বিদেশে যাবার জন্য অতি প্রয়োজনীয় যে বইটি আপনার দরকার সেটা হলো পাসপোর্ট। এই বই নিয়ে আপনি পোর্ট বা বন্দর পার হতে পারেন তাই এর নাম পাসপোর্ট বা Pass the port. তো এই বইটি আপনার জন্য গুরুত্বপূর্ন কেননা এই বই ছাড়া আপনি কোন বন্দর বা পোর্ট অর্থাৎ এয়ারপোর্ট পার হতে পারবেননা। সাধারনতঃ পাসপোর্ট এর ধরন বুঝেই তার মালিককে মূল্যায়ন করা হয়ে থাকে। তাই পাসপোর্ট যদি সাদা অর্থাৎ পাসপোর্টে যদি কোন ভিসা না থাকে তার বাহক বা মালিককেও সাদা বলে ধরা হয়। সাদা মানে হলো মূল্যহীন। একজন শিক্ষাহীন বিদ্যাহীন মানুষকে যেমন মূল্যায়ন করা হয়না তেমন সাদা পাসপোর্ট ধারীকেও মানুষজন হেয় ভেবে থাকে। অন্যদিকে একজনের পাসপোর্টে যদি আট দশটা দেশের ভিসা থাকে এজেন্টসহ অন্যান্য মানুষজন তাকে বেশ ভালোচোখে দেখে। যার পাসপোর্টে যতো বেশী ভিসা তার মূল্যায়ন তত বেশী। যখন আপনি কোন বড় দেশে যাবেন তখন আপনার সাদা পাসপোর্ট দেখে সবাই নাক সিটকাবে। এজেন্ট দর হাঁকবে অনেক বেশী। আর আপনার পাসপোর্টে বেশী ভিসা থাকলে আপনাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে এজেন্টদের ভেতর। একজন বেশী টাকা হাঁকলে আরেকজন আপনাকে ডেকে কম টাকার অফার দেবে। আরেকজন আরও কম টাকার অফার দেবে। আপনার মূল্যই থাকবে অন্যরকম। আপনার সাদা পাসপোর্ট দেখে কেউই বলবেনা-আমার কাছে আসুন।
সাদা পাসপোর্টে যে ভিসা হয়না তা নয়।জব ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য সাদা পাসপোর্ট হলেই চলে তবে টুরিস্ট বা ভিজিট বা অন্য ধরনের ভিসার জন্য অবশ্যই আপনার পাসপোর্টে পূর্ববর্তী ভিসা থাকা আবশ্যক। কেননা সাদা পাসপোর্ট কেবল আপনার অযোগ্যতাই প্রমান করেনা বরং সাদা পাসপোর্ট ইমিগ্রেশন বা ভিসা অফিসারদের মনে এক ধরনের অস্বস্থি সৃষ্টি করে। কিন্তু আমাদের দেশের অশিক্ষিত মানুষরা যখন বিদেশ যাবার জন্য গ্রাম থেকে ঢাকায় আসে তখন তাদের পাসপোর্ট সাদাই থাকে। এই সাদা পাসপোর্ট নিয়ে তার নানা অসুবিধায় পড়ে যায়। বেশীরভাগ সাধারন মানুষরা টুরিস্ট ভিসায় আমেরিকা কানাডা ইউরোপসহ ভালো ভালো উন্নত দেশসমূহে ভ্রমন করার জন্য এজেন্টদের কাছে পাসপোর্ট জমা দিয়ে থাকে। দেখা যায় ইতিমধ্যে তারা কোন দেশ সফর করেন নি। হয় তাদের ভিসা রিফিউজ হয় নতুবা অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে গিয়ে ব্যাপক টাকা খরচ হয়ে যায়। এসব না করে তারা যদি কিছু দেশ ভ্রমন করে আসে তবে তাদের টুরিস্ট হিসাবে প্রমান করা সহজ হয়ে যায়। সাধারনতঃ ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুরই হচ্ছে সাধারন ভ্রমনকারীদের প্রথম পছন্দ। তবে ভিসাসফর ইউ নতুন একটি গবেষনার মাধ্যমে নতুন কিছু তত্ব বা থিওরি আপনাদের সামনে তুলে ধরছে।
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইউরোপের দেশসমূহে সাধারন ভিজিটর হিসাবে ঘুরতে গেলে আপনার অবশ্যেই পূববর্তী ভিসার প্রয়োজন রয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে যদি কেউ কিছু সংখ্যক বিশেষ দেশ ভ্রমন করে তবে তার জন্য বিশেষ বিশেষ দেশসমূহে ভিসা পেতে সুবিধা হয়। আমেরিকা কানাডা বা ইউরোপীয় দেশসমূহে যারা পাসপোর্ট জমা দেয় তারা সাধারনতঃ ইন্ডিয়া, থাই্ল্যান্ড, মালয়শিয়া ট্রাভেল করেই পাসপোর্ট জমা দিয়ে থাকেন। আমাদের নিচের এ্যাসেসমেন্টটি দেখুন। এখানে দেখানো হয়েছে কোন কোন দেশ ভ্রমন করলে কোন কোন দেশে ভিসা পেতে সুবিধা হয়ে থাকে।
সুবিধা পাবেন---------------আপনার পাসপোর্টের ভিসা
থাইল্যান্ড ভিসা--------আপনার পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা।
মালয়শিয়ার ভিসা--------আপনার পাসপোর্টে ইন্ডিয়া ও থাইল্যান্ডের ভিসা।
সিঙ্গাপুরের ভিসা--------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়শিয়ার ভিসা।
হংকং ভিসা--------------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুরের ভিসা।
জাপান ভিসা------------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর ও হংকঙের ভিসা।
অস্ট্রেলিয়ার ভিসা--------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপানের ভিসা।
রোমানিয়া ভিসা----------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপানের ভিসা।
জার্মান ভিসা----------------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপানের ভিসা।
ফ্রান্স ভিসা------------------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপানের ভিসা।
পোল্যান্ড ভিসা---------------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপানের ভিসা।
আমেরিকার ভিসা--------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং ও জাপান ও ফিলিপাইনের ভিসা।
কানাডার ভিসা----------আপনার পাসপোর্টে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর হংকং, জাপান ও ফিলিপাইনের ভিসা।
আমাদের রয়েছে অনেক দেশের ট্যুর প্যাকেজ।
সিঙ্গাপুর-ব্যাংকক-কুয়ালালামপুর ৭ দিন ৬ রাত / ৬০,৯৯৯ টাকা।
ঢাকা-কাঠমুন্ডু-পোখরা-ঢাকা ৫ দিন ৪ রাত/ ৩৪,৯৯৯ টাকা।
ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা ৫ দিন ৪ রাত/ ৩৫,০০০ টাকা।
মালয়শিয়া সাদা পাসপোর্টে ফুল কন্ট্রাক্ট ভিসা--------১৫,০০০ টাকা।
হংকঙের ভিসা--------৬০,০০০ টাকা। পুর্বের ভিসা প্রয়োজন। ভিসা না হলে টাকা দিতে হবেনা।
আপনার পাসপোর্টে ন্যুনতম পাঁচটি দেশের ট্রাভেল থাকলে রোমানিয়ার ভিসা---------ভিসা ফি ও দিল্লীর খরচ আপনার। ভিসার পর আমাদের দিতে হবে ২,০০০০০ টাকা।
আমাদের আরও অফার দেখার জন্য ক্লিক করুন http://www.visa24bd.com/view-visa-offers/index.php?option=com_visa_offers&view=showallvisaofferss&Itemid=181&page=1
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সহজ পদ্ধতি
ReplyDelete