শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451

Thursday, February 04, 2016

জার্মানীতে ভর্তির একাডেমিক যোগ্যতা

জার্মানিতে পড়ার জন্য সাধারণ ন্যুনতম যেসব একাডেমিক যোগ্যতা প্রয়োজন আছে, তাদের একটি তালিকা এখানে দেয়া হল। জার্মানির প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, একারণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিকিউরমেন্ট থাকে যেটা কিনা শুধুমাত্র কোর্সের ওয়েব লিংকে গিয়েই দেখা যাবে। এখানে একটা সাধারণ ধারণা দেওয়া হল, কোন লেভেলে কি কি ন্যূনতম যোগ্যতা থাকা আবশ্যক।

ব্যাচেলরঃ
এইচ এস সি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট
জার্মানিতে এসেসমেন্ট পরীক্ষা পাস করতে হবে। বাকি ইনফো দেখুন স্টুডেন্ট কলিগের ওয়েব সাইটে (www.studienkollegs.de/en/)
ডিপ্লোমা স্টুডেন্ট বা অন্যান্যরা যারা শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে, তাদের জন্য উচ্চ মাধ্যমিকের সমমানের সার্টিফিকেট লাগবে।
এ-লেভেল সার্টিফিকেট ইংল্যান্ডের হলে স্টুডিন্ট কলিগ প্রয়োজন নেই। খেয়াল রাখতে হবে যে, এ-লেভেলে অন্তত একটি ভাষার কোর্স নিতে হবে।
কিছু ইউনিভার্সিটি বিশেষ কিছু সার্টিফিকেট চায়, যেমনঃ
TestAS (www.testas.de)
SAT/ACT
ভাষা



জার্মান ভাষায় ব্যাচেলর করতে চাইলে টেস্টডাফ বা ডিএসহা (“TestDaF” (test of German as a foreign language) or “Deutsche Sprachprüfung für den Hochschulzugang ausländischer Studienbewerber” (DSH))
গোয়েথে থেকে সি-২ লেভেল পর্যন্ত জার্মান ভাষা শেখা থাকলে উপরোক্ত পরীক্ষা দেবার প্রয়োজন নেই।
ইংরেজিতে পড়ার জন্য টোফেল বা আইএলটিএস প্রয়োজন। একেক ইউনিভার্সিটিতে একেক রকম মার্ক বা ন্যুনতম স্কোর প্রয়োজন, কোন সাধারণ নিয়ম নেই।

মাস্টার্সঃ
এইচ এস সি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট।
রিকগনাইজড ইউনিভার্সিটি ডিগ্রি। সাধারণত তিন বছরের ব্যাচেলর ডিগ্রিও গ্রহণযোগ্য।
ডিপ্লোমা স্টুডেন্ট বা অন্যান্যরা যারা শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে, তাদেরকে কমপক্ষে ১৫ বছর পড়াশোনার প্রমাণ দেখাতে হবে। এসএসসি পর্যন্ত ১০ বছর এবং যদি ৩ বছরের ডিপ্লোমা হয়, তাহলে ২ বছরের মাস্টার্স ডিগ্রি লাগবে। তবে সব ইউনিভার্সিটি ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ নাও করতে পারে, এই ব্যাপারে কোন সাধারণ নিয়ম নেই।

পিএইচডিঃ
মাস্টার্সের সব যোগ্যতা এখানেও প্রযোজ্য হবে।
৪ বছরের ব্যাচেলর করেও পিএইচডিতে সুযোগ পাওয়া যেতে পারে ব্যতিক্রমী রেজাল্ট বা পাবলিকেশন থাকলে।
জার্মানিতে মাস্টার্স করা থাকলে পিএইচডিতে সুযোগ সহজ হয়।

১ স্টাডি গ্যাপ কোন সমস্যা নয়!!

