আপনারা জানেন যে ইটালি একটি সেনজেন দেশ অর্থাৎ ইটালী ঢুকলে আপনি অন্যান্য ২৭টি ইউরোপিও দেশ ভ্রমন করতে পারছেন একই ভিসায়। তবে আমাদের অফিসে যতো ফোন আসে তার বেশীরভাগই দেখা যায় ইটালি সম্পর্কিত। অর্থাৎ বেশীরভাগ লোকই ইটালির ব্যপারে বেশী কৌতুহলী। দেখা যায় কারো বাবা মা, কারো ভাই বোন, কারো স্ত্রী বা স্বামী বা কারো বন্ধু বান্ধবী ইটালীতে থাকে।তারা অন্যদেরকে দেশ থেকে ইটালীতে আনতে চায় কিন্তু পারেনা।কারন ইটালী ভিসা এতো সহজ ব্যপার নয়। আপনি একা একা চেষ্টা করলেও ইটালি ভিসা জোগাড় করতে পারবেননা। ইটালীর ভিসা পেতে গেলে নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় এগুতে হয় ধাপে ধাপে। আর আমাদের এই ভিসায় আপনি একেবারে বিনা বাধায় চলে যেতে পারছেন ইটালীতে।
VISA24BD আপনার জন্য ইটালী ভিজিট ভিসার একটি অফার নিয়ে এল গ্যারান্টেড ভিসা অফারে। দেখুন পছন্দ হয় কিনা। এই ভিসা আবেদন সাধারনতঃ রিজেক্ট হয়না। সব ধরনের পেপার আমরাই রেডি করে দেই। আপনাকে কোন খরচ করতে হবেনা ভিসার আগে। সব খরচ আমরাই দেবো। কেবলমাত্র ভিসা হলে আপনি আমাদের প্রাপ্য পরিশোধ করবেন। ভিসা না হলে একটি টাকাও পরিশোধ করতে হবেনা।
ভিসার আগে আপনি আমাদেরকে আপনার পাসপোর্ট, ছবি ও জন্মসনদটি প্রদান করবেন এবং আমাদের সাথে একটি চুক্তিপত্র করবেন।
আপনার আর কোন দায়িত্ব নেই। এরপর সময় হলে আমরা আপনাকে সকল কাগজপত্র এমবাসিতে জমা দিতে বলবো। এই ক্যাটাগরিতে শূন্য পার্শেন্ট রিফিউজ সম্ভাবনা। তাই আপনি ভিসার বিষয়ে নিশ্চিত থাকতে পারবেন।
শর্তঃ আপনার পাসপোর্টে (ভারত বা নেপাল ব্যতিত) যে কোন দুটি দেশের ভিসা থাকতে হবে।ভিসা হতে সময় লাগবে ১-২ মাস। যোগাযোগ করুন 01772369451 (হোয়াটসএ্যাপ)
Europer kon kon desher work visa apnara diye thaken?
ReplyDelete