লিথুয়ানিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিল্নিয়ুস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। লিথুয়ালিনয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত। এর উত্তর সীমান্তে লাটভিয়া, পূর্ব ও দক্ষিণে বেলারুশ, দক্ষিণ-পশ্চিমে পোল্যান্ড ও কালিনিনগ্রাদ ওবলাস্ত। ১৯৯১ সালে এটি সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে এসে একটি স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়। যদিও লিথুয়ানিয়া তেমন ধনী দেশ নয় তারপরও এখানে কাজের চাহিদা রয়েছে। আমরা যদি রাশিয়ান এসব ছোট ছোট স্বাধীন দেশগুলোর দিকে তাকাই তবে দেখবো যে এরা একসময় গরীব ছিল এখন তাদের নিজেদের যোগ্যতায় তারা বেশ ওপরে উঠে যাচ্ছে। আর তাই এস্তোনিয়ার মতো এই সেনজেন দেশটিতে অনেকেই যাচ্ছে চাকরি করার জন্য। রাশিয়ান সব স্টেটের মতো লিথুয়ানিয়া নয়। যেহেতু এখানে ইউরো চলে তাই ইউরোপের যেসব অঞ্চলে ইউরো চলেনা সেসব অঞ্চল থেকে মানুষ চাকরি সন্ধানে চলে আসে লিথুয়ানিয়াতে। বাংলাদেশ থেকে অনেকেই অবৈধভাবে লিথুয়ানিয়াতে গেছে। তবে আমরা কখনও অবৈধভাবে কোথাও যাওয়াকে সমর্থন করিনা। আমরা চাই যারা বিদেশ যেতে চায় তারা অন্তত আমাদের এই ব্লগ সাইটটা পড়ুক। এখানে আমরা নানা ধরনের গবেষনামুলক প্রবন্ধ পোস্ট করি। এসব পোস্ট পড়লে আপনার বিদেশ সম্পর্কে জ্ঞান বাড়বে। আপনারা দালালের খপ্পরে পড়ার আগেই যদি আমাদের সহায়তা নিয়ে থাকেন তবে আমরা বলবো আপনি নিরাপদ ও সতর্ক হয়ে গেছেন ইতিমধ্যে। কারন আমরা দুটো জিনিষকে একেবারে ঘৃনা করি তা হলো অবৈধভাবে কোন দেশে গিয়ে বিপদে পড়া ও না জেনে আগেই টাকা পয়সা কোন দালালের হাতে তুলে দেয়া। দালাল অবশ্যই কোন ভেরিফায়েড এজেন্ট নয়।
যাইহোক, আপনি জব করার জন্য ইউরোপে কখনই অবৈধভাবে ঢুকবেন না। আমাদের সাহায্য নিন। অপেক্ষা করুন। তারপর সুজোগ এলে আবেদন করুন। ইউরোপে ঢোকার জন্য কখনও ধৈর্য্যহারা হবেন না। অধৈর্য্য মানুষ সহজেই দালালের টার্গেটে পড়ে যায়। লিথুয়ানিয়াতে কিছু কিছু জব আছে যেগুলো সাধারনতঃ লিথুয়ানিয়ানরা করেনা বা তাদের অভিজ্ঞতা এসব ব্যপারে সীমিত, সেসব জব আমরা করতে পারি। লিথুয়ানিয়াতে ভাল জবের মধ্যে রয়েছে রং মিস্ত্রী, কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, হেয়ার ড্রেসিং ইত্যাদি। এসব কাজগুলোর কিছু কিছু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে তবে যেহেতু সেনজেন বলে কথা তাই এসব ভিসা প্রসেসিং একটু কঠিন। তাছাড়া লিথুয়ানিয়ার এ্যামবাসি বাংলাদেশে নেই। আপনাকে ভিসা তুলতে দিল্লী যেতে হয়। কিছুদিন থাকতে হয়। তবে আমরা যদি আপনার হোটেল সিলেকশন করে দেই তবে দিল্লীতে দশ দিন থাকতে ও খেতে আপনার খরচ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা। তবে জব ভিসার জন্য আপনাকে একটি অনলাইন টেস্টে উপস্থিত হতে হবে। লিথুয়ানিয়ানরা ইংরেজী বোঝেনা, এটা তাদের জন্মগত দোষ। তারা রাশিয়ান বোঝে। তবে দোভাষীর মাধ্যমে এটা সহজেই চালানো যায়।
বর্তমানে আমাদের কিছু কিছু এজেন্ট লিথুয়ানিয়ায় কাজ করছেন। তাদের অফারের বিস্তারিত পাবেন আমাদের অফিশিয়াল সাইট www.visa24bd.com এ।
যাইহোক, আপনি জব করার জন্য ইউরোপে কখনই অবৈধভাবে ঢুকবেন না। আমাদের সাহায্য নিন। অপেক্ষা করুন। তারপর সুজোগ এলে আবেদন করুন। ইউরোপে ঢোকার জন্য কখনও ধৈর্য্যহারা হবেন না। অধৈর্য্য মানুষ সহজেই দালালের টার্গেটে পড়ে যায়। লিথুয়ানিয়াতে কিছু কিছু জব আছে যেগুলো সাধারনতঃ লিথুয়ানিয়ানরা করেনা বা তাদের অভিজ্ঞতা এসব ব্যপারে সীমিত, সেসব জব আমরা করতে পারি। লিথুয়ানিয়াতে ভাল জবের মধ্যে রয়েছে রং মিস্ত্রী, কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, হেয়ার ড্রেসিং ইত্যাদি। এসব কাজগুলোর কিছু কিছু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে তবে যেহেতু সেনজেন বলে কথা তাই এসব ভিসা প্রসেসিং একটু কঠিন। তাছাড়া লিথুয়ানিয়ার এ্যামবাসি বাংলাদেশে নেই। আপনাকে ভিসা তুলতে দিল্লী যেতে হয়। কিছুদিন থাকতে হয়। তবে আমরা যদি আপনার হোটেল সিলেকশন করে দেই তবে দিল্লীতে দশ দিন থাকতে ও খেতে আপনার খরচ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা। তবে জব ভিসার জন্য আপনাকে একটি অনলাইন টেস্টে উপস্থিত হতে হবে। লিথুয়ানিয়ানরা ইংরেজী বোঝেনা, এটা তাদের জন্মগত দোষ। তারা রাশিয়ান বোঝে। তবে দোভাষীর মাধ্যমে এটা সহজেই চালানো যায়।
বর্তমানে আমাদের কিছু কিছু এজেন্ট লিথুয়ানিয়ায় কাজ করছেন। তাদের অফারের বিস্তারিত পাবেন আমাদের অফিশিয়াল সাইট www.visa24bd.com এ।
0 Reviews:
Post a Comment