২ ভর্তির জন্য ন্যূনতম বা কোন ধরণের বয়স সীমা নেই।

৩ অনেকেই প্রোফাইল দিয়ে জানতে চায়, এই প্রোফাইল দিয়ে ভর্তির সম্ভাবনা কতটুকু। আমার কাছে এমন কোন যন্ত্র বা প্রোগ্রাম নেই যেটা দিয়ে সম্ভাবনা মাপা যায়, কারও কাছে আছে বলেও জানা নেই। চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে কতজন সেই কোর্সে আবেদন করেছে তার উপর। তবে যত কম জিপিএ, তত বেশী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।

৪ ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এবং ফিজিক্স,কেমিস্ট্রি বা ম্যাথের স্টুডেন্টরা প্রায় সকল ক্ষেত্রেই মাস্টার্সে অন্য টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সুইচ করতে পারবে।

৫ জিআরই বা টোফেল দিয়ে সিজিপিএ ঘোচানো যাবে না। আবার যেখানে GRE চেয়েছে, সেখানে বেশী সিজি দিয়েও কাজ হবে না, যদি না GRE থাকে।

৬ রেজাল্ট ২.৮ নিয়েও এডমিশন পাওয়া যায়। তবে সিজিপিএ কম থাকলে অন্তত ১৫-২০ টা ইউনিতে এপ্লাই করতে বলব।

৭ “IELTS/TOEFL করা কি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাধ্যতামূলক?”
না, বরং মাস্টার্স/ব্যাচেলর করতে যথেষ্ট ইংরেজি জ্ঞান আছে কি না সেটা প্রমাণ করাই মুখ্য।

৫ বছর আগের উদাহরণ দেই। আবেদনের সময় টোফেল পরীক্ষার ফলাফল তখনও হাতে এসে পৌঁছেনি। ওদিকে আবেদনের সময় পার হয়ে যাচ্ছে বলে ইউনিভার্সিটি থেকে ইংরেজি মাধ্যমের সনদ দিয়ে এক জনের জন্য আবেদন করে দিলাম। টোফেলের রেজাল্ট আসতে আসতে হাতে অফার লেটার চলে আসল। জার্মানিতে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির দিন টোফেল সনদ দেখাল সে। ইন্টারন্যাশনাল অফিসে যে ভদ্রলোক তার সার্টিফিকেট দেখল, তার চেয়ে আমার স্টুডেন্টের ইংরেজি খারাপ না। সুতরাং এই নিয়ে কোন বাতচিত হল না। আমার মনে হয় না এখনও এই অবস্থার খুব বেশি পরিবর্তন হয়েছে।জার্মানিতে সবাই যোগ্যতা দেখে, সার্টিফিকেট নিয়ে এখানে খুব কম ইউনিভার্সিটি মাতামাতি করে। একটা ছেলে ইংরেজিতে একটা ইমেইল করলেই আমরা বুঝতে পারি, তার ইংরেজি মাধ্যমে পড়ার যোগ্যতা কতটুকু। আমেরিকা কানাডায় টোফেল, জিয়ারি জাতীয় পরীক্ষা গুলো অনেকটা ব্যবসার মত হয়ে গেছে, জার্মানিতে একারণে বেশীরভাগ বিশ্ববিদ্যালয় এই জাতীয় সার্টিফিকেটকে এখনও বাধ্যতামূলক না করে বরং “থাকলে ভাল” ট্যাগ দেয়। তবে কিছু কিছু জার্মান ইউনিভার্সিটি যারা কিনা অনেক বেশি আবেদনকারীর চাপে পড়ে, তারা টোফেল, জিয়ারি ইত্যাদিকে আবশ্যক হিসেবে লিখে দেয় যাতে করে আবেদন কম পড়ে।ইংরেজি মাধ্যমে ব্যাচেলর করা আছে এই সার্টিফিকেট দিয়ে অনেক ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। মনে রাখতে হবে যে, IELTS করা থাকলে এবং ভাল মার্ক পেলে সেটা এই সার্টিফিকেটের চেয়ে বেশি ভাল। কোন কোন ইউনিভার্সিটিতে এই সনদ গ্রহণযোগ্য হবে, এর কোন তালিকা নেই। সরাসরি ইউনিভার্সিটিকে লিখলে জানা যেতে পারে।

