লন্ডনে যেসব চাকরি সহজে পাওয়া যায়
লন্ডন আমাদের ঢাকা শহরের মতো নয়। এটা ঢাকা শহরের পুরানো ঢাকার মতো বহু অলিগলিতে বিভক্ত এবং নতুন ঢাকার মতো চকচকে। তবে ঢাকার চেয়ে বহুগুন বহুগুন বেশী সুন্দর এবং পরিস্কার।
তাই আপনি মনে মনে প্রস্তুতি নিন একটা সুন্দর শহরে যাবার জন্য যেখানে আপনাকেও সুন্দরভাবে চলতে হবে। এখানে কথায় কথায় ‘থু’ করে থুথু ফেলেছেন রাস্তায়। রমজান মাসে তো ঢাকা শহরের রাস্তা ভিজে যায় মানুষের থুথুতে। লন্ডন এমন নয়। লন্ডনের রাস্তায় থুথু ফেলা সম্ভব নয়।
শুধু থুথু ফেলা নয়, আপনি একটুকরো কাগজও ফেলতে পারবেননা। আপনার চোখ যাবে রাস্তায় অবস্থিত স্ট্রিট ক্যামেরার দিকে। আপনি জানেন যে, ওই ক্যামেরার পিছনে কতোগুলো মানুষের চোখ আপনাকে অনুসরন করছে।
আমরা ভাবি ব্রিটিশ নোংরা জাতি। আসলে তা নয়। ওরা আমাদের চেয়ে আরো পরিস্কার থাকতে পছন্দ করে।
আবহাওয়ার কারনে ওদের গোসল করতে হয় অনেক কম। মাসে দু’তিনবার গোসল করলে চলে যায়। অনেক সময় তাও লাগেনা। কারন এদেশের মতো ড্যাম্প নয় ওদের আবহাওয়া। ওখানে শরীর থেকে ঘাম বের হয়না তাই আপনার শরীরও নোংরা বা গন্ধযুক্ত হয়না।
লন্ডনে আপনি যদি চাকরি করতে যান তবে প্রথমে মনে রাখবেনঃ
১। তাদের চাকরি করার কি যোগ্যতা আছে আপনার?
২। কতোটুকু চাকরি করতে পারবেন আপনি?
প্রথমে বলে নেই, ওদের ওখানে আওয়ার হিসাবে আপনাকে পেমেন্ট করা হবে। আপনি বড়োজোর ঘন্টায় ৪ কিংবা ৫ পাউন্ড পাবেন বা তার চেয়ে কম পেতে পারেন। সেটা নির্ভর করে আপনার যোগ্যতার ওপর।
ওখানে দুই ধরনের জব আছে।
১। অড জবস
২। টেবিল জবস
আপনি টেবিল জবস পাবেননা। কারন নিজেকে আপনি প্রশ্ন করুন কি যোগ্যতা আছে আপনার? ওখানে সার্টিফিকেটে চাকরি মেলেনা। আপনি প্রথম লন্ডন গেলে কোনদিনও টেবিল জবস পাবেননা। আপনাকে অড জবস করতে হবে। অড জবস খুব পরিচিত শব্দ ইংল্যান্ড এর জন্য। অড জবস মানে হলো কঠিন কাজ যাতে শ্রম দিতে হয় প্রচুর।
যেসমস্ত জায়গায় আপনি অড জবস পাবেন সেগুলো হলোঃ
১। রেস্টুরেন্ট
২। শপিং মল
৩। মার্কেট
৪। রেসিডেন্সিয়াল হোটেল
৫। কার ওয়াশ
৬। শো রুমস
৭। ড্রাগ স্টোর
৮। ডিপার্টমেন্টাল স্টোর
৯। লোডিং আনলোডিং ক্রু
১০। হাউজ পেইন্টিং
প্রথম প্রথম আপনার এসব চাকরি করতে গিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন। কিন্তু মনে রাখবেন কোন কাজই ছোট নয়। আর আপনি যেহেতু গেছেন চাকরি করতে তাই আপনাকে কষ্ট করতে হবে। যেখানেই চাকরি করুননা কেন দেখে নেবেন কোন চাকরিতে একটু বেশী প্রফিট আছে।
রেস্টুরেন্ট
লন্ডনে রেস্টুরেন্টে জব পাওয়া অনেকে ভাগ্যের ব্যপার বলে মনে করে। কিন্তু আসলে লন্ডনে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। একে রেস্টুরেন্টের শহরও বলা যায়। কারন লন্ডন এমন এক শহর যেখানে সব দেশের মানুষ বাস করে। সেসব দেশের মানুষের ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন রয়েছে। তাদের দিকে তাকিয়েই গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন হোটেল রেস্টুরেন্ট।
লন্ডনে রয়েছে বাংলাদেশী রেস্টুরেন্ট, ভারতীয় রেস্টুরেন্ট, নেপালী রেস্টুরেন্ট, চায়নিজ রেস্টুরেন্ট, জাপানী রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। এর মধ্যে বাংলাদেশী, ভারতীয় ও চায়নিজ রেস্টুরেন্টের প্রভাব অনেক বেশী।
