চেক রিপাবলিক। আগের নাম চেকোস্লোভাকিয়া। তখন ছিল সমাজতন্ত্র, আর এখন গনতন্ত্র। সেই সমাজ ব্যবস্থাও নেই এখন। চেক রিপাবলিক এখন একটা উন্নত দেশের নাম। এই দেশের চারপাশে রয়েছে পোল্যান্ড, জার্মানী, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। যদিও ইউরোপে বেকারত্ব বাড়ছে কিন্তু জব ভিসার ক্ষেত্রে কোন সমস্যা নেই তাদের জন্য যারা ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছেন। জব তাদের দেশের সরকার দেবে।অনেকে ভাবে যে অনেক দেশে বেকারত্ব চলছে, তারা সেখানে জব পাবে কিনা। ইউরোপে বেকারত্ব বলতে ভিন্ন জিনিষ বোঝায়। যেমন একজন চেক বা একজন পোলিশ তাদের দেশের এক লক্ষ টাকার চাকরি করতে চাইবেনা। সে যে বেতন চাইবে তা হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা। সে যদি এই পরিমান টাকার জব না পায় তবে তাকে বেকারত্ব বলে। ইউরোপে বেকারত্ব বলতে এটাই বোঝায়।কিন্তু একজন বাংলাদেশীর জন্য এক লক্ষ টাকার চাকরি অনেক বড়ো ব্যপার। সে এই টাকার চাকরির জন্য বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে। তাই যাবার আগে এতো চিন্তা করবেন না। ইউরোপে পার্ট টাইম জব করেও আপনি দেশে ছয় তলা বাড়ি বানাতে পারবেন বছর শেষে, কারন আপনি বাংলাদেশে যে চাকরি করতে চাননা সেই চাকরি ওখানে গিয়ে তো করবেনই বরং পারলে সারা রাতও চাকরি করতে চাইবেন। আপনার কথা হলো যেহেতু টাকা কামাতে বিদেশ এসেছি তবে বসে থাকবো কেন?
আমাদের প্রচুর এজেন্ট যারা চেক রিপাবলিকের কাজ করে তারা এই মাসে ব্যপক সাফল্য পেয়েছেন। এই সাফল্য এরকম যে একজন এজেন্ট দশ জন ক্লায়েন্ট নিয়ে দিল্লী গেছেন। তার দশটাই ভিসা হয়েছে। অনেক এজেন্ট দিল্লীতে অপেক্ষা করছেন এখনও। তাদের মারফত আমরা দিল্লীর এ্যামবাসি থেকে নানা ধরনের তথ্য জানতে পারি। আমাদের সর্বশেষ জানা তথ্যটি হলো যে, আগামী চারমাস চেক রিপাবলিকের ভিসা উঠবে। তারপর বন্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে আপনাকে সুজোগ নিতে হবে।
চেক রিপাবলিকের ব্যপারে যদি আগ্রহী হয়ে থাকেন তবে নিচের সুবিধা ও তথ্যসমূহ কাজে লাগাতে পারেন।
কাজ: কনস্ট্রাকশন / ফ্যাক্টরি। আপনার প্রোফাইলের ওপর নির্ভর করে কাজ হবে। প্রসেসিং সময়: ২ মাস
বেতন: ৬০ হাজার টাকা মাসে
থাকা ও খাওয়া: ফ্রি
পেমেন্ট: ভিসার পর
চুক্তি: ২ বছর
ভিসা হবে: ১ বছরের, পরে ২০ বছর পর্যন্ত বাড়াতে পারবেন। সমগ্র পেমেন্ট: ১১ লক্ষ
ভিসা হবে: ১ বছরের, পরে ২০ বছর পর্যন্ত বাড়াতে পারবেন। সমগ্র পেমেন্ট: ১১ লক্ষ
শর্তসমূহ: ওয়ার্ক পারমিট আসার পর চেক ও এগ্রিমেন্ট করতে হবে। নিজের খরচে ভারত ভ্রমন, দিল্লী এ্যামবাসিতে ফাইল সাবমিট করে পাসপোর্ট প্রদান ও সংগ্রহ করতে হবে এবং দেশে আসতে হবে। দেশে আসার পর ম্যান পাওয়ার হবে এবং ম্যান পাওয়ার হবার আগেই ৮ লাখ টাকা প্রদন করতে হবে। ম্যান পাওয়ার হবার পর বাকি টাকা পরিশোধ করতে হবে।
চেক রিপাবলিকের ভিসা সমূহ:
Pls bro contact my email..
ReplyDeleteMrunknownsmoker@gmail.com