ধরুন আপনি সকল পেপার প্রসেসিং করেছেন এবার চাচ্ছেন আমেরিকান ভিসা ফি প্রদান করে আমেরিকান এ্যাম্বেসিতে চুড়ান্ত ইন্টারভিউ এর ডেট গ্রহন করবেন। কিন্তু এজেন্টের সাহায্য ছাড়াই আপনি এসব কাজ করতে চাচ্ছেন। যদিও আমি চাইনা আপনি এজেন্টের সাহায্য ছাড়াই এসব কাজ করেন কারন আপনি আগে কখনও এসব কাজ করেননি তাই সম্ভাবনা আছে ভুল থেকে যাওয়ার। তাছাড়া ভিসা ইন্টারভিউ এর প্রস্তুতি গ্রহনের বিষয়ে এজেন্ট আপনাকে অনেক তথ্য প্রদান করে থাকেন। আপনি নিজে নিজে এসব করলে তথ্যগত আরও অনেক ভুল থেকে যায়। তারপরও আপনার সুবিধার্থে আমি ভিসা ফি প্রদান প্রক্রিয়া সম্পর্কে ও ইন্টারভিউ এর ডেট গ্রহন সম্পর্কে অনেক তথ্য দিয়ে দিচ্ছি যা’তে আপনি নিজেই এসব কাজ করতে সমর্থ হন।
ভিসা ফি প্রদান করার আগে আপনাকে ডি এস ১৬০ নামে একটি ফর্ম পুরন করতে হবে। ডি এস ১৬০ পুরন প্রক্রিয়া সম্পর্কে আমি আগেই লিখেছি যা আপনি ডি এস ১৬০ পুরন প্রক্রিয়ায় ক্লিক করে উপরোক্ত পেজে গিয়ে জানতে পারবেন। আমরা এখানে ডি এস ১৬০ এর পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবো।
আমেরিকান এ্যাম্বাসীতে আপনি দাঁড়াবেন এমন সিদ্ধান্ত নেবার পর এবং সকল কাগজপত্র আপানার হাতে থাকার পরই কেবলমাত্র আপনি ডি এস ১৬০ ফর্ম ফিল আপ করতে পারেন।
যাইহোক, আমরা ডি এস ১৬০ ফর্ম ফিল আপ করেছি এবার কি করবো? এবার আমরা ডি এস ১৬০ কনফার্মেশন প্রিন্ট করবো যা ডি এস ১৬০ পুরন প্রক্রিয়া পেজে দেখানো হয়েছে। ডি এস ১৬০ কনফার্মেশন প্রিন্ট করে হাতে রাখুন এবার আমরা ভিসা ফি প্রদান করবো।
জেনে নেই কোন ভিসার জন্য ফি কতো।
আবেদন মূল্যগুলি নীচে তালিকাভূক্ত করা হল এবং এটি একটি ভিসা আবেদনের জন্য প্রযোজ্য। সর্বাধিক প্রচলিত অন-অভিবাসী ভিসার আবেদন মূল্য হল US$160 (একশ ষাট ডলার)। এগুলির মধ্যে আছে পর্যটক, ব্যবসায়ী, ছাত্র এবং বিনিময় ভিসা। অধিকাংশ পিটিশন ভিত্তিক ভিসা যেমন অন-অভিবাসী কাজ বা ধর্মিয় ভিসা গুলির মূল্য হল US$190 (একশ নব্বইডলার)। কে শ্রেণীভুক্ত ভিসার মূল্য US$265 (দুইশত চল্লিশ ডলার)এবং ই ভিসাগুলির মূল্য US$205 ((দুইশত সত্তর ডলার)। ধরা যাক আপনি একজন ব্যবসায়ী বা চাকুরীজিবী বা ছাত্র যিনি ডি এস ১৬০ ফর্ম ইতিমধ্যে পুরন করেছেন এবং কনফার্মেশন হাতে পেয়েছেন। এবার আপনি যা করবেন তা হলো সিজিআই নামে একটি ওয়েবসাইটে গিয়ে সিজিআই রেফারেন্স নাম্বারের জন্য আবেদন করবেন। সিজিআই নাম্বার ও ডি এস ১৬০ কনফার্মেশন কোড ছাড়া আপনি ভিসা ফি জমা দিতে পারবেননা। সিজিআই ওয়েবসাইটে যাবার জন্য ক্লিক করুন এখানে।
সিজিআই ওয়েবসাইটে যাবার পর এমন একটি পেজ দেখতে পেলেন।
এই পেজের একেবারে দেখুন New User? কথাটি লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন। তারপর এমনি একটি পেজ খুললো।
সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দেবার পর ক্যাপচা বসান। তারপর ক্লিক করে চলে যান পরের পেজে। পরের পেজ এ আপনার সব তথ্য প্রদান করতে হবে। নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট প্রদানের তারিখ ইত্যাদি আপনাকে বসাতে হবে। সব শেষে ক্লিক করুন। আরও তথ্য জানতে চাইবে। কে যাবে আপনার সাথে। যদি কেউ যেতে চায় তবে তার নাম ঠিকানা ও পাসপোর্টের সকল তথ্য দিতে হবে। তারপর পরের পেজে যান ক্লিক করে। জানতে চাইবে আপনি কোথা থেকে পাসপোর্ট গ্রহন করবেন। আপনি ঢাকা সিলেক্ট করে দিন অথবা আপনার ইচ্ছেমতো সিলেক্ট করে দিন। সবশেষে দেখুন একটি পেজ এসেছে যেখানে লেখা রয়েছে ‘ক্যাশ পেমেন্ট’। সেখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি সাদা পেজের মতো পেজ খুলবে। যেটি এমনঃ
এই পেজে দেখুন একটি সিজিআই রেফারেন্স নাম্বার রয়েছে এমন ৭৩০১৮৭১০৫৬২৮। এর পাশেই রয়েছে এক্সপায়েরি ডেট। এই দুটি তথ্য সংরক্ষন করুন। এবার এই সাইট পুরন করা শেষে এখান থেকে বেরিয়ে যান। তবে যাবার আগে খেয়াল রাখুন কোন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি দিয়েছিলেন। সেই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবার আপনাকে এখানে প্রবেশ করতে হবে পরেরবার। তাই নিরাপত্তার সার্থে এগুলো লিখে রাখুন কোথাও।
এবার ইবিএল ব্যাংকে যান এবং নিচের মতো দেখতে ক্যাশ ডিপোজিট স্লিপ গ্রহন করুন।
এবার আপনার সিজিআই রেফারেন্স নাম্বারটি স্লিপের ঘরের ভেতর লিখুন। তার নিচে কতো টাকা জমা করবেন তা লিখুন। আপনি যদি ঘোরার জন্য আমেরিকায় যেতে চান বা স্টুডেন্ট ভিসার জন্য যেতে চান তবে আপনাকে জমা দিতে হবে ১২৬৪০ টাকা। যদি পরিবারসহ দাঁড়াতে চান তবে তার গুননীয়ক পরিমান অর্থ প্রদান করুন। অর্থাৎ দু’জন হলে ২৫২৮০ টাকা । তিনজন হলে ৩৮৯২০ টাকা ও চারজন হলে ৫০৭২০ টাকা।
তবে ব্যাংকে টাকা জমা দেবার পূর্বে দেখে নিন সঠিক ভাংতি দিচ্ছেন কিনা। কারন আপনাকে ঠিক ১২৬৪০ টাকাই জমা দিতে হবে। আপনি কোন বড় নোট দিয়ে ভাংতি চাইতে পারবেননা। স্লিপের ডিনোমিনেশনের ঘরে কতো টাকার নোট দিচ্ছেন তা লিখতে হবে, তাই সঠিক পরিমান টাকাই দিন। টাকা জমা দেবার পর আপনাকে কার্বন কপি ফেরত দেয়া হবে। সেটি সংরক্ষন করুন।
২৪ ঘন্টা পার হলে পুনরায় সিজিআিই সাইটে যান এবং আগের ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। একইভাবে পেজের পর পেজ যান। শেষের পেজে দেখবেন রিসিপ্ট নাম্বার বসানো একটি ঘর আছে। বুঝবেন আপনার টাকা জমা আপডেট হয়েছে। এবার আপনি ডেট নিতে পারবেন। ক্লিক করে ডেটের পেজে যান এবং আপনার পছন্দের ডেটে ইন্টারভিউ তারিখ নিন। ডেট নেয়া হলে সময় নিন। খুবই সহজ প্রক্রিয়া। সবশেষে আরেকটি ক্লিক করে আপনি আপনার দেয়া ইমেইলে ডেট কনফার্মেশন লেটার পাঠিয়ে দিতে পারেন। পরে সেই ইমেইলে গিয়ে তা ওপেন করুন এবং প্রিন্ট নিন। এটিই আপনার ইন্টারভিউ ডেট কনফার্মেশন যা আমেরিকান এ্যাম্বেসির গেটে প্রদর্শন করতে হবে।
আমেরিকান এ্যাম্বাসীতে আপনি দাঁড়াবেন এমন সিদ্ধান্ত নেবার পর এবং সকল কাগজপত্র আপানার হাতে থাকার পরই কেবলমাত্র আপনি ডি এস ১৬০ ফর্ম ফিল আপ করতে পারেন।
যাইহোক, আমরা ডি এস ১৬০ ফর্ম ফিল আপ করেছি এবার কি করবো? এবার আমরা ডি এস ১৬০ কনফার্মেশন প্রিন্ট করবো যা ডি এস ১৬০ পুরন প্রক্রিয়া পেজে দেখানো হয়েছে। ডি এস ১৬০ কনফার্মেশন প্রিন্ট করে হাতে রাখুন এবার আমরা ভিসা ফি প্রদান করবো।
জেনে নেই কোন ভিসার জন্য ফি কতো।