৮ প্রশ্নঃ বাংলাদেশে ডিপ্লোমা করেছি। জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে পারব কিনা বা এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

উত্তরঃ “ডিপ্লোমা স্টুডেন্ট বা অন্যান্যরা যারা শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে, তাদের জন্য উচ্চ মাধ্যমিকের সমমানের সার্টিফিকেট লাগবে।” জার্মানিতে শুধুমাত্র এইচএসসি বা সাধারণ বিশবিদ্যালয়ের ব্যাচেলর সার্টিফিকেট মানদন্ড হিসেবে দেখা হয়। ডিপ্লোমা সার্টিফিকেট এখনও সরাসরি রিকগনাইজড নয়। তবে এটা কোন নিয়ম নয়, বরং জার্মানির একেক ইউনিভার্সিটি একেক ভাবে একে মুল্যায়ন করে থাকে।সমাধান হল যে ইউনিভার্সিটিতে পড়তে চান, সেখানে সরাসরি কোর্স কোওরডিনেটরকে ইমেইল করে আপনার যাবতীয় সার্টিফিকেট মার্কশিট স্ক্যান করে পাঠান। তারা জানিয়ে দিবে কোন লেভেলে ভর্তি হবার জন্য কি কি করতে হবে।

সরাসরি জার্মানিতে ব্যাচেলরে ভর্তি হবার জন্য বাংলাদেশ থেকে দুই বছর ব্যাচলর শেষ করা হয়েছে এমন সার্টিফিকেট দেখাতে হয়। এখানেও ডিপ্লোমাদের জন্য একটু ট্রিকি। কারণ কেউ কেউ এসএসসির পর ৪ বছর পড়াশোনা করেছে।

মাস্টার্সের জন্য বাংলাদেশ থেকে সর্বনিম্ন ১৫ বছর পড়াশোনা দেখাতে হয়। তার মানে এইচএসসি+৩ বছরে ব্যাচেলর শেষ করা থাকতে হবে। ডিপ্লোমাদের জন্য যারা এসএসসি করে ডিপ্লোমাতে ঢুকেছে, তাদের সরাসরি মাস্টার্সে এডমিশন পাবার সম্ভাবনা তাই খুব কম।

জার্মানিতে বেশীরভাগ ইউনিভার্সিটি ভর্তির ব্যাপারে অনেক উদার। যোগ্য ছেলেমেয়েদের এখানে সবসময় সুযোগ দেয়া হয়। সুতরাং, যদি মনে করেন, জার্মানিতে সরাসরি ব্যাচেলর শুরু করার যোগ্যতা রাখেন, তাহলে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখুন।

7 comments:

  1. আমি দুই বছর ইংলিশ মিডিয়াম কোর্সে পড়েছি মানে এখানে এম.বি.এ করেছি। এখন আইএলটিএস থাকলে কি কোন বিসয়ে আবেদন করতে পারব.....?

    ReplyDelete
    Replies
    1. অবশ্যিই পারবেন। তবে ব্লক এ্যাকাউন্ট করতে হবে।

      Delete
  2. ডিপ্লোমা করার পর আমাকে বাংলাদেশে আর কি করতে হবে?

    ReplyDelete
  3. আমি এইচ এস সি পাশ করে অনার্স প্রথম ইয়ার এ আছি,,তাহলে কি জার্মান ভিষার আবেদন করতে পারবো।।।01715225635

    ReplyDelete
  4. এইচএসসি জিপিএ এর কোন মিনিমাম রিকুয়ারমেন্ট আছে কি

    ReplyDelete
  5. আমি ডিপ্লোমা করে, এখন সিটি ইউনিভার্সিটিতে বিএসসি করছি, আমার করনীয় কি??

    ReplyDelete
  6. আমার s.s.c=4.25 (scince) h.s.c=4.92(scince). Hon's=3.75(mathematics)
    Ielts score 7+ হলে আমি কি জার্মানির কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য এপ্লাই করতে পারব??

    ReplyDelete

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts