যারা নিয়মিত বিভিন্ন তথ্য ও সংবাদ সংগ্রহ করেন বা নিয়মিত বিদেশের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখে থাকেন তাদের এ বিষয়টি অজানা নয় যে, কুয়েতে নিয়োগ বহুদিন ধরেই বন্ধ ছিল। যেখানে কাতার, আবুধাবী, ওমান নিয়মিত বিজ্ঞাপনে ছিল সেখানে কুয়েত ছিল একেবারে অনুপস্থিত। বর্তমানে কিছু কিছু নিয়োগ নতুন করে শুরু করেছে কুয়েত। যারা কুয়েতে যেতে চান তাদের জন্য ভালো সংবাদ হলো কুয়েতের বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল ও আবাসিক হোটেল, কুক শেফ ও সহকারী কুকের জন্য বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। যারা কুয়েতের বিষয়ে আগ্রহী তাদের নিম্নলিখিত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
ভাষা: আরবী ভাষা কিছুটা জানতে হবে।
অভিজ্ঞতা: আরবী খাবারের নাম ও রন্ধন প্রনালী জানতে হবে এবং তা রাঁধতে জানতে হবে।
অবশ্যই যাদের সৌদি, কাতার, কুয়েত বা আরব দেশে থাকার অভিজ্ঞতা ছিল তারাই এক্ষেত্রে ভালো করবেন। আমাদের কয়েক জন এজেন্ট এই নিয়োগ দিচ্ছেন। বেশ কম টাকায় আপনি যেতে পারবেন কুয়েতে। মাত্র ১ লাখ সত্তর হাজার টাকায় আপনি পাবেন চল্লিশ হাজার টাকা বেতন ও থাকা খাওয়া। কুয়েতী ডেলিগেটের সামনে আপনাকে কিছু রান্না করে দেখাতে হবে যে আসলেই আপনি আরবী খাবার সম্পর্কে জানেন। আর রেগুলার তা রান্না করতেও পারবেন। আর তা হলেই আপনি যেতে পারবেন স্বপ্নের দেশ কুয়েত।
তাই বলে কি আপনি এই সুজোগ নিতে পারবেন না?
যারা আরবী খাবার সম্পর্কে জানেন না তারাও এই সুবিধা নিতে পারেন। ঢাকার বিভিন্ন স্থানে আরবী খাবার শেখার কোর্স করা যায়। আপনি সেসব স্থানে খোঁজ নিতে পারেন। কম বেশী পাঁচ কিংবা সাত হাজার টাকার কোর্স ফি। দশ বারো দিন কোর্স করলেই মোটামুটি ধারনা হয়ে যাবে। তাছাড়া মোটামুটি ইংলিশ জানলে আরবী ভাষা না জানলেও চলবে। দুই মাস সময়ের মধ্যে ভিসা হয়ে যাবে। এই টাকার মধ্যে বিমানভাড়া, ভিসা ফি ও সকল খরচ অন্তর্ভুক্ত। চুক্তি ২ বছরের। ভিসা হয়ে যাবার পর টাকা প্রদান করতে হবে।
ভেরিফায়েড এজেন্টের সাথে এ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 01772369451
আমি যেতে চাই
ReplyDeleteআমি যাব
ReplyDeleteআমার যাওয়ার ইচ্ছা,আমাকে দয়া করে কল দিবেন ০১৭৮২১৩১১০৩
ReplyDeleteI want a work visa in Kuwait my birth date 1st may 1984 my qualification H.S.C PASS PLEASE TELL ME HOW CAN I GET IT
ReplyDelete