আবেদন মূল্যগুলি নীচে তালিকাভূক্ত করা হল এবং এটি একটি ভিসা আবেদনের জন্য প্রযোজ্য। সর্বাধিক প্রচলিত অন-অভিবাসী ভিসার আবেদন মূল্য হল US$160 (একশ ষাট ডলার)। এগুলির মধ্যে আছে পর্যটক, ব্যবসায়ী, ছাত্র এবং বিনিময় ভিসা। অধিকাংশ পিটিশন ভিত্তিক ভিসা যেমন অন-অভিবাসী কাজ বা ধর্মিয় ভিসা গুলির মূল্য হল US$190 (একশ নব্বইডলার)। কে শ্রেণীভুক্ত ভিসার মূল্য US$265 (দুইশত চল্লিশ ডলার)এবং ই ভিসাগুলির মূল্য US$205 ((দুইশত সত্তর ডলার)। ধরা যাক আপনি একজন ব্যবসায়ী বা চাকুরীজিবী বা ছাত্র যিনি ডি এস ১৬০ ফর্ম ইতিমধ্যে পুরন করেছেন এবং কনফার্মেশন হাতে পেয়েছেন। এবার আপনি যা করবেন তা হলো সিজিআই নামে একটি ওয়েবসাইটে গিয়ে সিজিআই রেফারেন্স নাম্বারের জন্য আবেদন করবেন। সিজিআই নাম্বার ও ডি এস ১৬০ কনফার্মেশন কোড ছাড়া আপনি ভিসা ফি জমা দিতে পারবেননা। সিজিআই ওয়েবসাইটে যাবার জন্য ক্লিক করুন এখানে।
এই পেজে দেখুন একটি সিজিআই রেফারেন্স নাম্বার রয়েছে এমন ৭৩০১৮৭১০৫৬২৮। এর পাশেই রয়েছে এক্সপায়েরি ডেট। এই দুটি তথ্য সংরক্ষন করুন। এবার এই সাইট পুরন করা শেষে এখান থেকে বেরিয়ে যান। তবে যাবার আগে খেয়াল রাখুন কোন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি দিয়েছিলেন। সেই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবার আপনাকে এখানে প্রবেশ করতে হবে পরেরবার। তাই নিরাপত্তার সার্থে এগুলো লিখে রাখুন কোথাও।
এবার ইবিএল ব্যাংকে যান এবং নিচের মতো দেখতে ক্যাশ ডিপোজিট স্লিপ গ্রহন করুন।
এবার আপনার সিজিআই রেফারেন্স নাম্বারটি স্লিপের ঘরের ভেতর লিখুন। তার নিচে কতো টাকা জমা করবেন তা লিখুন। আপনি যদি ঘোরার জন্য আমেরিকায় যেতে চান বা স্টুডেন্ট ভিসার জন্য যেতে চান তবে আপনাকে জমা দিতে হবে ১২৬৪০ টাকা। যদি পরিবারসহ দাঁড়াতে চান তবে তার গুননীয়ক পরিমান অর্থ প্রদান করুন। অর্থাৎ দু’জন হলে ২৫২৮০ টাকা । তিনজন হলে ৩৮৯২০ টাকা ও চারজন হলে ৫০৭২০ টাকা।
তবে ব্যাংকে টাকা জমা দেবার পূর্বে দেখে নিন সঠিক ভাংতি দিচ্ছেন কিনা। কারন আপনাকে ঠিক ১২৬৪০ টাকাই জমা দিতে হবে। আপনি কোন বড় নোট দিয়ে ভাংতি চাইতে পারবেননা। স্লিপের ডিনোমিনেশনের ঘরে কতো টাকার নোট দিচ্ছেন তা লিখতে হবে, তাই সঠিক পরিমান টাকাই দিন। টাকা জমা দেবার পর আপনাকে কার্বন কপি ফেরত দেয়া হবে। সেটি সংরক্ষন করুন।
২৪ ঘন্টা পার হলে পুনরায় সিজিআিই সাইটে যান এবং আগের ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। একইভাবে পেজের পর পেজ যান। শেষের পেজে দেখবেন রিসিপ্ট নাম্বার বসানো একটি ঘর আছে। বুঝবেন আপনার টাকা জমা আপডেট হয়েছে। এবার আপনি ডেট নিতে পারবেন। ক্লিক করে ডেটের পেজে যান এবং আপনার পছন্দের ডেটে ইন্টারভিউ তারিখ নিন। ডেট নেয়া হলে সময় নিন। খুবই সহজ প্রক্রিয়া। সবশেষে আরেকটি ক্লিক করে আপনি আপনার দেয়া ইমেইলে ডেট কনফার্মেশন লেটার পাঠিয়ে দিতে পারেন। পরে সেই ইমেইলে গিয়ে তা ওপেন করুন এবং প্রিন্ট নিন। এটিই আপনার ইন্টারভিউ ডেট কনফার্মেশন যা আমেরিকান এ্যাম্বেসির গেটে প্রদর্শন করতে হবে।
Good Initiative
ReplyDeleteGood Initiative
ReplyDeletepayment করেছি কিন্তু মেইল এ মেম্বার কোড ও কার্ড পাইনি
ReplyDeletemd. jakir hussan
Deletemd. jakir hussan
ReplyDeletemd. jakir hussan
ReplyDelete