রুয়ারী মাসে। মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ফুল কন্ট্রাক্ট ভিসার সুজোগ আপনি ছাড়বেন কেন? প্রয়োজন হলে কানাডায় পড়বেন বা পড়বেন না সেটা কেবল আপনার নিজের ইচ্ছা। বিমান ভাড়া বাদে কানাডা ঢোকার সম্পুর্ন টাকা হলো দশ লাখ পঞ্চাশ হাজার।
প্রসেসিং করার জন্য আপনার শুধু পাসপোর্ট আর ছবি দরকার। প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স এর। আর কিছুই প্রয়োজন পড়বেনা।প্রয়োজন পড়বেনা কোন ব্যাংক স্টেটমেন্টেরও। লাগবেনা ভিসা ফি দেয়ার। কারন এটি ফুল কন্ট্রাক্ট ভিসা। ভিসা হলে টাকা দিতে হবে। না হলে আপনার কোন খরচ নেই। যদি আপনি মনে করেন যে আপনি এই ধরনের ভিসার জন্য যোগ্য তবে আবেদন করুন। যদি আপনার রেজাল্ট সামান্য খারাপও হয়ে থাকে তাও ফোন দিয়ে জানান। এজেন্ট যদি প্রযোজ্য মনে করেন তাহলে আপনি আবেদন করতে পারেন। তবে অবশ্যই এসএসসি বা এইচএসসির যে কোন একটিতে জিপিএ ৫ থাকতে হবে। সরাসরি কল দিন যে কোন দিন সকাল ৯ থেকে দুপুর ১ টা। এবং দুপুর ৩ টা থেকে রাত ৮ টা 01772369451 নাম্বারে।
আমার এস এস সি 4.94 এবং এইচ এস সি 4.33 । কোন পসিব্লিটি আছে ।
ReplyDeleteআপনি এখুনি আপনার পাসপোর্ট ও অন্যান্য ডক্যুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসুন।
ReplyDeleteআমার এস এস সি 5.00 এবং এইচ এস সি 4.17 । কোন পসিব্লিটি আছে ।
ReplyDeleteআমার এস এস সি ৪.৫০ আর এইচএসসি ৫.০০ আমি পারবো।
ReplyDelete