২০১৯ সালের মে মাসে ইংল্যান্ডে বসবে ক্রিকেটের মেগা আসর ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট। ৩০ মে থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জন্য এরই মধ্যে শুরু হয়ে গেছে টিকেটের জন্য হাহাকার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অফিশিয়াল ওয়েবসাইটে সদ্য প্রকাশিত এক কলামে জানানো হয়েছে, বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য পঁচিশ লক্ষেরও বেশি আবেদন পেয়েছে তারা।আইসিসির তরফ থেকে দাবি করা হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় টিকিটের জন্য আবেদনের সংখ্যা ছাড়িয়ে তাদের ধারণাকেও। পাবলিক ব্যালট পদ্ধতিতে টিকিটের জন্য আবেদন করেছেন ষোল লক্ষেরও বেশি মানুষ। দুই ব্যালট মিলিয়ে সংখ্যাটা ঠেকেছে পঁচিশ লক্ষেরও বেশিতে। আশ্চর্যজনক বিষয় হলো, ক্রিকেট খেলুড়ে দেশগুলার বাইরে থেকেও সমর্থকেরা আবেদন করেছেন টিকেটের জন্য।
সে যাই হোক বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী তারা কিভাবে যাবে ইংল্যান্ডে? এদেশ থেকে তো ইউকে হাইকমিশন চলে গেছে ভারতের দিল্লীতে! কোন সমস্যা নেই, হাইকমিশন নেই তো কি হয়েছে। ভিসার কার্যক্রম তো ঠিকই চলছে। আপনার ভিসা পাবার সম্ভাবনা রয়েছে। আসল কথা হলো যারা ক্রিকেট খেলা দেখার জন্য ইংল্যান্ডে ভিজিট ভিসা নিয়ে যেতে চান তারা যে টিকিট পেলেই ভিসা পাবেন এমন নয়। তাদের কিন্তু ভিজিট ভিসার জন্য আবেদন করতেই হবে। এবং ভিসা হবে গতানুগতিক পদ্ধতিতে। আপনি মনে করবেন না যে, ভিসা ফর্মে খেলা কোন স্টেডিয়ামে বসে দেখবেন এমন কোন প্রশ্ন থাকবে। যে ফর্ম আগে পুরন করতেন সেই একই ফর্ম এখনও পুরন করতে হবে। এবং আপনাকে যেভাবে খতিয়ে দেখে ভিসা ইস্যু করা হতো তার ব্যত্যয় হবেনা।কোনভাবেই আপনার ভিসা প্রক্রিয়া সহজ হবেনা। আমরা ইতিমধ্যে দেখেছি যে সিলেটের বহু এজেন্ট শহরে নানা ধরনের বিজ্ঞাপন ছাড়ছেন।তারা বলছেন টিকেট কাটলেই ভিসা। আবার বলছেন কন্ট্রাক্টে ভিসা ইত্যাদি।আর সিলেটে লন্ডনী শব্দের প্রভাব সম্মোহনের মতো কাজ করে তাই তারা লন্ডন শব্দ শুনলে পাগল হয়ে যায়। আবার সিলেটিদের একটা খারাপ অভ্যাস আছে। তারা খারাপ হোক ভাল হোক সিলেটি ভিসা এজেন্টের কাছ থেকেই পেপার প্রসেস করতে চায়। এই সুজোগে সেই সব ভিসা এজেন্টরাও বেশী দাম হেঁকে থাকে। এরা যদি একটু কষ্ট করে ঢাকার এজেন্টদের কাছে চলে আসে তবে সঠিক তথ্য পায় এবং কম রেটও পায়। এখনও দেখা যাচ্ছে ক্রিকেট ২০১৯ নিয়েও বিশাল ব্যবসার জাল বিছানো হয়েছে লন্ডনী শহর সিলেটে।
তবে খেয়াল রাখতে হবে, কোন সিলেটি এজেন্ট কিন্তু ভিসার জন্য হাইকমিশনে কোন ধরনের প্রভাব সৃষ্টি করতেই পারেনা বরং তারা ভিসা প্রসেসিং এর জন্য ঢাকার ভিসা এজেন্টদের ওপর নির্ভর করে থাকে। যারা সিলেটে থাকেন এবং ইংল্যন্ডে সত্যিকার অর্থে খেলা দেখতে যেতে চান তারা একটু কষ্ট করে ঢাকার বিভিন্ন ভিসা এজেন্টকে ফোন করে সঠিক তথ্য ও রেট জেনে নিতে পারেন।
ইংল্যান্ডে ভিজিট ভিসায় যাবার জন্য আপনাকে কিন্তু গতানুগতিকভাবেই আবেদন করতে হবে। খেয়াল রাখবেন আপনার পাসপোর্টে যদি কোন পূর্ববর্তী ভিসা না থাকে তবে আপনাকে বেশীরভাগ ক্ষেত্রেই অযোগ্য বলে বিবেচিত করা হতে পারে। সঠিক আবেদন পদ্ধতি জানার জন্য আমাদের নিকট ফোন করুন।যারা সঠিক নিয়মে ভিসার কাজ করছেন তাদের নিকট থেকে ভিসা প্রসেস করতে হলে আপনাকে অবশ্যই ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করতে হবে।
এছাড়াও আমাদের ভেরিফায়েড এজেন্টদের কাছে রয়েছে ইংল্যান্ডের টেম্পোরারী জব ভিসা।
0 Reviews:
Post a Comment