ইউরোপের আরেকটি দেশ অস্ট্রিয়াতেও শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে বা স্বল্প খরচে উচ্চশিক্ষা নিতে পারে। আপনি যদি মানচিত্রে দেখেন দেখবেন জার্মানীর ঠিক পাশেই অস্ট্রিয়ার অবস্থান। যার জার্মানীর ভিসা পাননা বা জার্মানীতে যাবার স্বপ্ন দেখেন তার অস্ট্রিয়া যেতে পারেন স্টুডেন্ট ভিসায়। অনুন্নত দেশের শিক্ষার্থীরাই দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়ার সুযোগ পেতে পারে। তবে অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে পড়ার জন্য প্রতি সেমিস্টারে প্রায় তিনশত থেকে সাড়ে আটশত ইউরোর মতো খরচ পড়বে। অস্ট্রিয়া উন্নত দেশ। ইউরোপের অন্যান্য দেশের মতো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও চলে আসতে হয়না। অস্ট্রিয়াকে বলা হয় ১০০ ভাগ স্কলারশিপের দেশ। যেহেতু পড়তে কোন খরচ লাগছেনা তাই আপনি সেখানে কেবল থাকা ও খাওয়া চালানোর মতো আয় করলেই যথেষ্ঠ। বিদেশে গিয়ে বাংলাদেশী ছাত্রদের সমস্যাই হলো যে পড়াশোনার টাকা জোগাড় করা। অস্ট্রিয়াতে গেলে আপনার কোন চিন্তা নেই। কেবল থাকা খাওয়ার জন্য দেশ থেকে প্রথমে কিছু টাকা নিয়ে যাবেন। বাকিটা সেখানে গিয়ে পার্টটাইম জব করে চালিয়ে নিতে পারবেন। সবদিক থেকে অস্ট্রিয়া ভালো। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে জিনিষপত্রের দাম সস্তা। তাছাড়া যদি আপনার ইয়ার গ্যাপও থাকে তারপরও আপনি অস্ট্রিয়া যেতে পারছেন।
বিশেষ করে সরকারী বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে ফ্রিতে পড়াশোনার জন্য অনুমতি দিয়ে থাকে। আপনার যা প্রয়োজন হবে তা হলো বাংলাদেশ থেকে থাকার জন্য স্থান নির্বাচন করে যাওয়া বা এ্যাকোমোডেশন কনফার্মেশন। অস্ট্রিয়া যেতে গেলে প্রথমেই আপনাকে সব এডুকেশন ডকুমেন্টগুলো রিলেটেড ডিপার্টমেন্ট থেকে ভেরিফাই করে পাঠাতে হবে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ে।সেখান থেকে এ্যাডমিশন কনফার্মেশন এলে তারপর আপনার একবছর থাকার জন্যে একটা স্থান ভাড়া করতে হবে। ভাড়ার কনফার্মেশন এলে ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি হলে আপনাকে দিল্লীতে অবস্থিত হাইকমিশনে টেম্পরারী রেসিডেন্স পারমিটের আবেদন করতে হবে। এজন্য অস্ট্রিয়ান হাইকমিশনে সাক্ষাতকারের জন্য ডেট নিতে হবে। যদিও অনেকে বলে যে আপনি একা একাই সব করতে পারবেন তবে এই কাজটি একা একা কখনও করতে যাবেন না। একজন এজেন্টের সহায়তা নিন।
অনেক সময় দিল্লীর হাইকমিশনের ডেট পাওয়া যায়না। ডেট পাওয়া না গেলে আপনি আপনার সব ধরনের ইনফরমেশন লিখে অস্ট্রিয়ান হাইকমিশন বরাবর মেইল করতে পারেন। আস্ট্রয়ান হাইকমিশন মেইল মারফত আপনাকে একটা ডেট দিতে পারে। ডেট পাওয়ার পর আপনি দিল্লী চলে যাবেন। দিল্লীতে থাকা খাওয়া ও যাওয়া আসা বাবদ ২০ হাজার টাকা খরচ হবে আপনার।
আমাদের এজেন্ট পুরো প্রক্রিয়া মাত্র ৫ লক্ষ টাকায় করছেন। আপনাকে টিউশন ফি বা অন্য কোন কিছুই কাউকে দিতে হবেনা। আপনাকে আগে যা দিতে হবে তা হলো এ্যাকোমোডেশন কনফারমেশন এর টাকা। সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে। ইউরোপের মতো একটা মহাদেশে মাত্র ৫ লক্ষ টাকায় পড়াশোনা শেষ করা সত্যিকারভাবে বলতে গেলে চমৎকার একটা বিষয়।
তবে অস্ট্রিয়াতে আপনার এডুকেশন কনফারমেশন আসতে একটু বেশী সময় লাগে। সেটা সাধারনত তিন মাস থেকে সাড়ে তিন মাস সময় লাগে। বিনা বেতনে পড়তে হলে একটু সময় তো লাগবেই। তবে এটা আবার ভাববেন না যে ভিক্ষার চাল কাড়া আকাড়া।
অস্ট্রিয়াতে পড়তে হলে আমাদের ফোন দিন। ফেব্রুয়ারী ইনটেক শেষ। এখন সেপ্টেম্বর এর জন্য প্রস্তুতি নিতে হবে। ভিসা হয়ে যাবে এপ্রিল মে নাগাদ কিন্তু আপনাকে ফাইল দিতে হবে এখনই। যোগাযোগ করুনঃ 01772369451
Ekhon ki sujog ache?
ReplyDelete