এই বিষয়টা নিয়ে লেখার ইচ্ছা প্রবল থাকা সত্তেও কি কারনে যেন লেখা হয়ে ওঠেনি। অথচ এই বিষয়টা নিয়ে আরও আগেই লেখা উচিৎ ছিল।কানাডা জব ভিসা বলে কিছু নেই। জব ভিসা বলে কিছু থাকবেনা কেন? প্রতিটা দেশেই জব ভিসা করা যায় কিন্তু কানাডায় কারও জব ভিসা হয়েছে শুনেছেন কি? হয়তোবা শুনেছেন কিন্তু দেখেছেন কি? ইউ টিউবে নানা ধরনের প্রলোভোন মাখা ভিডিও পাবেন যেখানে নানা বক্তব্য শুনবেন, ভিডিও দেখবেন। অনেকেই বলছে কানাডার জব ভিসার জন্য এ্যাপ্লিকেশন নিজে নিজেই করা যায় এবং এজন্য কোন এজেন্ট দরকার হয়না। হাঃ হাঃ হাঃ হাঃ। যেখানে আমাদের ব্লগ সাইটে বাংলায় লেখা, “ মেম্বারশিপের টাকা না পাঠাতে চাইলে দয়া করে ফর্ম ফিলআপ করবেন না” এই কথাটাই পড়তে পারেন না অনেকেই । ফর্ম ফিলআপ করার পর ফোন দিলে বলেন, “কিসের টাকা ভাই? মেম্বারশিপের জন্য টাকা কেন লাগবে? অথচ তিনিই ফর্ম ফিল আপের সময় ৪০০ টাকা সিলেক্ট করেছেন। সে যাই হোক, শুনেছেন কখনও যে বাঙালী নিজে নিজে কোন ভিসা করেছে? হোক তা ইন্ডিয়ার ভিসা।
হ্যাঁ, কানাডার জব ভিসা হয় তবে সেটা খুব কষ্টদায়ক ব্যাপার এবং অনেক শ্রমসাধ্য। আপনি হয়ত জানেন না যে, কানাডায় A, B, C, D এ ধরনের ভিসা রয়েছে। আপনার যদি কোন ধরনের ট্রেনিং না থাকে বা কোন স্কিল না থাকে তবে আপনি D ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এবং এই পর্যন্তই। তারপর? যখন কানাডার জব ব্যাংকে গিয়ে সার্চ দেবেন তখন দেখবেন অনেক জব আছে তবে সবগুলোর ল্যাংগুয়েজ রিকয়্যারমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ ও ইংলিশ। তারমানে আপনার IELTS দরকার হবে। বা আপনার পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা দরকার রয়েছে। যেমন ধরুন ডি ক্যাটাগরিতে একটা কাজের নাম এ্যাপেল পিকার বা আপেল বাগানে আপেল কুড়ানোর কাজ। এটাতেও তারা চাইছে নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞতা। আমাদের দেশে আপেল বাগান কই? বা আপনি হয়তঃ কিছুটা ইংরেজী শিখেছেন কিন্তু ফ্রেঞ্চ? চিন্তাও করেননি কখনও যে কানাডার জন্য ফরাসি ভাষা জানা দরকার আছে। তাই আপনি যখন কানাডার জব ভিসার জন্য কোন এজেন্টের কাছে যাবেন তখন তারা আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে নেবে। এবং আপনাকে একটা জব অফার আনিয়ে দেবে। এরপর কোন জাল সার্টিফিকেট দিয়ে কানাডার এ্যামবাসি পর্যন্ত পৌছে দেবে। ব্যাস আপনার কানাডা যাওয়া হয়ে গেল। এভাবেই প্রতিদিন কানাডা যাচ্ছে শত শত মানুষ। ভুলেও কানাডার জব ভিসার ফাঁদে পা দেবেন না। তবে যারা খুব বেশী শিক্ষিত ও এক্সপিরিয়েন্সড কেবল তারাই কানাডার জব ভিসার কথা চিন্তা করতে পারেন।
0 Reviews:
Post a Comment