লন্ডনে যেসব আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট রয়েছে সেগুলো হলো
Paramount
St John
লন্ডন আমাদের ঢাকা শহরের মতো নয়। এটা ঢাকা শহরের পুরানো ঢাকার মতো বহু অলিগলিতে বিভক্ত এবং নতুন ঢাকার মতো চকচকে। তবে ঢাকার চেয়ে বহুগুন বহুগুন বেশী সুন্দর এবং পরিস্কার।
তাই আপনি মনে মনে প্রস্তুতি নিন একটা সুন্দর শহরে যাবার জন্য যেখানে আপনাকেও সুন্দরভাবে চলতে হবে। এখানে কথায় কথায় ‘থু’ করে থুথু ফেলেছেন রাস্তায়। রমজান মাসে তো ঢাকা শহরের রাস্তা ভিজে যায় মানুষের থুথুতে। লন্ডন এমন নয়। লন্ডনের রাস্তায় থুথু ফেলা সম্ভব নয়।
শুধু থুথু ফেলা নয়, আপনি একটুকরো কাগজও ফেলতে পারবেননা। আপনার চোখ যাবে রাস্তায় অবস্থিত স্ট্রিট ক্যামেরার দিকে। আপনি জানেন যে, ওই ক্যামেরার পিছনে কতোগুলো মানুষের চোখ আপনাকে অনুসরন করছে।
আমরা ভাবি ব্রিটিশ নোংরা জাতি। আসলে তা নয়। ওরা আমাদের চেয়ে আরো পরিস্কার থাকতে পছন্দ করে।
আবহাওয়ার কারনে ওদের গোসল করতে হয় অনেক কম। মাসে দু’তিনবার গোসল করলে চলে যায়। অনেক সময় তাও লাগেনা। কারন এদেশের মতো ড্যাম্প নয় ওদের আবহাওয়া। ওখানে শরীর থেকে ঘাম বের হয়না তাই আপনার শরীরও নোংরা বা গন্ধযুক্ত হয়না।
লন্ডনে আপনি যদি চাকরি করতে যান তবে প্রথমে মনে রাখবেনঃ
১। তাদের চাকরি করার কি যোগ্যতা আছে আপনার?
২। কতোটুকু চাকরি করতে পারবেন আপনি?
প্রথমে বলে নেই, ওদের ওখানে আওয়ার হিসাবে আপনাকে পেমেন্ট করা হবে। আপনি বড়োজোর ঘন্টায় ৪ কিংবা ৫ পাউন্ড পাবেন বা তার চেয়ে কম পেতে পারেন। সেটা নির্ভর করে আপনার যোগ্যতার ওপর।
ওখানে দুই ধরনের জব আছে।
১। অড জবস
২। টেবিল জবস
আপনি টেবিল জবস পাবেননা। কারন নিজেকে আপনি প্রশ্ন করুন কি যোগ্যতা আছে আপনার? ওখানে সার্টিফিকেটে চাকরি মেলেনা। আপনি প্রথম লন্ডন গেলে কোনদিনও টেবিল জবস পাবেননা। আপনাকে অড জবস করতে হবে। অড জবস খুব পরিচিত শব্দ ইংল্যান্ড এর জন্য। অড জবস মানে হলো কঠিন কাজ যাতে শ্রম দিতে হয় প্রচুর।
যেসমস্ত জায়গায় আপনি অড জবস পাবেন সেগুলো হলোঃ
১। রেস্টুরেন্ট
২। শপিং মল
৩। মার্কেট
৪। রেসিডেন্সিয়াল হোটেল
৫। কার ওয়াশ
৬। শো রুমস
৭। ড্রাগ স্টোর
৮। ডিপার্টমেন্টাল স্টোর
৯। লোডিং আনলোডিং ক্রু
১০। হাউজ পেইন্টিং
প্রথম প্রথম আপনার এসব চাকরি করতে গিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন। কিন্তু মনে রাখবেন কোন কাজই ছোট নয়। আর আপনি যেহেতু গেছেন চাকরি করতে তাই আপনাকে কষ্ট করতে হবে। যেখানেই চাকরি করুননা কেন দেখে নেবেন কোন চাকরিতে একটু বেশী প্রফিট আছে।
রেস্টুরেন্ট
লন্ডনে রেস্টুরেন্টে জব পাওয়া অনেকে ভাগ্যের ব্যপার বলে মনে করে। কিন্তু আসলে লন্ডনে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। একে রেস্টুরেন্টের শহরও বলা যায়। কারন লন্ডন এমন এক শহর যেখানে সব দেশের মানুষ বাস করে। সেসব দেশের মানুষের ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন রয়েছে। তাদের দিকে তাকিয়েই গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন হোটেল রেস্টুরেন্ট।
