এই বিশেষ ধরনের আমেরিকান ভিসা সম্পর্কে খুব কম লোকই জানে। এমনকি যারা ভিসা প্রসেসিং এর কাজ করে তারাও এই ভিসা সম্পর্কে জানেনা। অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চায় এই ভিসার কথা সত্যি কিনা। তারা অনেকে স্টিকার কেমন জানতেও চায়।বেশীরভাগই আমেরিকান ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিসার কথা জানে কিন্তু জানেনা শর্ট টার্ম নামে যে আমেরিকান আরেক ধরনের ভিসা চালু আছে যা সাধারনত ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ভিসা। পাঁচ বছরের যে ভিসা চালু আছে সেগুলো সাধারনতঃ এফ১ ক্যটাগরির ভিসা যা পড়াশোনার জন্য দেয়া হয়। এগুলো সাধারনতঃ ইন্টারের পর থেকে শুরু করে ব্যাচেলর ও মাস্টার্সের জন্য দেয়া হয়। আর শর্ট টার্ম বা এসটিডি ভিসার ক্যাটাগরি হতে পারে F, J কিংবা M. শর্ট টার্ম বলতে স্বল্প সময়ের জন্য আপনি যদি আমেরিকাতে যেতে চান, যেমন ধরুন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কিন্তু সেখানকার পড়াশোনার মান নিজের চোখে দেখতে চান, বা ধরুন আপনি সেখানকার কোন এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে চান যে ভিসা জে এক্সচেঞ্জ নামে পরিচিত। বা আপনি হাতে কলমে ভোকেশনাল শিক্ষা লাভের জন্য কোন আমেরিকান বিশ্ববিদ্যালয়ে যেতে চান (এম স্টুডেন্ট ভিসা) সেক্ষেত্রেও আপনাকে আমেরিকান এ্যামবাসি ভিসা দিতে পারে। তবে আপনি জানেন যে আমেরিকান এই ভিসাগুলো বেশ জটিল প্রকৃতির হয়ে থাকে। বাংলাদেশ থেকে একজন ছাত্র আমেরিকায় গিয়ে কাজ না করে পড়াশোনা করবে এটা আমেরিকান এ্যামবাসি বিশ্বাস করতে চায়না। আপনাকে প্রমান করতে হবে যে আপনি একজন সত্যিকার বা বোনাফাইড স্টুডেন্ট এবং আপনি পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসবেন। এটা প্রমান করার কথা বলা যতটা সহজ প্রমান করা তার চেয়ে বেশী কঠিন। কিভাবে প্রমান করবেন? কারন আপনি নিজে তো ভেবে বসে আছেন নিউ ইয়র্কে নেমে আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবেনই না। নিউ ইয়র্কে গিয়েই আপনার প্রথম কাজ হবে চাকরি খোঁজা। আপনি তাই প্রমান করতে ব্যর্থ হবেন যে আপনি আসেলেই পড়তে যাচ্ছেন এবং ফিরে আসবেন পড়া শেষ হতেই। আমি অবশ্য কিছু নতুন পদ্ধতি দেখিয়েছি যার দ্বারা আপনি প্রমান করতে পরেন যে, আপনি আমেরিকা যাচ্ছেন আবার ফিরে আসবেন এবং আমেরিকায় যত টাকাই টিউশন ফি হোক না কেন আপনি দিতে পারবেন।
Follow us
Newsletter
Sunday, October 30, 2016
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা


0 Reviews:
Post a Comment