বাংলাদেশীদের মধ্যে মালয়শিয়া প্রীতি খুব বেশী । কিন্তু কেন? তারা মুসলমান এজন্য? নাকি অন্য কোন কারন যেমন মিথ্যা প্রলোভন? চাপাচাপি? ভুল যোগাযোগ ইত্যাদি? আমাদের মালয়শিয়া প্রীতি হলে কি হবে মালয়শিয়া কি আমাদের ভালবাসে? ওরা তো পারলে লাথি দিয়ে আমাদের বের করে দেয় । মালয়শিয়ার এয়ারপোর্ট দুনিয়ার সবচেয়ে খারাপ এয়ারপোর্ট । এই এয়ারপোর্টে যার যাওয়ার অভিজ্ঞতা নেই সে বুঝবেও না যে কতোটা খারাপ জাতি এরা । সে যাই হোক, আমাদের মধ্যে মালয়শিয়া যাবার একটা অন্ধ প্রবনতা আছে সেটাই সবচেয়ে বড়ো কথা, যেমন সৌদি আরব যাবার ব্যাপারে আমাদের মধ্যে ভ্রান্ত অন্ধবিশ্বাস আছে । ওরা তো আমাদের মুসলিম দেশ বলে ছাড় দেয়না তবে আমরা কেন মালয়শিয়া যাই? আপনি কি জানেন যে প্রতিদিন মালয়শিয়া থেকে হাজার হাজার মানুষ মোটর সাইকেলে চলে যায় সিঙ্গাপুরে । এরা আবার সন্ধ্যা হবার আগে আগে ফিরে আসে মালয়শিয়াতে । এভাবে তারা মালয়শিয়া টু সিঙ্গাপুর ডেইলি প্যাসেঞ্জারী করে শুধুমাত্র বেশী টাকা কামানোর জন্য । আর আপনারা মালয়শিয়া যাবার জন্য মহাঝুঁকিপূর্ন
সাগরপথকেও বেছে নিতে পিছপা হন না? এটা কোন ধরনের মহা আকর্ষন জানা না থাকলেও এটা বলতে পারি যে মালয়শিয়ার চেয়ে ব্রুনাই অনেক বেশী লাভজনক একটি দেশ । সবদিক থেকেই ব্রুনাই বর্তমানে মালয়শিয়ার চেয়ে ওপরের অবস্থানে আছে ।জেনে নিন কেন আপনি কাজের জন্য ব্রুনাইকে অধিক প্রাধান্য দেবেন :
ব্রুনাইয়ের অর্থনীতি খুবই উন্নত। পশ্চিমা দেশগুলোর সাথে তাল মিলিয়ে দেশটির অর্থনৈতিক কাঠামো প্রস্তুত করা হয়েছে। দেশটির শ্রমিকদের ৪০ % বিদেশী। ব্রুনাইয়ে প্রচুর বৈদেশিক শ্রমিক উচ্চ বেতনে বৈধভাবে কাজ করে। অনেক পশ্চিমা দেশের তুলনায় জীবিকার খরচও অনেক কম। বিদেশীদের বিনিয়োগের জন্যও ব্রুনাই অনেক আকর্ষণীয় কারন এর সহজ আয়কর ব্যাবস্থা।
বাংলাদেশী শ্রমিকদের একটা বিষয় হয়ত জানা নেই যে, তুলনা মূলক মালয়শিয়ার থেকে ব্রুনাইয়ের অর্থের মান অনেক বেশি, ব্রুনাই এর এক ডলার = ৬৩ টাকা অপরদিকে মালয়েশিয়ার এক রিঙ্গিত = ২০ টাকা।
তাছাড়া মালয়েশিয়া থেকে কম মূল্যে ব্রুনাইয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায় । এ ছাড়াও ব্রুনাই তে অনেক সুযোগ সুবিধা আছে। প্রত্যেকটি কোম্পানী থাকার সুব্যাবস্থা, ওভার টাইম, খাওয়া বাবদ আলাদা টাকা, চিকিৎসা ব্যাবস্থা আছে। ব্রুনাইতে চমৎকার একটি লেবার ল বা শ্রমিক আইন আছে যা বাংলাদেশী শ্রমিকদের জন্য খুবই উপকারী । মালয়শিয়া প্রশাসন দুর্নীতিগ্রস্থ, পুলিশ দুর্নীতিগ্রস্থ, কিন্তু ব্রুনাইয়ের প্রশাসন পশ্চিমা সিস্টেম অনুসরন করে বিধায় তাদের দেশে দুর্নীতি নেই ।
আমাদের ধারনা মালয়শিয়ায় অবৈধ ভিসায় গিয়ে পড়ে পড়ে মার খাবার চাইতে চলুন ব্রুনাইতে যাই । অন্তত অমানবিক মালয়শিয়ানদের চেয়ে ব্রুনাইয়ের মানুষজন অনেক বেশী আন্তরিক ও বন্ধুত্বপরায়ন ।
koto taka khoroc hobe
ReplyDelete