ভিসা ফি কি? কোথায় দিতে হবে?
ভিসা ফি হলো এ্যামবাসি ও হাইকমিশনের নির্ধারিত ফি। এই ফি দিতে হয় যখন আপনি ভিসা প্রার্থি হন। এ্যামবাসি ও হাইকমিশনগুলো এই ফি দিয়েই চলে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, সবদেশেই ভিসা ফি আছে। সব কাগজপত্র জমা দেবার সময় আপনাকে টাকাও জমা দিতে হয়।
ইংল্যান্ডে ভিসা ফি বেশ অনেক টাকা। বর্তমানে ৪১৫০০ টাকা। এই টাকা আপনার একবার কাগজপত্র জমা দিয়ে ভিসা প্রার্থি হবার টাকা। যদি রিফিউজ হয়ে যান তবে এই টাকা ফেরৎ দেয়া হবেনা।
আসলে এই টাকা বলা যেতে পারে আপনার বিদেশ যাবার চাঁদা। আগেই এই চাঁদা নিয়ে নেয়া হয় কেননা আপনার ভিসা না হলে হাইকমিশন টাকা পাবেনা। যদি ভিসা না হয় তবে এই টাকার কোন অংশও আপনি ফেরৎ পাবেননা।
৪১৫০০ টাকা এককালীন পরিশোধ করতে হবে। এবং তা করতে হবে ব্রাক ব্যাংকের মাধ্যমে। আপনি যেকোনভাবেই তা পরিশোধ করতে পারেন। কাগজপত্র জমা দেবার সময় আপনি হাইকমিশনের ভেতর ব্রাক ব্যাংকের বুথে জমা দিতে পারেন বা আগে থেকে ব্রাক ব্যাংকের যেকোন শাখা থেকে জমা করে স্লিপ নিতে পারেন।
ভিসা ফি দেয়ার সময় আপনাকে একটা রশিদ দেবে ব্রাক ব্যাংক কতৃপক্ষ। সেটা যতœ করে রাখুন। এই রশিদ আপনার কাগজপত্র জমা দেবার সময় লাগবে।
আসলে আপনি সরাসরি কাগজপত্র ও ভিসা ফি ব্রিটিশ হাইকমিশনে জমা দেবেননা। এই ফি আপনি জমা দেবেন ভিএফএস নামক প্রতিষ্ঠানে। এই বিষয়ে আমি পরে বলছি। আগে জেনে নেই কিভাবে ভিসা ফর্ম পুরন করবেন।
ভিসা ফি হলো এ্যামবাসি ও হাইকমিশনের নির্ধারিত ফি। এই ফি দিতে হয় যখন আপনি ভিসা প্রার্থি হন। এ্যামবাসি ও হাইকমিশনগুলো এই ফি দিয়েই চলে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, সবদেশেই ভিসা ফি আছে। সব কাগজপত্র জমা দেবার সময় আপনাকে টাকাও জমা দিতে হয়।
ইংল্যান্ডে ভিসা ফি বেশ অনেক টাকা। বর্তমানে ৪১৫০০ টাকা। এই টাকা আপনার একবার কাগজপত্র জমা দিয়ে ভিসা প্রার্থি হবার টাকা। যদি রিফিউজ হয়ে যান তবে এই টাকা ফেরৎ দেয়া হবেনা।
আসলে এই টাকা বলা যেতে পারে আপনার বিদেশ যাবার চাঁদা। আগেই এই চাঁদা নিয়ে নেয়া হয় কেননা আপনার ভিসা না হলে হাইকমিশন টাকা পাবেনা। যদি ভিসা না হয় তবে এই টাকার কোন অংশও আপনি ফেরৎ পাবেননা।
৪১৫০০ টাকা এককালীন পরিশোধ করতে হবে। এবং তা করতে হবে ব্রাক ব্যাংকের মাধ্যমে। আপনি যেকোনভাবেই তা পরিশোধ করতে পারেন। কাগজপত্র জমা দেবার সময় আপনি হাইকমিশনের ভেতর ব্রাক ব্যাংকের বুথে জমা দিতে পারেন বা আগে থেকে ব্রাক ব্যাংকের যেকোন শাখা থেকে জমা করে স্লিপ নিতে পারেন।
ভিসা ফি দেয়ার সময় আপনাকে একটা রশিদ দেবে ব্রাক ব্যাংক কতৃপক্ষ। সেটা যতœ করে রাখুন। এই রশিদ আপনার কাগজপত্র জমা দেবার সময় লাগবে।
আসলে আপনি সরাসরি কাগজপত্র ও ভিসা ফি ব্রিটিশ হাইকমিশনে জমা দেবেননা। এই ফি আপনি জমা দেবেন ভিএফএস নামক প্রতিষ্ঠানে। এই বিষয়ে আমি পরে বলছি। আগে জেনে নেই কিভাবে ভিসা ফর্ম পুরন করবেন।
0 Reviews:
Post a Comment