কিভাবে পেপার সাজাবেন? কোথায় জমা দেবেন?
ভিসা ফর্ম ফিলআপ হলো তো ৯০ ভাগ কাজ হয়ে গেল আপনার। এবার চেক করে দেখুন আপনার নিম্নলিখিত সব কাগজপত্র আছে কিনা।
১। এস এস সির মার্কশিট
২। এস এস সির সার্টিফিকেট
৩। এইচ এস সির মার্কশিট
৪। এইচ এস সির সাটিফিকেট
৫। মেডিক্যাল সার্টিফিকেট
৬। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৭। ব্যাংক স্টেটমেন্ট
৮। কলেজ বা ইউনিভার্সিটির কাস লেটার
৯। পুরন করা ভিসা ফর্ম
১০। ছবি
ছবির বিষয়টি আমি পরে আসছি। ছবি তোলারও একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটার ব্যপারে পরে আমি বলছি তার আগে কিছু কথা বলি। প্রতিটি পেপারকে আলাদাভাবে লেখা হয়েছে এখানে। এই প্রতিটি কাগজের ফটোকপি দিতে হবে ব্রিটিশ হাইকমিশনে। অর্থাৎ নয়টি কাগজ এর এ৪ সাইজ কাগজে ফটোকপি করতে হচ্ছে আপনাকে। দুই ধরনের কাগজ অর্থাৎ মূল কাগজ ও ফটোকপি দুটোই জমা দিতে হবে। তবে কাগজ সাজাবার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আমি মেনে চলি।
আমি সবসময় এস এস সির সার্টিফিকেট সবার উপরে রাখি। তবে অনেকসময় আমি পুরন করা ভিসা ফর্মটা সবার প্রথমে রাখি কারন এটা একটা গুরুত্ব বহন করে। তারপর রাখি এস এস সির মার্কশিট। এরপর এইচ এস সির সার্টিফিকেট এবং এইচ এস সির মার্কশিট। এরপর রাখি কলেজের বা ইউনিভার্সিটির কাস লেটার। তারপর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও স্টেটমেন্ট। তারপর মেডিক্যাল সার্টিফিকেট।
ছবির বিষয়টি হলো এমন আপনি যখন ছবি তুলবেন ফটোগ্রাফারকে বলে দেবেন আপনি ইউকে যাবেন এবং ইউকে ভিসার গাইডেন্স মেনে যেন ছবি তোলা হয়। ইউকের জন্য আলাদা নিয়মে আপনাকে ছবি তুলতে হবে। তবে মনে রাখবেন সবার আগে আপনি ছবি তুলে নেবেন। শেষমূহুর্তে যেন তাড়াহুড়ো করে ছবি তুলতে যাবেননা।
ভিসা ফর্ম ফিলআপ হলো তো ৯০ ভাগ কাজ হয়ে গেল আপনার। এবার চেক করে দেখুন আপনার নিম্নলিখিত সব কাগজপত্র আছে কিনা।
১। এস এস সির মার্কশিট
২। এস এস সির সার্টিফিকেট
৩। এইচ এস সির মার্কশিট
৪। এইচ এস সির সাটিফিকেট
৫। মেডিক্যাল সার্টিফিকেট
৬। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৭। ব্যাংক স্টেটমেন্ট
৮। কলেজ বা ইউনিভার্সিটির কাস লেটার
৯। পুরন করা ভিসা ফর্ম
১০। ছবি
ছবির বিষয়টি আমি পরে আসছি। ছবি তোলারও একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটার ব্যপারে পরে আমি বলছি তার আগে কিছু কথা বলি। প্রতিটি পেপারকে আলাদাভাবে লেখা হয়েছে এখানে। এই প্রতিটি কাগজের ফটোকপি দিতে হবে ব্রিটিশ হাইকমিশনে। অর্থাৎ নয়টি কাগজ এর এ৪ সাইজ কাগজে ফটোকপি করতে হচ্ছে আপনাকে। দুই ধরনের কাগজ অর্থাৎ মূল কাগজ ও ফটোকপি দুটোই জমা দিতে হবে। তবে কাগজ সাজাবার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আমি মেনে চলি।
আমি সবসময় এস এস সির সার্টিফিকেট সবার উপরে রাখি। তবে অনেকসময় আমি পুরন করা ভিসা ফর্মটা সবার প্রথমে রাখি কারন এটা একটা গুরুত্ব বহন করে। তারপর রাখি এস এস সির মার্কশিট। এরপর এইচ এস সির সার্টিফিকেট এবং এইচ এস সির মার্কশিট। এরপর রাখি কলেজের বা ইউনিভার্সিটির কাস লেটার। তারপর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও স্টেটমেন্ট। তারপর মেডিক্যাল সার্টিফিকেট।
ছবির বিষয়টি হলো এমন আপনি যখন ছবি তুলবেন ফটোগ্রাফারকে বলে দেবেন আপনি ইউকে যাবেন এবং ইউকে ভিসার গাইডেন্স মেনে যেন ছবি তোলা হয়। ইউকের জন্য আলাদা নিয়মে আপনাকে ছবি তুলতে হবে। তবে মনে রাখবেন সবার আগে আপনি ছবি তুলে নেবেন। শেষমূহুর্তে যেন তাড়াহুড়ো করে ছবি তুলতে যাবেননা।
0 Reviews:
Post a Comment