লন্ডনে রয়েছে বাংলাদেশী রেস্টুরেন্ট, ভারতীয় রেস্টুরেন্ট, নেপালী রেস্টুরেন্ট, চায়নিজ রেস্টুরেন্ট, জাপানী রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। এর মধ্যে বাংলাদেশী, ভারতীয় ও চায়নিজ রেস্টুরেন্টের প্রভাব অনেক বেশী।
লন্ডনে যেসব আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট রয়েছে সেগুলো হলো
Barbecoa
Stunning views over St Paul ’s and the most
amazing meat, fish and seafood can be found at Jamie Oliver’s Barbecoa
Enjoy breath taking views over the capital and outstanding
British cuisine at the Paramount restaurant on
Centre Point’s 32nd floor
Fire
and Stone Covent Garden
Pizza restaurant Fire &
Stone delivers pizza with a difference in a dramatic, contemporary restaurant
design
Michelin starred Smithfield restaurant St John has set the level
for outstanding British cuisine
Pollen
Street Social
Super Chef Jason Atherton,
formerly of Maze, provides an outstanding display of culinary skill at his very
own Michelin starred restaurant
Pollen Street Social
Mezzanine
Restaurant
Mezzanine Restaurant is housed
in London 's
famous National Theatre on the Southbank, overlooking the River Thames
Gordon
Ramsay at Claridge's
Gordon Ramsay at Claridge’s is
world class fine dining in the very heart of London
Gauthier
Soho
A real star of the Soho dining scene, Gauthier Soho in Lindsay House serves
up exquisite Michelin starred Modern French fare
Arbutus
The Michelin starred restaurant Arbutus brings an
exceptional Modern European cuisine to London ’s
Soho
apnader kono office ase ki vai
ReplyDeleteAMADER 12 TA OFFICE ACHE DHAKAE. APNI KON DESH ER BAPARE INTERESTED TA JENE AMRA APNAKE REFER KORBO. AKTA OFFICE THEKE SOB DESHER BAPARE PROCESSING KORA HOYNA. APNI KON DESH E JETE CHAN JANIA COMMENT KORUN. BA PHONE KORUN 01772369451
DeleteUk student visa er kuno shubia ekhon ki Ase????
ReplyDeleteকাজের ভিসায় যেতে চাই লন্ডনে...আমি R আমার waif...
ReplyDeletekoto taka লাগবে.?
আমি কাজের ভিসাতে লন্ডনে যেতে চাই
DeleteAmi ki chaina theka Hons masters kore London a job nite parbo ar ki ki job paite pari London a???
Deleteভাই আমি প্যাথলজি তে ডিপ্লোমা করতেছি,,,আমার কি UK তে যাওয়া উচিত হবে?
ReplyDeleteআমি কারেন্ট এর কাজ জানি এই ভিসায় কি লন্ডনে যাওয়া জাবে
ReplyDeleteআমি হোটেল বয় হিসেবে লন্ডনের রেস্টুরেন্টে কাজ করতে চাই। আমি s.s.c পাশ করেছি।কি করতে হবে। please জানাবেন (ধন্যবাদ)
ReplyDeleteভাইয়া যেই কোন জব ভিসা নিয়ে যেতে চাইলে ম্যাক্সিমাম কত লাগবে ভাইয়া
ReplyDeleteMaster of arts student kon job apply korte parbe London e?
ReplyDeleteBoss আমি কি লন্ডনে যেতে পারব।আমি হোটেলের কাজ জানি। যদি হয় তাহলে ফোন দেন 01822222100
ReplyDeleteযে কোন ইউোরপ Country তে চাই জব ভিসায়। কোন Country তে সুযোগ আছে?
ReplyDelete