কতদিন পর ভিসা পাবেন?
ভিসা পাবার নির্ধারিত কোন সময় নেই। এটা কখনও বাড়ে বা কমে। আগে দেখা গেছে তিন দিনে ভিসা হয়ে যায় আবার তিন মাসেও রেজাল্ট পাওয়া যায়নি এমনও দেখা গেছে। তবে বর্তমানে দশ দিনে ভিসা হয়ে যাবার বা রিফিউজ হবার সম্ভাবনা আছে অর্থাৎ দশ দিন পর আপনি রেজাল্ট পাবেন।
ভিসা না হলে আপনাকে একটা কাগজ দিয়ে দেবে এবং পাসপোর্টে কালো কালিতে একটা সিল দিয়ে দেবে। সেখানে এ্যাপ্লিকেশন রিসিভড এবং ভিসা রিফিউজ হবার ডেট দেয়া থাকবে। আর যে কাগজটা আপনাকে দেয়া হবে সেখানে কেন আপনাকে ভিসা দেয়া হয়নি তা লেখা থাকবে।
নিচে এমন একটা রিফিউজ লেটার দেখানো হয়েছে। তবে রিফিউজ কখনও কারন ছাড়া করেনা। মনে রাখবেন স্টুডেন্ট ভিসা একটা পয়েন্টের ওপর নির্ভর করে। আর সেটা হলো ৪০ পয়েন্ট।
ভিসা পাবার নির্ধারিত কোন সময় নেই। এটা কখনও বাড়ে বা কমে। আগে দেখা গেছে তিন দিনে ভিসা হয়ে যায় আবার তিন মাসেও রেজাল্ট পাওয়া যায়নি এমনও দেখা গেছে। তবে বর্তমানে দশ দিনে ভিসা হয়ে যাবার বা রিফিউজ হবার সম্ভাবনা আছে অর্থাৎ দশ দিন পর আপনি রেজাল্ট পাবেন।
ভিসা না হলে আপনাকে একটা কাগজ দিয়ে দেবে এবং পাসপোর্টে কালো কালিতে একটা সিল দিয়ে দেবে। সেখানে এ্যাপ্লিকেশন রিসিভড এবং ভিসা রিফিউজ হবার ডেট দেয়া থাকবে। আর যে কাগজটা আপনাকে দেয়া হবে সেখানে কেন আপনাকে ভিসা দেয়া হয়নি তা লেখা থাকবে।
নিচে এমন একটা রিফিউজ লেটার দেখানো হয়েছে। তবে রিফিউজ কখনও কারন ছাড়া করেনা। মনে রাখবেন স্টুডেন্ট ভিসা একটা পয়েন্টের ওপর নির্ভর করে। আর সেটা হলো ৪০ পয়েন্ট।
0 Reviews:
Post a Comment