কোথায় কাগজপত্র জমা দেবেন
আপনি ছবি তুলে আপনার ভিসা ফর্মের ডানদিকে উপরে জুড়ে দিন। তাহলে এবার পরিপূর্ন হয়ে গেলেন আপনি। এবার কোথায় জমা দেবেন তা জেনে নিন। দুই সেট কাগজপত্র এবার জমা দিতে হবে আপনাকে। আপনি এগুলো জমা দেবেন গুলশান ১ এ অবস্থিত ঠঋঝ এ।
ঠঋঝ হলো একটা প্রতিষ্ঠান যারা ব্রিটিশ হাইকমিশনের হয়ে আপনার জন্য কাজ করে থাকে। ব্রিটিশ হাইকমিশনের যাতে সমস্যা না হয় এজন্য তারা চুক্তিতে তাদের হয়ে কাজ করে থাকে।
এখানেই সবাইকে ভিসার জন্য কাগজপত্র জমা দিতে হয়। আপনিও এখানে জমা দেবেন আপনার সব কাগজপত্র। সেখানে তাদের অফিসেই রয়েছে ব্রাক ব্যাংক। এই ব্যাংকে আপনি ভিসা ফি জমা দিন যদি এরমধ্যে ভিসা ফি আপনি প্রদান করে না থাকেন। তাদের জমার কাউন্টারের সাথে ব্যাংকের বুথ রয়েছে যেখানে আপনি ভিসা ফি প্রদান করবেন।
জমার রশিদ নিন। এই রশিদেই ভিসা ডেলিভারীর একটি ডেট এবং নাম্বার রয়েছে। রশিদটা লম্বা, অনেকটা ফর্দের মতো। বেশ আবছা লেখা প্রায় দেখাই যায়না। আবার স্পষ্ট হতেও পারে। উপরে আপনার একটা রেফারেন্স নাম্বার বা আইডি দেখতে পাচ্ছেন। সেই আইডি হলো আপনার রেফারেন্স আইডি। ভিসা না হওয়া পর্যন্ত এই আইডিটা যতœ করে রাখুন।
VFS Bangladesh Pvt. Ltd. কেবল ইউকের ভিসা পেপার জমাই নেয়না তারা আমেরিকা অস্ট্রেলিয়া এবং কানাডার ভিসা পেপার জমা নিয়ে থাকে।
আপনাকে যে রশিদটা দেয়া হবে সেখান থেকে আইডি নিয়ে রশিদে দেয়া ডেলিভারি তারিখের আগেই আপনি বিশেষ একটা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আপনার পাসপোর্ট হাইকমিশন থেকে VFS এ পৌছেছে কিনা। ভিসা হয়েছে কিনা তা জানতে পারবেননা কেবল জানতে পারবেন যে, পাসপোর্ট এসেছে কিনা। যদি এসে থাকে তবে তা আপনি তুলে নিতে পারেন।
আপনি ছবি তুলে আপনার ভিসা ফর্মের ডানদিকে উপরে জুড়ে দিন। তাহলে এবার পরিপূর্ন হয়ে গেলেন আপনি। এবার কোথায় জমা দেবেন তা জেনে নিন। দুই সেট কাগজপত্র এবার জমা দিতে হবে আপনাকে। আপনি এগুলো জমা দেবেন গুলশান ১ এ অবস্থিত ঠঋঝ এ।
ঠঋঝ হলো একটা প্রতিষ্ঠান যারা ব্রিটিশ হাইকমিশনের হয়ে আপনার জন্য কাজ করে থাকে। ব্রিটিশ হাইকমিশনের যাতে সমস্যা না হয় এজন্য তারা চুক্তিতে তাদের হয়ে কাজ করে থাকে।
এখানেই সবাইকে ভিসার জন্য কাগজপত্র জমা দিতে হয়। আপনিও এখানে জমা দেবেন আপনার সব কাগজপত্র। সেখানে তাদের অফিসেই রয়েছে ব্রাক ব্যাংক। এই ব্যাংকে আপনি ভিসা ফি জমা দিন যদি এরমধ্যে ভিসা ফি আপনি প্রদান করে না থাকেন। তাদের জমার কাউন্টারের সাথে ব্যাংকের বুথ রয়েছে যেখানে আপনি ভিসা ফি প্রদান করবেন।
VFS Bangladesh Pvt. Ltd.
UK Visa Application Centre
ZN Tower,
1st Floor, Plot # 2, Road # 8,
Block SW(1),
Gulshan Avenue, Dhaka 1212.
এই ঠিকানায় আপনি আপনার কাগজপত্র জমা দেবেন। এখানে রয়েছে তাদের সিকিউরিটি। তারা আপনাকে একটা লাইনে দাঁড় করাবে এবং একজন একজন করে ভেতরে নিয়ে যাবে। সবাই যেখানে জমা দিচ্ছে আপনিও ঠিক সেখানে ভিসার কাগজপত্র জমা দিন।UK Visa Application Centre
ZN Tower,
1st Floor, Plot # 2, Road # 8,
Block SW(1),
Gulshan Avenue, Dhaka 1212.
জমার রশিদ নিন। এই রশিদেই ভিসা ডেলিভারীর একটি ডেট এবং নাম্বার রয়েছে। রশিদটা লম্বা, অনেকটা ফর্দের মতো। বেশ আবছা লেখা প্রায় দেখাই যায়না। আবার স্পষ্ট হতেও পারে। উপরে আপনার একটা রেফারেন্স নাম্বার বা আইডি দেখতে পাচ্ছেন। সেই আইডি হলো আপনার রেফারেন্স আইডি। ভিসা না হওয়া পর্যন্ত এই আইডিটা যতœ করে রাখুন।
VFS Bangladesh Pvt. Ltd. কেবল ইউকের ভিসা পেপার জমাই নেয়না তারা আমেরিকা অস্ট্রেলিয়া এবং কানাডার ভিসা পেপার জমা নিয়ে থাকে।
আপনাকে যে রশিদটা দেয়া হবে সেখান থেকে আইডি নিয়ে রশিদে দেয়া ডেলিভারি তারিখের আগেই আপনি বিশেষ একটা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আপনার পাসপোর্ট হাইকমিশন থেকে VFS এ পৌছেছে কিনা। ভিসা হয়েছে কিনা তা জানতে পারবেননা কেবল জানতে পারবেন যে, পাসপোর্ট এসেছে কিনা। যদি এসে থাকে তবে তা আপনি তুলে নিতে পারেন।
0 Reviews:
Post a Comment