আপনি যদি জেনারেল ভিজিটর হয়ে থাকেন তবে আপনাকে একটা নির্ধারিত শিডিউল জমা দিতে হবে। যেমন ধরুন আপনি আপনার ভ্রমনের জন্য প্রয়োজনীয় সব কিছুর একটা লিস্ট জমা দেবেন যেমন, আপনি যে বিমানের টিকিট বুক করেছেন তার রিসিপ্টের ফটোকপি, আপনার ট্রাভেল এজেন্ট যে আপনার থাকার স্থান ঠিক করে দিয়েছে তার প্রমানপত্র। এছাড়া আপনি ইংল্যান্ডে থাকাকালিন সময়ে ইংল্যান্ডের ভেতর যে সমস্ত জায়গায় যেতে চান তার একটা নকশাও জমা দিতে লিখিতভাবে।
ধরুন, আপনার ইংল্যান্ডে কোন বন্ধুবান্ধব রয়েছে। আপনি তার বা তাদের কাছে উঠতে চান কোন হোটেল বুক করা ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে আপনার বন্ধুর সকল কাগজপত্র জমা দিতে হবে যেমন, সে যে আপনাকে ইনভাইট করেছে তার প্রমানপত্র বা ইনভাইটেশন লেটার।
আপনার বন্ধু কি করে তার প্রমানপত্র।
তার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে তবে তাও উল্লেখ করতে হবে।
তার আয় কতো এবং ব্যয় কতো তার উল্লেখ করতে হবে।
তার ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে।
ইংল্যান্ডে সে কি হিসাবে থাকে (সে কি নাগরিক/ ছাত্র/ বা শেল্টারড তার প্রমানপত্র) তাও দেখাতে হবে কাগজপত্রে।
আর এক্ষেত্রে তার ছবি, পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।
তার ট্যাক্স পেপারস এর ফটোকপি জমা দিতে হবে।
ধরুন, আপনার ইংল্যান্ডে কোন বন্ধুবান্ধব রয়েছে। আপনি তার বা তাদের কাছে উঠতে চান কোন হোটেল বুক করা ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে আপনার বন্ধুর সকল কাগজপত্র জমা দিতে হবে যেমন, সে যে আপনাকে ইনভাইট করেছে তার প্রমানপত্র বা ইনভাইটেশন লেটার।
আপনার বন্ধু কি করে তার প্রমানপত্র।
তার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে তবে তাও উল্লেখ করতে হবে।
তার আয় কতো এবং ব্যয় কতো তার উল্লেখ করতে হবে।
তার ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে।
ইংল্যান্ডে সে কি হিসাবে থাকে (সে কি নাগরিক/ ছাত্র/ বা শেল্টারড তার প্রমানপত্র) তাও দেখাতে হবে কাগজপত্রে।
আর এক্ষেত্রে তার ছবি, পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।
তার ট্যাক্স পেপারস এর ফটোকপি জমা দিতে হবে।
0 Reviews:
Post a Comment